Type 5 Diabetes: নতুন ধরনের ডায়াবেটিসকে স্বীকৃতি চিকিৎসক মহলের, চিকিৎসা ক্ষেত্রে আসতে পারে বড় পরিবর্তন

Type 5 Diabetes is now officially recognised as a separate form of the disease: টাইপ ৫ ডায়াবেটিসকে এখন আলাদা একটি ডায়াবেটিস টাইপ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।

Type 5 Diabetes is now officially recognised as a separate form of the disease: টাইপ ৫ ডায়াবেটিসকে এখন আলাদা একটি ডায়াবেটিস টাইপ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Blood Test: রক্ত পরীক্ষা

Blood Test: রক্ত পরীক্ষা। (ছবি- এএনআই)

Type 5 Diabetes: What Makes It Unique and Why It Could Change Diabetes Treatment Forever: ডায়াবেটিস মানেই এতদিন ধরে আমরা জানতাম টাইপ ১, টাইপ ২, গ্যাস্টেশনাল ডায়াবেটিস বা কিছু ক্ষেত্রে টাইপ ৩-সিরিজের কথা। তবে আধুনিক চিকিৎসা বিজ্ঞান এখন নতুন একটি ডায়াবেটিস (blood glucose) টাইপকে স্বীকৃতি দিয়েছে। সেটা হল, টাইপ ৫ ডায়াবেটিস। এই রূপটি এতদিন অন্যান্য টাইপের মধ্যে মিশে থাকলেও, সম্প্রতি গবেষণায় এটি আলাদা বৈশিষ্ট্যের অধিকারী বলে প্রমাণিত হয়েছে।

Advertisment

টাইপ ৫ ডায়াবেটিস কী?

টাইপ ৫, ডায়াবেটিসের একটি বিরল কিন্তু জটিল রূপ, যেখানে হরমোনাল ভারসাম্যের বিঘ্ন, জেনেটিক মিউটেশন এবং অটোইমিউন প্রতিক্রিয়ার মিলিত প্রভাবে শরীরে ইনসুলিন উৎপাদন ও শোষণের কার্যকারিতা ব্যাহত হয়। এটি অনেকাংশেই টাইপ ১ ও টাইপ ২ ডায়াবেটিসের হাইব্রিড রূপ হলেও, এর উপসর্গ ও চিকিৎসা পদ্ধতি আলাদা।

কীভাবে এটি আলাদা?

Advertisment
  • টাইপ ১-এ শরীর ইনসুলিন উৎপাদন বন্ধ করে দেয়, টাইপ ২-এ কোষ ইনসুলিন প্রতিক্রিয়ায় দুর্বল হয়।

  • টাইপ ৫-এ দেখা যায় উভয় উপসর্গই—শরীর ইনসুলিন তৈরি করতে পারে না আবার কোষও ইনসুলিন সাড়া দেয় না।

  • অনেক ক্ষেত্রে এটি হরমোনাল ডিজঅর্ডারের সঙ্গে যুক্ত, যেমন পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম (PCOS), থাইরয়েড ডিসফাংশন ইত্যাদি।

আরও পড়ুন- Repo Rate কী, কেনই বা দেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ?

উপসর্গ কী?

  • রক্তে গ্লুকোজ মাত্রার চরম ওঠানামা

  • ক্লান্তি, অতিরিক্ত তৃষ্ণা ও প্রস্রাব

  • হঠাৎ ওজন বেড়ে যাওয়া বা কমে যাওয়া

  • ইনসুলিন ইনজেকশনেও কম প্রতিক্রিয়া

  • চোখে ঝাপসা দেখা, স্নায়ুর সমস্যা

আরও পড়ুন- ট্রাম্পের আর্থিক উপদেষ্টাকে চরম অপমান মাস্কের, হোয়াইট হাউসে হচ্ছেটা কী?

কীভাবে ধরা পড়ে?

টাইপ ৫ ডায়াবেটিস নির্ণয়ের জন্য প্রয়োজন পড়ে বিশেষ ব্লাড টেস্ট, যেমন:

  • C-Peptide Test

  • GAD Antibody Test

  • হরমোন লেভেল চেক

  • জেনেটিক স্ক্রিনিং

আরও পড়ুন: মুম্বই হামলার মূলচক্রী রানাকে দেশে তো আনল NIA, এর পর কী হবে?

চিকিৎসায় কী পরিবর্তন আসবে?

এই নতুন রূপ চিহ্নিত হওয়ার ফলে ভবিষ্যতের ডায়াবেটিস চিকিৎসা অনেক বেশি পার্সোনালাইজড হবে। নির্দিষ্ট রুগীর শারীরিক ও জেনেটিক অবস্থার ওপর ভিত্তি করে তৈরি হবে ওষুধ। ইনসুলিনের পাশাপাশি হরমোন ব্যালেন্সিং থেরাপি ও লাইফস্টাইল কাস্টমাইজেশনও গুরুত্ব পাবে।

আরও পড়ুন- মেহুল চোকসিকে কি ভারতে ফেরানো সম্ভব? দেশে ফিরলে তার ভবিষ্যৎ কী?

Learn whether Mehul Choksi can be extr

এর গুরুত্ব ঠিক কোথায়?

এই নতুন ধরনের ডায়াবেটিসের স্বীকৃতি শুধু চিকিৎসা ক্ষেত্রেই নয়, ওষুধ নির্মাতা সংস্থাগুলির জন্যও বড় দিশা। এখন থেকেই টাইপ ৫ ডায়াবেটিসের জন্য আলাদা ওষুধ ও থেরাপি নির্মাণের পরিকল্পনা শুরু হয়েছে। টাইপ ৫ ডায়াবেটিসের স্বীকৃতি ডায়াবেটিস চিকিৎসার ইতিহাসে এক মাইলস্টোন। এই রকম স্বীকৃতির ফলে আগামী দিনে রোগ নির্ণয় আরও স্পষ্ট হবে এবং রুগীদের জীবনমান উন্নত হবে। তাই টাইপ ৫ নিয়ে সচেতন হওয়া এখন সময়ের দাবি।

blood glucose treatment diabetes