/indian-express-bangla/media/media_files/2025/09/08/netweb-share-price-2025-09-08-14-49-35.jpg)
Netweb share price: নেটওয়েব টেকনোলজিসের শেয়ারের দাম বাড়ছে।
Netweb share price: ভারতের শেয়ারবাজারে গত কয়েক দিনের মত সোমবার সপ্তাহের শুরুর দিনও অন্যতম আলোচিত নাম নেটওয়েব টেকনোলজিস (Netweb Technologies)। মাত্র ছয়টি ট্রেডিং সেশনে শেয়ারের দাম ৪১%-এরও বেশি বেড়ে নতুন রেকর্ড গড়েছে। সোমবার শেয়ারটি ৭.৬২% বেড়ে সর্বোচ্চ ৩,১২২.৯০ টাকায় পৌঁছয়। দুপুরে কিছুটা চাপ এলেও, তখনও কিন্তু ৩,১১২ টাকায় লেনদেন হয়েছে, যা দিনের শুরু থেকে ১.০৮% বেশি।
এই উত্থানের রহস্য কী?
বাজার বিশ্লেষকদের মতে, কয়েকটি বড় কারণে এই শেয়ারের দাম বেড়েছে। তার মধ্যে প্রথম হল, সরকারের সেমিকন্ডাক্টর মিশন ২.০। ভারত সেমিকন্ডাক্টর উৎপাদন ও গবেষণায় আরও বিনিয়োগ বাড়াচ্ছে। এই খাতে কাজ করা কোম্পানিগুলোর প্রতি বিনিয়োগকারীদের আস্থাও তাই দ্রুত বাড়ছে। দ্বিতীয় কারণ হল, ১,৭৩৪ কোটি টাকার বড় অর্ডার।
আরও পড়ুন- সন্ধ্যায় মুখের স্বাদ বদলান, ঘরেই বানান দোকানের মত মুচমুচে বেগুনি!
গত সপ্তাহে নেটওয়েব টেকনোলজিস (Netweb Technologies) ঘোষণা করেছে যে তারা ভারতের সার্বভৌম এআই (AI) ফ্রেমওয়ার্ক শক্তিশালী করতে এই অর্ডার পেয়েছে। বাজার বিশ্লেষকদের মতে এই শেয়ারের দাম বৃদ্ধির তৃতীয় কারণ হল, Nvidia প্রযুক্তি ব্যবহার। অর্ডার বাস্তবায়নে ব্যবহৃত হবে Nvidia–র সর্বাধুনিক Blackwell আর্কিটেকচারের ওপর ভিত্তি করে তৈরি GPU-অ্যাক্সিলারেটেড প্ল্যাটফর্ম।
আরও পড়ুন- ডিজিটাল যুগেও উজ্জল! আজ সাক্ষরতা দিবস পালন বিশ্বজুড়ে
Netweb Technologies হল উচ্চমানের কম্পিউটিং সমাধান প্রদানকারী অন্যতম ভারতীয় কোম্পানি। এর সেবা ও প্রোডাক্টের মধ্যে রয়েছে- প্রাইভেট ক্লাউড, এআই সিস্টেম, এন্টারপ্রাইজ ওয়ার্কস্টেশন, হাই-পারফরম্যান্স স্টোরেজ, ডেটা সেন্টার সার্ভার। সম্পূর্ণ ডিজাইন থেকে উৎপাদন পর্যন্ত সর্বক্ষেত্রে নিজস্ব সক্ষমতা রয়েছে এই সংস্থার। যা ভারতীয় টেক ইন্ডাস্ট্রিতে বড় প্লাস পয়েন্ট।
আরও পড়ুন- নেহরুকে পস্তাতে হয়েছে, ৬২-তে চিনের কীর্তি মোদীর কাছেও বিরাট শিক্ষা!
এই সংস্থার শেয়ারের দাম সোমবার পর্যন্ত ছয় সেশনে বেড়েছে ৪১%। ১২ মাসে শেয়ারের দাম বেড়েছে ১৫.২৬%। গোটা বছরে (YTD) শেয়ারের দাম দাম বেড়েছে গড়ে ১৪.১৮%। শুধু তাই নয়, দৈনিক লেনদেনের পরিমাণ ৩০ দিনের গড়ের তুলনায় সোমবার ছিল ৭ গুণ বেশি।
আরও পড়ুন- বিশ্বাস করুন ছাই না করুন, শাস্ত্র বলে চন্দ্রগ্রহণের পর এই ৭ জিনিস করা উচিত!
RSI (Relative Strength Index) পৌঁছেছে ৮২.১–এ, যা শেয়ারের সামগ্রিক অবস্থা বুঝিয়ে দিচ্ছে। ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, Netweb Technologies নিয়ে যাঁরা নজর রাখছেন, সেই তিন বিশ্লেষক এখনও ‘Buy’ রেটিং বজায় রেখেছেন। তবে ১২ মাসের গড় মূল্য লক্ষ্যমাত্রা বর্তমান দামের তুলনায় প্রায় ১১% কম, অর্থাৎ ভবিষ্যতে এই শেয়ারের দাম আরও কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে।