Europe Warm: পৃথিবী ধ্বংসের পথে? বাকি বিশ্বের চেয়ে দ্রুতগতিতে গরম বাড়ছে ইউরোপে! চরম আশঙ্কা প্রকাশ বিজ্ঞানীদের

Europe is warming nearly twice as fast as the global average: বাকি বিশ্বের তুলনায় দ্বিগুণ গতিতে গরম হচ্ছে ইউরোপ। যা নিয়ন্ত্রণের উপায় এখনও মেলেনি।

Europe is warming nearly twice as fast as the global average: বাকি বিশ্বের তুলনায় দ্বিগুণ গতিতে গরম হচ্ছে ইউরোপ। যা নিয়ন্ত্রণের উপায় এখনও মেলেনি।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Europe: গরম বাড়ছে ইউরোপে

Europe: গরম বাড়ছে ইউরোপে। (প্রতীকী ছবি)

Cleaner Skies, Hotter Days: Why Europe Is Heating Up Faster Than the Rest of the World: জলবায়ু পরিবর্তন এখন গোটা পৃথিবীরই বড় সমস্যা। তবে বিশেষভাবে ইউরোপে এই সমস্যা আরও প্রকট হয়ে উঠছে। বিজ্ঞানীরা বলছেন, বিশ্বের গড় হারে যেখানে তাপমাত্রা বাড়ছে প্রতি দশকে ০.২ ডিগ্রি সেলসিয়াস, সেখানে ইউরোপে এই বৃদ্ধির হার প্রায় দ্বিগুণ! কিন্তু কেন? আশ্চর্যের বিষয়, ইউরোপের পরিবেশ (environment) তুলনামূলক পরিচ্ছন্ন। বিশেষ করে এর বাতাস অপেক্ষাকৃত পরিষ্কার। তারপরও এত দ্রুত তাপমাত্রা বাড়ছে (Global warming)।

Advertisment

এর পিছনে রয়েছে একাধিক কারণ:-

১. পরিষ্কার বাতাসই কিন্তু উষ্ণতা বাড়াতে সাহায্য করছে!

অনেক দেশেই, বিশেষ করে এশিয়া বা আফ্রিকার কিছু অঞ্চলে, বায়ুতে প্রচুর ধুলোবালি, সালফেট বা এরোসল কণিকা থাকে, যা সূর্যের রশ্মিকে প্রতিফলিত করে এবং পৃথিবীর পৃষ্ঠে পৌঁছতে বাধা দেয়। কিন্তু ইউরোপে বায়ুদূষণ অনেক কম। ১৯৮০-এর দশকের পর থেকে ক্লিন এয়ার আইন কার্যকর হওয়ার ফলে বাতাসে দূষণ অনেকটাই কমেছে। এর ফলে সূর্যালোক সহজে মাটিতে পৌঁছতে পারছে, ফলে বাড়ছে উষ্ণতা।

Advertisment

২. আর্কটিকের দ্রুত গলন

উত্তর মেরুতে বরফ গলে যাওয়ার হার বেড়ে যাওয়ায় ইউরোপের জলবায়ুও বদলাচ্ছে। আর্কটিক অঞ্চলের উষ্ণতা বাড়লে ইউরোপে বাতাসের প্রবাহের ধরণ বদলায়। এর ফলে দীর্ঘ সময় ধরে গরম বা শুষ্ক আবহাওয়ার সময়কাল বাড়ে।

আরও পড়ুন- টাকা পাঠাচ্ছেন প্রবাসীরা! ভারতে ২০২৩-২৪ আর্থিক বছরে প্রথম কোন ১০ দেশ থেকে সবচেয়ে বেশি টাকা এল?

৩. হিট ডোম এবং ব্লকিং হাই প্রেসার

বিগত বছরগুলোতে ইউরোপজুড়ে একাধিক বার 'হিট ডোম' বা 'ব্লকিং প্যাটার্ন' তৈরি হয়েছে। এর ফলে উষ্ণ বাতাস দিনের পর দিন একই জায়গায় আটকে থাকে, ফলে গরমের তীব্রতা বাড়ে। জলীয় বাষ্পও কমে যায়, বৃষ্টিও হয় কম। এই কারণগুলো বারবার ইউরোপকে চরম তাপপ্রবাহের মুখোমুখি করছে।

আরও পড়ুন- বিশ্বের ১০টি সবচেয়ে দামি ঘড়ি, দাম আর তার বৈশিষ্ট্য শুনলে যে কোনও মধ্যবিত্তর মাথা ঘুরে যাবে

৪. ইউরোপের ভৌগোলিক অবস্থান

উত্তর গোলার্ধে অবস্থানের কারণে ইউরোপে গ্রীষ্মে সূর্যের প্রভাব বেশি পড়ে। আবার শীতের সময়েও জলীয় বাষ্পের পরিমাণ তুলনামূলক কম থাকে। এই কারণেও তাপমাত্রা সহজে ওঠানামা করে, এবং সাম্প্রতিক সময়ে গরমটা বেশি স্থায়ী হচ্ছে।

আরও পড়ুন- গরমে রোজ টকদই খাচ্ছেন, জানেন শরীরে কী হতে পারে?

৫. শহরকেন্দ্রিক উন্নয়ন

ইউরোপে নগরায়ণের হার অনেক বেশি। শহরের কংক্রিটের রাস্তা, বিল্ডিং এবং গাছপালার অভাব, ‘urban heat island effect’ তৈরি করে, যার ফলে শহরগুলোর তাপমাত্রা গ্রামাঞ্চলের তুলনায় অনেক বেশি থাকে।

আরও পড়ুন- ৬০০ বছরের পুরোনো জাগ্রত মন্দির, যেখানে এলে মানসিক ভারসাম্যহীন রোগীরা সুস্থ হয়ে যান একবছরেই!

পরিবেশ রক্ষা এবং দূষণ কমানোর চেষ্টা অবশ্যই দরকার। কিন্তু তারই এক পরোক্ষ প্রভাবে ইউরোপে তাপমাত্রা বেড়ে যাচ্ছে। জলবায়ুর এমন আচরণ বিশ্বজুড়েই এক চিন্তার কারণ। ইউরোপের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে কীভাবে পরিবেশবান্ধব কিন্তু সহনীয় তাপমাত্রার ব্যবস্থা করা যায়, তা নিয়েই এখন ভাবছেন বিজ্ঞানীরা।

Global warming Europe environment