/indian-express-bangla/media/media_files/2025/08/13/suzlon-share-price-2025-08-13-13-15-50.jpg)
Suzlon Share Price: সুজলন এনার্জির শেয়ারের দামে পতন।
Suzlon Share Price: বিশ্বের অন্যতম সেরা পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎপাদনকারী সংস্থা Suzlon Energy প্রথম ত্রৈমাসিকে রেকর্ড ডেলিভারি এবং ভালোরকম অর্ডার পাওয়ার কথা জানিয়েছিল। তারপরও বুধবার (১৩ আগস্ট) কোম্পানির শেয়ারের দাম ৪.৫% কমে ৬০.৩২ টাকায় নেমে এসেছে। বিনিয়োগকারীরা অবাক হলেও এর পেছনে একাধিক আর্থিক ও প্রাতিষ্ঠানিক কারণ রয়েছে বলে জানা গিয়েছে।
রেকর্ড ডেলিভারি ও অর্ডার বুক
Suzlon জানিয়েছে, গত ১০টি ত্রৈমাসিকে তাদের অর্ডার বুক ধারাবাহিকভাবে বেড়েছে। ২০২৬ অর্থবর্ষে (FY26)-র প্রথম ত্রৈমাসিকে তারা সর্বোচ্চ ৪৪৪ মেগাওয়াট অর্ডার ডেলিভারি করেছে। এই সময়ে তাদের আয় বেড়ে ৩,১১৭ কোটি টাকা হয়েছে। এই বৃদ্ধি আগের বছরের তুলনায় উল্লেখযোগ্য। EBITDA বেড়ে ৫৯৯ কোটি টাকাতে পৌঁছেছে। যা বার্ষিক ৬২% বৃদ্ধি এবং মার্জিন ১৯.২%-এ দাঁড়িয়েছে।
আরও পড়ুন- দাম কমেছে, বিনিয়োগ করুন সোনায়, কীভাবে করবেন, জেনে নিন এখানে
তবুও শেয়ারের দাম কেন কমল?
বিলম্বিত কর চার্জ (Deferred Tax Charge)
কোম্পানি FY26 Q1-এ ১৩৪ কোটি টাকার বিলম্বিত কর দিয়েছে।
আগের বছর ৬৩০ কোটি টাকার করযোগ্য সম্পদ সংগ্রহ করলেও এবার সেটি আগের অবস্থায় ফিরে এসেছে।
এই কর নগদ প্রবাহে কোনও প্রভাব না ফেলায় বিনিয়োগকারীরা নেতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছেন।
আরও পড়ুন- পাঙ্গাস মাছ, আলু-পটল দিয়ে ঘরোয়া রান্না, খাবেন আর হাত চাটবেন!
গ্রুপ CFO-র পদত্যাগ
গ্রুপ CFO হিমাংশু মোদির পদত্যাগের ঘোষণাও শেয়ারের দামের ওপর চাপ তৈরি করেছে।
বিনিয়োগকারীরা মনে করছেন, ব্যালেন্স শিটের অগ্রগতিতে তাঁদের বড় ভূমিকা রয়েছে।
বাজারের প্রতিক্রিয়া
বড় কোনও কর্পোরেট কর্তার পদত্যাগ বা কর সংক্রান্ত খবর স্বল্পমেয়াদে হলেও বিনিয়োগকারীদের আস্থা কমিয়ে দেয়।
আরও পড়ুন- বর্ষায় জল জমে, যাত্রীদের জন্য অভিনব সমাধান টোটোচালকের! ভিডিও ভাইরাল
ব্রোকারেজ হাউসের মতামত
Motilal Oswal
স্বল্পমেয়াদে CFO-র পদত্যাগ নেতিবাচক হলেও দীর্ঘমেয়াদে ভালো অর্ডার বুক ও ডেলিভারি কোম্পানিকে এগিয়ে নেবে।
FY26-এ ডেলিভারি, রাজস্ব ও EBITDA-তে ৬০% বৃদ্ধির লক্ষ্য অপরিবর্তিত রয়েছে।
টার্গেট প্রাইস ৮০ টাকা, অর্থাৎ টার্গেট প্রাইসে ২৬% সম্ভাব্য বৃদ্ধির পূর্বাভাস রয়েছে।
JM Financial
বাস্তবায়নের গতি এবং বর্তমান ইনস্টলেশনের ব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিনিয়োগকারীরা।
FY26-এ ২,৫০০ মেগাওয়াট ও FY27-এ ৩,১০০ মেগাওয়াট ডেলিভারি করেছে সংস্থাটি।
টার্গেট প্রাইস ৭৮ টাকা হলেও 'Buy' রেটিং বজায় রেখেছিল সংস্থাটি।
আরও পড়ুন- স্বাধীনতা দিবস ২০২৫! ১৫ আগস্টে শিশুদের কেমন ছবি আঁকা উচিত?
বিনিয়োগকারীদের জন্য বার্তা
Suzlon Energy বর্তমানে ভারতের বায়ুশক্তি সেক্টরে ভালো জায়গায় রয়েছে। কর চার্জ ও CFO পরিবর্তন সাময়িক প্রভাব ফেললেও, দীর্ঘমেয়াদে রেগুলেটরি সুবিধা, অর্ডার বুক বৃদ্ধি এবং Tata Power-এর মত বড় চুক্তির সম্ভাবনা কোম্পানিকে এগিয়ে রাখবে। বিনিয়োগকারীরা স্বল্পমেয়াদী ওঠানামার বদলে দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গি বজায় রাখলে লাভবান হতে পারেন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।