How heavy rains are impacting Ramban: জম্মু ও কাশ্মীরের রামবান জেলা আবারও প্রকৃতির রোষানলে। সম্প্রতি প্রবল বৃষ্টিপাতের ফলে পাহাড়ি এই অঞ্চলে ধস, রাস্তা বন্ধ হয়ে যাওয়া, বাস ও গাড়ি আটকে পড়া এবং জনজীবন বিপর্যস্ত হওয়ার মতো একাধিক ঘটনা সামনে এসেছে। আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, এই অঞ্চলে গত কয়েকদিনে স্বাভাবিকের থেকে অনেক বেশি বৃষ্টিপাত হয়েছে, যার ফলে বিপদের মাত্রাও বেড়েছে।
রামবান মূলত হিমালয়ের পার্বত্য অঞ্চল ঘিরে গড়ে ওঠা একটি জেলা। এখানে বর্ষাকাল মানেই চরম সতর্কতা। এবছর এপ্রিলেই যেভাবে মুষলধারে বৃষ্টি হয়েছে, তাতে করে অনেক জায়গায় ছোট ছোট নদী-নালা প্লাবিত হয়ে গিয়েছে। রাস্তার ধারে মাটি নরম হয়ে পড়ায় যে কোনও সময় ধস নামার আশঙ্কা তৈরি হয়েছিল। আর, এবার সেটাই ঘটেছে।
জাতীয় সড়ক ৪৪ (NH-44), যা জম্মু ও কাশ্মীরের যোগাযোগের একমাত্র প্রধান পথ, সেটি বহু জায়গায় ধসের কারণে বন্ধ হয়ে গিয়েছে। বহু পর্যটক ও স্থানীয় বাসিন্দা আটকে পড়েছেন। রামবানের মারোগ, পাথাল ও মেহার এলাকায় ধস ও পাথর গড়িয়ে পড়ার খবর পাওয়া গেছে, যার ফলে যান চলাচল পুরোপুরি থমকে গিয়েছে।
আরও পড়ুন- মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এবার ভয়ংকর অর্থনৈতিক যুদ্ধের পথে চিন? গোপন ছকে বিরাট পদক্ষেপ রেড ড্রাগনের
এই পরিস্থিতিতে উদ্ধারকার্য চালাচ্ছে স্থানীয় প্রশাসন, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (SDRF) এবং সীমান্ত সড়ক সংস্থা (BRO)। তবে পাহাড়ি এলাকা এবং আবহাওয়া প্রতিকূল থাকার কারণে উদ্ধারকাজে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।
আরও পড়ুন- টাকা পাঠাচ্ছেন প্রবাসীরা! ভারতে ২০২৩-২৪ আর্থিক বছরে প্রথম কোন ১০ দেশ থেকে সবচেয়ে বেশি টাকা এল?
বিপর্যয়ের কারণ
আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের কারণে এখন এমন অতিবৃষ্টির ঘটনা আরও ঘনঘন ঘটছে। শীতকাল পেরিয়ে গ্রীষ্মে প্রবেশ করার সময় আগে এই ধরনের বৃষ্টি খুব কম দেখা যেত। কিন্তু এখন হঠাৎ বৃষ্টি বেশি হচ্ছে। যাতে পাহাড়ি অঞ্চলে জলনিকাশির ব্যবস্থা ভেঙে পড়ছে। তার ফলেই ধসের মতো বিপর্যয় ডেকে আনছে।
আরও পড়ুন- বিশ্বের ১০টি সবচেয়ে দামি ঘড়ি, দাম আর তার বৈশিষ্ট্য শুনলে যে কোনও মধ্যবিত্তর মাথা ঘুরে যাবে
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এবারের বৃষ্টির তীব্রতা গত কয়েক বছরের তুলনায় অনেক বেশি। বাসিন্দারা এই ব্যাপারে প্রশাসনের কাছে দীর্ঘমেয়াদি সমাধান চেয়েছেন, যাতে পাহাড়ি রাস্তাগুলি আরও সুরক্ষিত হয় এবং ধসরোধী ব্যবস্থা আরও শক্তিশালী হয়।
আরও পড়ুন- পৃথিবী ধ্বংসের পথে? বাকি বিশ্বের চেয়ে দ্রুতগতিতে গরম বাড়ছে ইউরোপে! চরম আশঙ্কা প্রকাশ বিজ্ঞানীদের
এই মুহূর্তে রামবান জেলার জন্য রেড অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দফতর। আগামী ৪৮ ঘণ্টায় আরও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় জেলা প্রশাসন সবাইকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে।