/indian-express-bangla/media/media_files/2024/11/13/W95PVLhlb9fCTUyE7EeY.jpg)
Share Price: বাজারের দিকে নজর বিনিয়োগকারীদের।
HAL Share Price: হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (HAL) নিয়ে আবারও আশাবাদী হল শীর্ষস্থানীয় ব্রোকারেজ হাউস অ্যান্টিক। সর্বশেষ রিপোর্টে প্রতিষ্ঠানটি জানিয়েছে, HAL-এর শেয়ার নিয়ে তাদের দৃষ্টিভঙ্গি ইতিবাচক রয়ে গেছে এবং তারা বাই রেটিং বজায় রেখেছে।
বাড়তে চলেছে দাম
অ্যান্টিক ২০২৫ সালের জন্য হ্যাল (HAL)-এর শেয়ারের লক্ষ্য মূল্য ৬,৩৬০ টাকা নির্ধারণ করেছে। ১৫ সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১০:২৩-এ বিএসইতে শেয়ারটির দাম ছিল ৪,৮০৮.৪৫ টাকা। যা আগের দিনের তুলনায় প্রায় ১.৩৪% বেশি। এর মানে প্রায় ৩২% বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন- দেউলটি স্টেশনের নাম হোক তাঁর নামে, ফের দাবি তুলল শরৎচন্দ্রের জন্মদিন
ব্রোকারেজ রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে, পূর্বে হ্যাল-এর জন্য বড় সমস্যা ছিল সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। তবে এখন সেই চ্যালেঞ্জ ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। ইতিমধ্যেই জিই ৪০৪ (GE 404) ইঞ্জিনের তৃতীয় ডেলিভারি হ্যাল (HAL) পেয়েছে এবং সেপ্টেম্বরের শেষে চতুর্থ ইঞ্জিন আসবে বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন- কীভাবে বদলাবেন আজকের দুর্ভাগ্য? জানুন রাশিফলের প্রতিকার, টিপস!
অ্যান্টিক জানিয়েছে, অক্টোবরের মধ্যেই হ্যাল (HAL) প্রথম দুটি তেজস (Mk1A) যুদ্ধবিমান সরবরাহ করবে। বিশাল অর্ডার থাকলেও সাপ্লাই চেইনের সমস্যা হ্যাল ধীরে ধীরে কাটিয়ে উঠছে বলেই মনে হচ্ছে। এর ফলে আগামী বছরের আয় আরও স্থিতিশীল এবং ভালো হতে পারে।
আরও পড়ুন- নবদ্বীপের লালদুর্গা পুজো, এই পুজোর অলৌকিক কাহিনি শুনলে গায়ে কাঁটা দেবে!
২০২৫ সালের জুন প্রান্তিকের (Q1 FY26) ফলাফল অনুযায়ী, হ্যাল (HAL)-এর নিট মুনাফা দাঁড়িয়েছে ১,৩৮৩.৭৭ কোটি টাকা। যা আগের বছরের তুলনায় ৩.৭% কম। যদিও মুনাফা কমেছে, কিন্তু অপারেটিং রেভিনিউ ১০.৮% বেড়ে ৪,৮১৯.০১ কোটি টাকা হয়েছে। মোট আয়ও ৯.৫% বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৫,৫৬৬.১০ কোটি টাকা।
আরও পড়ুন- পারকিনসনস রোগ, বৃদ্ধি ঠেকাতে কাজে লাগান এই অভ্যাসগুলো!
অ্যান্টিক রিপোর্টে বলা হয়েছে, স্বল্পমেয়াদে কিছুটা অস্থিরতা থাকতে পারে, তবে দীর্ঘমেয়াদে হ্যাল (HAL)-এর আয় দ্বি-অঙ্কের হারে (double-digit growth) বাড়তে থাকবে। বিশেষ করে প্রতিরক্ষা খাতে ভারত সরকারের বড় অর্ডার, দেশীয় উৎপাদনে জোর এবং রফতানির সম্ভাবনা এই বৃদ্ধিকে ত্বরান্বিত করবে। শেয়ারবাজার বিশ্লেষকদের মতে, যাঁরা দীর্ঘমেয়াদে বিনিয়োগ করতে চান, তাঁদের জন্য হ্যাল (HAL) একটি দুর্দান্ত অপশন।