/indian-express-bangla/media/media_files/2025/08/16/visa-interview-tips-2025-08-16-18-28-57.jpg)
Visa Interview Tips: মার্কিন ভিসা পাওয়ার সহজ রাস্তা।
Visa Interview Tips: মার্কিন যুক্তরাষ্ট্রে পড়াশোনা করার স্বপ্ন রয়েছে বহু শিক্ষার্থীরই। কিন্তু F-1 Student Visa পাওয়া সহজ নয়। প্রতিবছর বহু আবেদনকারী Section 214(b) এর অধীনে প্রত্যাখ্যাত হন। এই আইনের মূল বক্তব্য হল—আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি পড়াশোনা শেষে নিজের দেশে ফিরে যাবেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে থাকার কোনও ইচ্ছা আপনার নেই। এই গাইডে জানুন কীভাবে কনস্যুলার অফিসারকে আপনি রাজি করাবেন এবং আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা বাড়াবেন।
Section 214(b) কী?
মার্কিন অভিবাসন আইনের এই ধারা অনুযায়ী, প্রতিটি আবেদনকারীকে প্রথমেই ইমিগ্র্যান্ট (স্থায়ীভাবে থাকতে ইচ্ছুক) হিসাবে ধরা হয়। আপনাকে প্রমাণ করতে হবে যে— আপনার শুধু পড়াশোনা করাই লক্ষ্য। আপনার কাছে পড়াশোনা ও জীবনযাপনের জন্য পর্যাপ্ত অর্থ আছে। পড়াশোনা শেষে দেশে ফেরার ক্ষেত্রে আপনার কোনও সমস্যা নেই।
আরও পড়ুন- বিদেশে জন্মগ্রহণকারী ধনকুবেরের তালিকায় আমেরিকায় শীর্ষে ভারত, পিছনে ফেলল ইজরায়েলকে
এক্ষেত্রে কী বিষয়গুলো দেখা হয়?
দেশে বাবা-মা, ভাই-বোন, স্ত্রী বা সন্তান আছেন কি না, দেশে জমি, বাড়ি বা সম্পত্তি রয়েছে কি না, পড়াশোনা শেষে দেশে ফিরে কাজের সুযোগ বা ব্যবসার পরিকল্পনা আছে কি না, দেশীয় কমিউনিটি বা সমাজের সঙ্গে আপনার কোনও যোগাযোগ রয়েছে কি না!
আরও পড়ুন- ভারতীয় বংশোদ্ভূত বিদেশি নাগরিক, কড়া বিধিতে চাপ বাড়াল কেন্দ্র
সাক্ষাৎকারে কনস্যুলার অফিসারকে কীভাবে রাজি করাবেন?
ভিসা সাক্ষাৎকারে অফিসারের চোখের দিকে তাকিয়ে স্পষ্টভাবে উত্তর দিন। প্রশ্নের উত্তর সংক্ষিপ্ত ও সৎভাবে দিন। অপ্রয়োজনীয় তথ্য যোগ করবেন না। কেন মার্কিন যুক্তরাষ্ট্রে এই কোর্স পড়তে চান তা ব্যাখ্যা করুন। পড়াশোনা শেষে দেশে ফিরে কী করবেন তা নির্দিষ্ট করে বলুন। ব্যাংক স্টেটমেন্ট, স্পনসরশিপ বা স্কলারশিপের কাগজপত্র সঙ্গে রাখুন।
আরও পড়ুন- সেপ্টেম্বরের মার্কিন ভিসা বুলেটিন প্রকাশ, গ্রিন কার্ডধারী ও আবেদনকারীদের জন্য বিরাট আপডেট
যদি ভিসা প্রত্যাখ্যাত হয়?
214(b) এর অধীনে প্রত্যাখ্যান স্থায়ী নয়। আপনি চাইলে পুনরায় আবেদন করতে পারেন। তবে নতুন আবেদনে আপনাকে প্রমাণ করতে হবে— নতুন তথ্য বা ডকুমেন্ট আছে। আপনার পরিস্থিতি বদলেছে (যেমন: নতুন চাকরি, ফিনান্সিয়াল প্রুফ, পরিবারের দায়িত্ব ইত্যাদি আপনার রয়েছে)।
আরও পড়ুন- জন্মাষ্টমী 2025-এ এভাবে সাজান গোপালকে, দেখুন সজ্জার টিপস
সফল আবেদনকারীদের জন্য গুরুত্বপূর্ণ টিপস
আগে থেকে DS-160 ফর্ম সঠিকভাবে পূরণ করুন। সাক্ষাৎকারে মিথ্যা তথ্য দেবেন না। প্রয়োজনে ভিসা কনসালট্যান্ট বা সিনিয়র স্টুডেন্টদের পরামর্শ নিন। সর্বদা মনে রাখবেন: কনস্যুলার অফিসার আপনার আত্মবিশ্বাস, যুক্তি ও প্রমাণ দেখেই সিদ্ধান্ত নেবেন।
মার্কিন F-1 Student Visa পাওয়ার মূল হাতিয়ার হল নিজের দেশের সঙ্গে দৃঢ় সম্পর্ক থাকা প্রমাণ করা। Section 214(b) এর কারণে ভিসা প্রত্যাখ্যান হওয়া সাধারণ ব্যাপার হলেও সঠিক প্রস্তুতি, সৎ উত্তর এবং পরিষ্কার পরিকল্পনার মাধ্যমে কনস্যুলার অফিসারকে রাজি করানো সম্ভব। তাই ভয় নয়, বরং আত্মবিশ্বাসী হয়ে সাক্ষাৎকার দিন।