/indian-express-bangla/media/media_files/2025/02/24/kRz64ZmSXKrjIKtxcOQs.jpg)
Donald Trump: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ।
Good Moral Character: মার্কিন যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব পাওয়া সবসময়ই অন্য দেশের বাসিন্দাদের কাছে স্বপ্নের মতো। তবে এবার সেই প্রক্রিয়াকে আরও কঠোর করেছে United States Citizenship and Immigration Services (USCIS)। নতুন নীতিমালা অনুসারে নাগরিকত্বের আবেদনকারীদের জন্য 'ভালো নৈতিক চরিত্র' (Good Moral Character) বা জিএমসি মূল্যায়ন আরও বিস্তারিত ও কঠোর করা হবে।
দায়িত্বশীল নাগরিক হিসেবে অবদান
আগে নাগরিকত্ব প্রক্রিয়ায় প্রধানত আবেদনকারীর অপরাধমূলক রেকর্ড এবং আইন ভঙ্গের ঘটনা বিবেচনা করা হত। কিন্তু এখন USCIS বলছে, নাগরিকত্ব মানে শুধু মার্কিন সংবিধান মানা নয়, বরং সমাজে একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে অবদান রাখা। তাই আবেদনকারীর সামগ্রিক জীবনযাপন, নৈতিকতা এবং সমাজে অবদান—সবই বিবেচনা করা হবে।
আরও পড়ুন- অল্প পরিশ্রমে বানান ইলিশের দুর্দান্ত রেসিপি, বাড়ির লোকজন খেয়ে হাত চাটবে!
সাধারণ নিয়ম অনুযায়ী, নাগরিকত্বের জন্য আবেদন করার আগে অন্তত পাঁচ বছর ধরে আবেদনকারীকে ভালো নৈতিক চরিত্রের উদাহরণ রাখতে হবে। তবে USCIS জানিয়েছে, এই সময়সীমার বাইরের আচরণও আবেদনকারীর যোগ্যতায় প্রভাব ফেলতে পারে। অর্থাৎ, অতীতের কোনও নেতিবাচক আচরণের কারণেও নাগরিকত্বের আবেদন বাতিল হতে পারে।
আরও পড়ুন- Chandrayaan-3 থেকে Indian Space Station, জাতীয় মহাকাশ দিবসে ফিরে দেখা
নতুন নীতিমালা অনুসারে USCIS কর্মকর্তারা শুধু অপরাধ বা আইন ভঙ্গ নয়, আরও কয়েকটি বিষয় গুরুত্ব সহকারে দেখবেন। যেমন, সমাজসেবা, স্বেচ্ছাসেবক কাজ বা সামাজিক উদ্যোগে অংশগ্রহণ। ডিগ্রি, সার্টিফিকেট বা শিক্ষায় উল্লেখযোগ্য অর্জন। পরিবারকে সহায়তা করা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক বজায় রাখা। নিয়মিত চাকরি বা ব্যবসায় জড়িত থাকা। ট্যাক্স প্রদানে স্বচ্ছতা এবং দেনা পরিশোধ। মার্কিন যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ধরে বৈধভাবে বসবাস করা।
আরও পড়ুন- চুল অকালে পেকেছে, সর্বত্র লজ্জায় পড়ছেন! এটা ব্যবহার করে ফল জানান
নতুন কাঠামোয় বলা হয়েছে, কিছু অপরাধে আবেদনকারী নাগরিকত্ব পাওয়া থেকে বঞ্চিত হবেন। এগুলোর মধ্যে রয়েছে, খুন বা গুরুতর অপরাধ, গণহত্যা, মাদক ব্যবসা বা নিয়ন্ত্রিত পদার্থ সম্পর্কিত অপরাধ, ভুয়ো নাগরিকত্ব দাবি। এই ব্যাপারে USCIS মুখপাত্র ম্যাথিউ ট্র্যাজেসার বলেছেন, 'মার্কিন নাগরিকত্ব হলো সোনার মানের মত। তাই এটি কেবল তাঁদেরই দেওয়া উচিত, যাঁরা আমেরিকার সংস্কৃতি, ইতিহাস ও ভাষাকে গ্রহণ করবে এবং একইসঙ্গে ভালো নৈতিক চরিত্রের উদাহরণ রাখবে।'
আরও পড়ুন- সাবধান! সামনে সূর্যগ্রহণ, ভারত থেকে দেখা যাবে? জানুন, কী করবেন না
নতুন নীতিমালার ফলে মার্কিন নাগরিকত্ব পাওয়া আরও কঠিন হয়ে যাবে। তবে যাঁরা দীর্ঘদিন ধরে সৎভাবে বসবাস করছেন, ট্যাক্স দিচ্ছেন, সমাজে অবদান রাখছেন—তাঁদের জন্য এটি সমস্যা হবে না। বরং এই পরিবর্তন নাগরিকত্ব প্রক্রিয়াকে আরও স্বচ্ছ এবং মানসম্মত করবে বলেই মনে করছেন বহু বিশেষজ্ঞ।