/indian-express-bangla/media/media_files/2025/08/16/indian-billionaires-2025-08-16-17-47-10.jpg)
Indian Billionaires: বিশ্বের ৭৮টি দেশে প্রায় ৩,০০০ বিলিয়নিয়ার রয়েছেন।
Indian Billionaires: বিশ্ব অর্থনীতির মানচিত্রে ভারতীয় বংশোদ্ভূত উদ্যোক্তারা দিনকে দিন নিজেদের অবস্থানকে শক্ত করে চলেছেন। শুধু ভারতেই নয়, আমেরিকার মত সুপারপাওয়ার দেশেও ভারতীয়দের প্রভাব স্পষ্ট হয়ে উঠছে। ২০২৫ সালের একটি সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, বিদেশে জন্মগ্রহণকারী যুক্তরাষ্ট্রের বিলিয়নিয়ারদের তালিকায় ভারত শীর্ষস্থান দখল করেছে।
বিশ্বে বর্তমানে প্রায় ৭৮টি দেশে ৩,০০০ বিলিয়নিয়ার রয়েছেন। যাঁদের সম্মিলিত সম্পদের পরিমাণ প্রায় ১৬.১ ট্রিলিয়ন ডলার। এর মধ্যে আমেরিকাতেই প্রায় এক-তৃতীয়াংশ ধনকুবের বসবাস করেন। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্রে থাকা প্রায় ১৪ শতাংশ বিলিয়নিয়ার বিদেশে জন্মগ্রহণ করেছেন। ২০২৫ সালে আমেরিকায় বিদেশে জন্মগ্রহণকারী বিলিয়নিয়ারের সংখ্যা দাঁড়িয়েছে ১২৫-এ। যার মধ্যে ভারত রয়েছে এখন একনম্বরে।
আরও পড়ুন- রাস্তা দিয়ে হাঁটতে থাকা বৃদ্ধকে বাতাসে উড়িয়ে দিল ষাঁড়! পঞ্জাবের ঘটনায় শিউড়ে উঠছেন নেটিজেনরা
শীর্ষ ১০ দেশের তালিকা (২০২৫)
১. ভারত – ১২
২. ইজরায়েল – ১১
৩. তাইওয়ান – ১১
৪. কানাডা – ৯
৫. চিন – ৮
৬. জার্মানি – ৬
৭. ইরান – ৬
৮. ফ্রান্স – ৫
৯. হাঙ্গেরি – ৪
১০. ইউক্রেন – ৪
আরও পড়ুন- অনন্ত অম্বানির বিয়েতে দারুণ হিট হয়েছিল এই চাট, কয়েক মিনিটে বাড়িতেই বানাতে পারবেন আপনিও
হাই-প্রোফাইল ভারতীয় বংশোদ্ভূত বিলিয়নিয়াররা
এই তালিকায় রয়েছেন বেশ কয়েকজন প্রভাবশালী। যেমন: সুন্দর পিচাই (Alphabet-এর সিইও), সত্য নাদেলা (Microsoft-এর সিইও), নিকেশ অরোরা (Palo Alto Networks-এর সিইও), জয় চৌধুরী (Zscaler-এর প্রতিষ্ঠাতা ও সিইও) – যার সম্পদ ১৭.৯ বিলিয়ন ডলার
আরও পড়ুন- অটলবিহারী বাজপেয়ীর লেখা কবিতা থেকে ৫টি লাইন, যা ফিরিয়ে দেবে আপনার আত্মবিশ্বাস!
২০২২ সালে যুক্তরাষ্ট্রে ভারতীয় বংশোদ্ভূত বিলিয়নিয়ারের সংখ্যা ছিল মাত্র ৫ জন। কিন্তু ২০২৫ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ১২ জনে। এই বিশাল বৃদ্ধির ফলে ভারত সরাসরি ইজরায়েলকে পিছনে ফেলে শীর্ষে উঠে এল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ভারতকে 'মৃত অর্থনীতি' বলে তোপ দাগলেও দেখা যাচ্ছে যে, বাস্তব চিত্রটা একেবারেই ভিন্ন। ভারতীয় বংশোদ্ভূত ধনকুবেরদের উত্থান প্রমাণ করে যে ভারতীয়রা শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অর্থনীতিতেও অগ্রণী ভূমিকা পালন করছেন।
আরও পড়ুন- শ্রীরামকৃষ্ণের ৫টি জীবনমন্ত্র, যেগুলো আজকের ব্যস্ত জীবনে মানসিক শান্তি এনে দেবে
ভারতের এই সাফল্য কেবল অর্থনৈতিক শক্তির প্রতীক নয়, বরং প্রমাণ করে যে ভারতীয়দের মেধা ও দক্ষতা বিশ্বমঞ্চে কতটা প্রভাব ফেলতে পারে। বিদেশে জন্মগ্রহণকারী বিলিয়নিয়ারদের তালিকায় ভারতীয় বংশোদ্ভূতদের শীর্ষস্থান পাওয়া ভারতের জন্য নিঃসন্দেহে একটি বড় সাফল্য।