/indian-express-bangla/media/media_files/2025/08/26/trump-visa-crackdown-2025-08-26-19-16-45.jpg)
Trump visa crackdown: ট্রাম্পের ভিসানীতি।
Trump visa crackdown: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও কঠোর ভিসা নীতির পথে হাঁটলেন। প্রশাসন ঘোষণা করেছে, যুক্তরাষ্ট্রে বৈধভাবে প্রবেশ করা কোটি বিদেশির ভিসা পর্যালোচনা করা হবে। এর মধ্যে রয়েছেন পর্যটক, ছাত্রছাত্রী, ভিজিটর ওয়ার্কার এমনকী একাধিকবার যুক্তরাষ্ট্রে যাতায়াতের অনুমতি পাওয়া বহু মানুষ।
মার্কিন ভিসানীতি
মার্কিন বিদেশ দফতর জানিয়েছে, ভিসাধারীরা কোনও শর্ত ভঙ্গ করেছেন কি না, সন্ত্রাসবাদ বা অপরাধে যুক্ত আছেন কি না অথবা অনুমোদিত সময়সীমা পেরিয়ে গেছেন কি না—এসব খতিয়ে দেখা হচ্ছে। কোনও অনিয়ম প্রমাণিত হলে ভিসা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তি যুক্তরাষ্ট্রে থাকলে সরাসরি তাকে নিজের দেশে ফিরিয়ে দেওয়া হবে।
আরও পড়ুন- বাংলার কর্পোরেট হিরোরা ডানা মেলছেন ভারতজুড়ে, বদলে দিচ্ছেন ব্যবসার মানচিত্র?
সব মিলিয়ে গত একবছরে প্রশাসন প্রায় ৬,০০০ ছাত্র ভিসা বাতিল করেছে। বেশিরভাগ ক্ষেত্রেই অভিযোগ—আইন ভঙ্গ, ড্রাগ বা অ্যালকোহল সম্পর্কিত অপরাধ এবং কিছু ক্ষেত্রে জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত থাকারও অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে। নতুন এই সিদ্ধান্তের ফলে হাজার হাজার ছাত্রছাত্রী ও গবেষক অনিশ্চয়তায় পড়বেন বলে আশঙ্কা বিশেষজ্ঞদের।
আরও পড়ুন- রাবুকার পাশে মোদী, ভারত-ফিজি সম্পর্কে নতুন মাত্রা, বিপাকে প্রবাসী ভারতীয়রা?
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বিদেশি কমার্শিয়াল ট্রাক ড্রাইভারদের জন্য আর কোনও কাজের ভিসা দেওয়া হবে না। মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও জানান, বিদেশি ড্রাইভাররা মার্কিন ট্রাকচালকদের চাকরির সুযোগ কমাচ্ছেন এবং সড়ক দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছেন। এর ফলে পরিবহণ খাতে কর্মসংস্থান সংকট তৈরি হতে পারে বলে সতর্ক করেছেন অর্থনীতিবিদরা।
আরও পড়ুন- প্রথম দিনই দুর্দান্ত বৃদ্ধি, বিক্রম সোলারের শেয়ার নিয়ে বাজারে হইচই
এবার থেকে ভিসা ইন্টারভিউতে আবেদনকারীর সোশ্যাল মিডিয়া, মোবাইল প্রাইভেসি সেটিংস, অ্যাপ ব্যবহার পর্যন্ত খতিয়ে দেখা হবে। এমনকী ভবিষ্যতের ভ্রমণ বা যোগাযোগ নিয়েও তথ্য সংগ্রহ করা হবে। ভিসা ওয়েভার প্রোগ্রামে থাকা ইউরোপ-এশিয়ার ৪০টি দেশের নাগরিকদের ক্ষেত্রে ভ্রমণ সহজ হলেও ভারত, চীন, রাশিয়া, আফ্রিকার দেশগুলো এই সুবিধার বাইরে। তাই এই দেশগুলোর নাগরিকরা নতুন নীতিতে সবচেয়ে বেশি প্রভাবিত হবেন।
আরও পড়ুন- গণেশ চতুর্থীতে আপনার মেহেন্দির ডিজাইন করবেন কেমন, জানুন পুজোর সেরা নকশা কোনগুলো?
অভিবাসন বিশেষজ্ঞরা জানিয়েছেন, ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপ শুধু ছাত্র বা ট্রাক ড্রাইভারদেরই নয়—এটি আমেরিকান কোম্পানি এবং প্রতিষ্ঠানগুলোকেও বিদেশি কর্মী নিয়োগ থেকে নিরুৎসাহিত করবে। এর ফলে গবেষণা, স্বাস্থ্যসেবা এবং প্রযুক্তি খাতে দক্ষ কর্মীর সংকট তৈরি হতে পারে। সব মিলিয়ে, যুক্তরাষ্ট্রের 'Trump visa crackdown' নীতি ও অভিবাসন ব্যবস্থায় বড় পরিবর্তনের ইঙ্গিত আমেরিকার শিক্ষা, ব্যবসা এবং অর্থনীতির ওপর গভীর প্রভাব ফেলতে পারে।