Advertisment

করোনা সংক্রমণের নয়া পর্যায় শুরু ভারতে

সেপ্টেম্বরের শুরু থেকেই ফের স্বমহিমায় কোভিড। শনিবার ও রবিবার এই দুই দিনই ৯০ হাজার পেরিয়েছে কোভিড আক্রান্তের সংখ্যা। বাড়ছে চিন্তা

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

জুলাইয়ের শেষ থেকে দেশে ক্রমশ কমতির দিকেই ছিল করোনা সংক্রমণ। আশাও দেখেছিল দেশ। কিন্তু সেপ্টেম্বরের শুরু থেকেই ফের স্বমহিমায় কোভিড। দিনের পর দিন বেড়েই চলেছে দৈনিক করোনা সংক্রমণ। বিশ্বে ভারতই কোনও দেশ যেখানে একদিনে কোভিড আক্রান্ত হয়েছে ৯০ হাজারেরও বেশি। শনিবার ও রবিবার এই দুই দিনই ৯০ হাজার পেরিয়েছে কোভিড আক্রান্তের সংখ্যা।

Advertisment

পরিসংখ্যান যদি দেখা যায় তাহলে এক সপ্তাহে ছ'লক্ষ অ্যাক্টিভ কেস ধরা পড়েছে দেশে। রবিবার ব্রাজিলকেও টপকে গেল ভারত। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে যে তথ্য আছে সেখানে দেখা গিয়েছে ব্রাজিলে আক্রান্তের সংখ্যা ৪০ লক্ষ ৪১ হাজার। এখনও পর্যন্ত ভারতে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে আক্রান্ত হয়েছেন মোট ৪২ লক্ষ।

publive-image

আরও পড়ুন, ফেস শিল্ড, ভালভ মাস্ক না ঘরে বানান মাস্ক? কোনটি ব্যবহার করা নিরাপদ?

রাজ্যগুলির মধ্যে মহারাষ্ট্রের অবস্থা অত্যন্ত আশংকাজনক। গত দু'সপ্তাহে এই রাজ্য থেকেই কয়েক লক্ষ আক্রান্ত হয়েছে। অগাস্টের শেষে প্রাথমিকভাবে দৈনিক আক্রান্ত ১২ থেকে ১৪ হাজার হলেও রবিবার তা বেড়ে হয়েছে ২৩ হাজার। এরপর রয়েছে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু। এমনকী দিল্লিতেও আচমকা বেড়েছে সংক্রমণ।

publive-image

আরও পড়ুন, করোনার জেরে মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশুদের হৃদপিন্ড

হঠাৎ করে করোনার এমন বাড়বাড়ন্তের নেপথ্যে অবশ্য করোনা পরীক্ষার বৃদ্ধিকে রেখেছেন বিজ্ঞানীরা। দেশে করোনা পরীক্ষার সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। দৈনিক ১০ লক্ষ কোভিড পরীক্ষা হচ্ছে। যদিও রবিবার কিছুটা কমে ৭ লক্ষ ২০ হাজার করোনা পরীক্ষা হয়েছে। আমেরিকা বাদে কোনও দেশেই এই সংখ্যায় পরীক্ষা হয়নি।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

coronavirus
Advertisment