/indian-express-bangla/media/media_files/2025/08/12/toto-tricks-2025-08-12-19-45-54.jpg)
Toto Tricks: অভিনব কায়দায় ভাইরাল টোটোচালক।
E Toto Ladder Tricks: রাস্তায় বর্তমানে টোটোর ব্যবহার বেশ বাড়ায় যাত্রীদের যাতায়াতে সুবিধা হয়েছে। আগে শুধু রিক্সা থাকায় গ্রামাঞ্চলে বা মফসসল বা শহরতলির অলিগলিতে যাতায়াত ছিল সময়সাপেক্ষ। পাশাপাশি তাতে খরচাও বেশ বেশি হত। সেই অসুবিধা দূর করেছে টোটো। যান্ত্রিক ব্যবস্থায় এবং দেখতে অনেকটা অটোর মত। মাথায় ছাউনি আছে। যার ফলে রিক্সার মত বৃষ্টিতে ভিজে যাওয়ার ভয় নেই।
টোটোর কামাল
আরও পড়ুন- ছোট মাছের চচ্চড়ির রেসিপি, একবার খেলেই ছেলেবেলার স্বাদ মনে করিয়ে দেবে!
কারণ, টোটোর প্লাস্টিক আছে। আর, গরমকালে তো চারপাশ খোলা। শুধু হাওয়াই হাওয়া। বহু মানুষই সেসব ভেবে যাতায়াতের জন্য নিয়মিত টোটো ব্যবহার করেন। রিক্সার মতই ভাড়া। তার ফলে বেশি পয়সা খরচ হওয়ারও ভয় নেই। কোনও কোনও জায়গায় আবার অটোর মতই কয়েকজন যাত্রীকে নেওয়ার পর টোটো ছাড়ে। তাতে, বহু প্যাসেঞ্জার থাকায় খরচা কম হয়।
আরও পড়ুন- স্বাধীনতা দিবস ২০২৫! ১৫ আগস্টে শিশুদের কেমন ছবি আঁকা উচিত?
বর্তমানে বর্ষাকাল। বর্ষাকালে বহু জায়গায় জল জমে গিয়েছে। কারণ, রাস্তায় খানা-খন্দ ভরা। এই অবস্থায় ওই নোংরা জলে পা দিতে চান না অনেকেই। দিলেই চর্মরোগের ভয় তো থাকেই। পাশাপাশি, জলে হাজারো খারাপ জিনিস থাকতে পারে। সবচেয়ে বড় কথা পা নোংরা হয়ে যায়। পথে-ঘাটে তো আর সেটা পরিষ্কার করা সম্ভব হয় না।তার ওপর মোজা পরে থাকতে তো কথাই নেই। ভিজে গেলে ওই মোজা পরেই বসে থাকতে হবে। প্রশ্ন হল, এসব ক্ষেত্রে তাহলে কী করা যায়?
আরও পড়ুন- কোন তারিখে, কখন, কীভাবে পালন করবেন মনসা পূজা? জেনে নিন বিস্তারিত
কী যে করা যায়, সেটাই এবার দেখা গেল। এক ভিডিও ভাইরাল হয়েছে, যাতে দেখা যাচ্ছে যে একটি টোটো একজন যাত্রীর সামনে থেমে গেল। আর, তারপরই টোটোর পাশে বাঁধা একটি মই সিঁড়ির মত ওই যাত্রীর কাছে পৌঁছল। যাত্রী ওই মই কাম সিঁড়ি দিয়ে জল না পারিয়েই টোটোয় উঠলেন। আর, তারপর টোটো তাঁকে নিয়ে গন্তব্যস্থলে চলে গেল।
আরও পড়ুন- ১৩ আগস্ট বিশ্ব বামহাতি দিবস, জানুন এই বিশেষ দিনের গুরুত্ব, তাৎপর্য!
নতুন টেকনোলজি 😜😜 #funnyvideos #funnyreelsvideo #profilefollow #foryou #viralreelsfacebook
Posted by Bapary Barir Chele on Sunday, August 10, 2025
এই অভিনব কায়দা দেখে বেজায় খুশি হয়েছেন নেটিজেনরা। তাঁরা অনেকেই টোটোচালকের বুদ্ধির তারিফ করেছেন। স্বভাবতই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে দেরি হয়নি। অনেকেই আবার এমনটা দেখে নিজেরাও নিজেদের টোটোয় ওইভাবে মই কাম সিঁড়ির ব্যবহার করার কথা ভাবছেন বলেই জানিয়েছেন।