/indian-express-bangla/media/media_files/2025/10/18/viral-video-2025-10-18-12-00-54.jpg)
Viral Video: ভাইরাল সেই দৃশ্য!
Viral Vedio: আর পাঁচ জন দর্শকের মতই চিড়িয়াখানায় এসেছিলেন তিনি। বয়সের দিক থেকে একটু বেশি হলেও মনটা সতেজ। সেই নিয়েই এসেছিলেন চিড়িয়াখানায়। ঘুরে দেখছিলেন একের পর এক পশুপাখির খাঁচা। অন্যরা যেখানে ছিল, সেখান থেকেই তিনি পশুপাখি দেখছিলেন। পাশে দাঁড়িয়ে ছিল বহু কচিকাঁচাও। তারাও চিড়িখানায় বাঘ, সিংহ, হাতি, গন্ডার দেখে আনন্দে রীতিমতো লাফালাফি করছিল। তারই মধ্যে আচমকাই ঘটল সেই ভয়ংকর ঘটনা। যা দেখে চিড়িয়াখানার দর্শকদের মেরুদণ্ডের মধ্যে দিয়ে যেন ভয়ের স্রোত বয়ে গেল! চোখের সামনে এসব দেখে কিছু শিশু হতভম্ব হয়ে গেল। কেউ জুড়ে দিল তারস্বরে কান্না!
কী ঘটল?
ভিড়ের মধ্যে থেকে বয়স্ক ওই মহিলা পড়ে গেলেন বাঘের এনক্লোজারে। মাথাভর্তি পাকা চুল। হাতে ছিল একটি ভ্যানিটি ব্যাগ। পড়েছিলেন মুখ থুবড়ে। আর, উঠতে পারছিলেন না। মুখটা মাটিতে পড়েছিল, ব্যাগটা পাশে। দেখে মনে হচ্ছিল, তিনি বোধহয় মারা গিয়েছেন। কোনও সাড়াশব্দ নেই। কিছুক্ষণ পরে একটু জ্ঞান ফেরে। তারপর তিনি উঠে বসার চেষ্টা করেন।
আরও পড়ুন- ধনতেরাসে এর মধ্যে কোনও ১টা উপহার দিন, আত্মীয়-বন্ধুরা চিরকাল সুনাম করবে!
বাঘটাও এসব দেখে প্রথমে যেন একটু হতভম্ব হয়ে যায়। প্রতিদিন অজস্র দর্শক তাকে দেখতে আসে। আবার চলে যায়। চিড়িয়াখানার কর্মীরা খাবার ছুড়ে দেন। কিন্তু, এটা তো খাবার নয়। এভাবে এক দর্শক তার ঘেরাটোপের মধ্যে পড়ে গেল? এটাতেই সে হতচকিত হয়ে যায়। কিন্তু, সেটা আর কতক্ষণ! বলে না, স্বভাব যায় না মরলেও! প্রবাদটা যে কতবড় সত্যি চোখের সামনে দেখতে পেলেন উপস্থিত দর্শকরা। এই হতভম্ব ভাবটা বেশিক্ষণ স্থায়ী হয়নি। ওই মহিলা দর্শকের কপালটা ততটা ভালো ছিল না।
আরও পড়ুন- ধনতেরাসের কোন মুহূর্ত সেরা, কেনাকাটা করলে হয় ধনবৃষ্টি?
আচমকা বিদ্যুতের গতিতে ওই মহিলার দিকে ছুটে যায় বাঘটা। আহত ওই দর্শক তখন পড়ে যাওয়ার ঘোর কাটিয়ে মাটি থেকে ওঠার চেষ্টা করছেন মাত্র। সেই সময়ই তাঁর পিছনের অংশে দাঁত দিয়ে কামড়ে ধরে নরখাদক ওই বাঘ। যেন তুলোর মত, এই ভঙ্গিমায় মুখে করে ওই মহিলা দর্শককে নিয়ে সে ছুটে চলে যায় নিজের গুহার দিকে। যেখানে সে প্রতিদিন বিশ্রাম নেয়, প্রতিদিন মাংস খায়। ভয়ংকর এই ঘটনাটি ক্য়ামেরাবন্দি করেছেন কোনও এক দর্শক। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই দৃশ্য।
আরও পড়ুন- ধনতেরাসে ধনবৃদ্ধির এই হল সেরা ৭টি সহজ উপায়, পূজার শুভ সময় কখন?
https://www.facebook.com/reel/1806431633412168
চিড়িয়াখানা জুড়ে তখন দর্শকদের ভয়ার্ত চিৎকার। 'প্রহরী কোথায়! দারোয়ান কোথায়!'- এই সব চিৎকার শুরু করেন দর্শকরা। কিন্তু, ততক্ষণে তো যা হওয়ার তা হয়েই গিয়েছে। ঘটনাটি কোথাকার তা জানা যায়নি। শেষ পর্যন্ত ওই মহিলা উদ্ধার পেলেন কি না, তা-ও জানা যায়নি ওই ভিডিওয়। তবে, যেটুকু দেখা গিয়েছে, শিউড়ে ওঠার মত!