Kolkata Rising: বাংলার কর্পোরেট হিরোরা ডানা মেলছেন ভারতজুড়ে, বদলে দিচ্ছেন ব্যবসার মানচিত্র?

Kolkata Rising: 'কোলকাতা ডেড, বেঙ্গল ডাইং?'—এই ধারণা ভেঙে দিচ্ছে নতুন প্রজন্মের কর্পোরেট হিরোরা। Vedant Fashions, Shree Cement, Techno Electric থেকে শুরু করে Himadri Chemicals, Skipper, Emami—সবাই ব্যবসায় বাংলার জাগরণ প্রমাণ করেছে?

Kolkata Rising: 'কোলকাতা ডেড, বেঙ্গল ডাইং?'—এই ধারণা ভেঙে দিচ্ছে নতুন প্রজন্মের কর্পোরেট হিরোরা। Vedant Fashions, Shree Cement, Techno Electric থেকে শুরু করে Himadri Chemicals, Skipper, Emami—সবাই ব্যবসায় বাংলার জাগরণ প্রমাণ করেছে?

author-image
IE Bangla Lifestyle Desk
New Update
Idea of ​​separate industrial policy to attract investment in West Bengal: বাংলায় লগ্নি আনলে আলাদা শিল্প নীতি

Kolkata Rising: ফের শিল্পে জেগে উঠছে বাংলা।

Kolkata Rising: অনেকেই এখনও মনে করেন কলকাতায় নতুন কিছু হচ্ছে না, শিল্প নেই, ব্যবসা নেই। কিন্তু, বাস্তবে ছবিটা একেবারেই অন্যরকম। নতুন প্রজন্মের একঝাঁক কর্পোরেট হিরো চুপচাপ ব্যবসায়িক বিপ্লব ঘটিয়ে চলেছেন। এই কোম্পানিগুলো শুধু কলকাতা নয়, ভারতের অর্থনীতিতে নিজেদের জায়গা তৈরি করেছে।

Vedant Fashions – ফ্যাশনের সেরা গল্প

Advertisment

Manyavar ব্র্যান্ডের মাধ্যমে Vedant Fashions ভারতীয় পোশাকের বাজারে এক নতুন মান তৈরি করেছে। ৪৬% EBITDA মার্জিন, কোনও ঋণ নেই, আর হাজার কোটিরও বেশি নগদ—যা একটি রিটেল ব্র্যান্ডের জন্য বিশ্বমানের সাফল্য। সবচেয়ে আশ্চর্যের বিষয়, কোম্পানিটি কোনও ডিসকাউন্ট ছাড়াই স্টক শেষ করেছে, যা অনেকের কাছেই অবিশ্বাস্য।

আরও পড়ুন- রাবুকার পাশে মোদী, ভারত-ফিজি সম্পর্কে নতুন মাত্রা, বিপাকে প্রবাসী ভারতীয়রা?

Techno Electric – পাওয়ার সেক্টরের চুপচাপ থাকা সম্রাট

Advertisment

পাওয়ার ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশনে দেশের সেরা নাম Techno Electric। কোম্পানির অর্ডার বুক ১২ হাজার কোটিরও বেশি, কাজ করে অ্যাডভান্সে, আর কোনও ঋণ নেই। এমন শক্তিশালী ব্যালেন্স শিটের উদাহরণ বিরল।

আরও পড়ুন- আপনি কি দিনে ৮ গ্লাস জল খাচ্ছেন, জানেন অতিরিক্ত জলপানে কী হয়?

Shree Cement – বাংলার মাটি থেকে উত্তর ভারতের সিমেন্ট সম্রাট

বঙ্গের বাঙ্গুর পরিবার আজ উত্তর ভারতের সিমেন্ট বাজারের মাথা। খরচ নিয়ন্ত্রণ, উৎপাদনশীলতা আর লজিস্টিক্সে তারা এমন মডেল বানিয়েছে যা ইউরোপীয় কোম্পানির কাছেও শিক্ষণীয়। মার্কেট ক্যাপ ১ লক্ষ কোটি টাকারও বেশি।

আরও পড়ুন- প্রথম দিনই দুর্দান্ত বৃদ্ধি, বিক্রম সোলারের শেয়ার নিয়ে বাজারে হইচই

Skipper Industries – এনার্জি ট্রানজিশনের ভরসা

Transmission Tower থেকে EPC প্রজেক্ট—সব একসঙ্গে সামলাচ্ছে Skipper। বিশ্বে গুটিকয়েক কোম্পানি আছে যাদের এত ইন্টিগ্রেটেড সিস্টেম রয়েছে। এনার্জি সেক্টরের গোল্ডেন এজ-এ তারা ফায়দা তুলতে প্রস্তুত।

আরও পড়ুন- 'মোদের গরব, মোদের আশা, আ মরি বাংলা ভাষা', গানেই বাঙালিকে সুর বেঁধে দিয়েছিলেন অতুলপ্রসাদ

Himadri Specialty Chemicals – বাংলার স্পাঙ্কি প্লেয়ার

কোল টার পিচ থেকে শুরু করে লিথিয়াম-আয়ন ব্যাটারি পর্যন্ত—Himadri নিজেকে বদলে ফেলছে বারবার। দেশের প্রথম সিলিকন কার্বন প্ল্যান্ট তৈরির স্বপ্ন নিয়েও এগোচ্ছে তারা।

Shyam Metallics, Jai Balaji Steel, Electrosteel Castings

বাংলার ইস্পাত ক্ষেত্রও নতুন ভরসা জোগাচ্ছে। Shyam Metallics-এর অগ্রগতি ঘটছে, Jai Balaji একসময়ের মৃতপ্রায় অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়েছে, আর Electrosteel আজ বিশ্বে তৃতীয় বৃহত্তম DI পাইপ নির্মাতা।

Emami, Century Ply, Greenply – কনজিউমার ও ইন্ডাস্ট্রিয়াল জগতে নেতৃত্ব

Emami-র আয়ুর্বেদিক বাজারে ডিসরাপশন, Century Ply-এর সম্প্রসারণ আর Greenply-এর নতুন ফার্নিচার উদ্যোগ বাংলার শিল্পে বহুমুখী সাফল্যের ছবি দেখাচ্ছে।

স্বাস্থ্য, সোলার, ইঞ্জিনিয়ারিং – নতুন ক্ষেত্রের জাগরণ

GPT Health Care প্রতিবেশী স্বাস্থ্যসেবা মডেলে নতুন মাত্রা যোগ করছে। Vikram Solar ও Websol গড়ছে এনার্জি ক্ষেত্রের ভবিষ্যৎ। Titagarh Rail ও Jupiter Wagons ভারতের রেল ইঞ্জিনিয়ারিংয়ে কলকাতাকে পুনর্জাগরিত করছে।

জাগছে কলকাতা - Kolkata Rising

বাংলার মানুষ হয়তো এখনও বলছেন 'Ekhaane kichhu hochhe na', কিন্তু শেয়ার বাজার ও বিনিয়োগকারীরা বলছেন অন্য কথা। কোম্পানির ব্যালেন্স শিট, প্রযুক্তির ব্যবহার আর গ্লোবাল দৃষ্টিভঙ্গি প্রমাণ করছে—Kolkata Rising, কলকাতা শিল্পে জেগে উঠছে।

Rising kolkata