Dhanteras 2025: ধনতেরাসে এর মধ্যে কোনও ১টা উপহার দিন, আত্মীয়-বন্ধুরা চিরকাল সুনাম করবে!

Dhanteras 2025, Best Gifting Ideas: ধনতেরাস ২০২৫-এর সেরা উপহার। নিজেদের জন্য কেনাকাটার পাশাপাশি আত্মীয়-ঘনিষ্ঠ বন্ধুকে এই জিনিসগুলোর মধ্যে কোনও একটা উপহার দিন।

Dhanteras 2025, Best Gifting Ideas: ধনতেরাস ২০২৫-এর সেরা উপহার। নিজেদের জন্য কেনাকাটার পাশাপাশি আত্মীয়-ঘনিষ্ঠ বন্ধুকে এই জিনিসগুলোর মধ্যে কোনও একটা উপহার দিন।

author-image
IE Bangla Lifestyle Desk
New Update
Dhanteras 2025: Dhanteras 2025 Gift Ideas: Dhanteras Best Gift Ideas: ধনতেরাসের সেরা উপহার।

Dhanteras 2025, The Best Gift Ideas: ধনতেরাসের সেরা উপহার।

Dhanteras 2025 Gift Ideas: দীপাবলির উৎসবের প্রথম দিনই হল ধনতেরাস। এই দিনে ধনদেবতা কুবের, দেবী লক্ষ্মী এবং ভগবান গণেশের পূজা করা হয়। বিশ্বাস করা হয়, এই দিনে কেনা সামগ্রী সারাবছর সৌভাগ্য ও সমৃদ্ধি নিয়ে আসে। তাই ধনতেরাস ২০২৫-এ শুভ উপহার নির্বাচনও হতে পারে অর্থভাগ্য বৃদ্ধির এক বিশেষ প্রতীক।

Advertisment

কী উপহার দিলে সুখ্যাতি পাবেন?

ধনতেরাস মানেই সোনা বা রূপা কেনার শুভ সময়। লক্ষ্মী বা গণেশের প্রতিকৃতি খোদাই করা সোনার বা রুপোর কয়েন উপহার দিলে তা শুধু শুভই নয়, আত্মীয়-বন্ধুর আর্থিক স্থিতিও বাড়াবে। লক্ষ্মী ও গণেশ একসঙ্গে ধন ও জ্ঞানের প্রতীক। তাই লক্ষ্মী-গণেশের জোড়া মূর্তি ধনতেরাসে উপহার দিলে তা পূণ্যফল দেয়। গৃহে শান্তি আসে। পিতল বা রুপোর পুজার থালা, দীপ বা ঘণ্টা— এসব জিনিস ধনতেরাসে উপহার হিসেবে অত্যন্ত শুভ। বিশেষ করে যাঁরা নতুন ঘর সাজাচ্ছেন বা পূজার আয়োজন করছেন, তাঁদের জন্য এটি আদর্শ উপহার। 

আরও পড়ুন- ধনতেরাসের কোন মুহূর্ত সেরা, কেনাকাটা করলে হয় ধনবৃষ্টি?

এর বদলে আর কী দিতে পারেন?

যাঁরা ফ্যাশনপ্রেমী, তাঁদের জন্য ধনতেরাসে সোনার বা গোল্ড-প্লেটেড গয়না, ছোট শো-পিস বা ব্রেসলেট হতে পারে এক দারুণ পছন্দ। এটি সৌন্দর্য ও শুভ ভাবের প্রতীক। দীপাবলি মানেই ঘর সাজানোর সময়! তাই এই সময় আর্টিস্টিক দিয়া সেট, সুগন্ধি মোমবাতি, টেরাকোটা ডেকর পিস ইত্যাদি উপহার হিসেবে দিলে তা উৎসবের আনন্দ দ্বিগুণ বাড়াবে। বর্তমানে অনেকেই স্বাস্থ্যসচেতন, তাই তামার বোতল, আয়ুর্বেদিক কিট বা ওয়েলনেস গিফট ধনতেরাসের জন্য উপযুক্ত আধুনিক উপহার। আধ্যাত্মিক আগ্রহীদের জন্য পুজার সামগ্রী, জপমালা বা ধর্মীয় বই উপহার দেওয়াও এক শুভ ভাবনা। এতে ভক্তি ও জ্ঞান দুই-ই বৃদ্ধি পাবে।

Advertisment

আরও পড়ুন- ধনতেরাসে ধনবৃদ্ধির এই হল সেরা ৭টি সহজ উপায়, পূজার শুভ সময় কখন?

২০২৫ সালের ধনতেরাসে ত্রয়োদশী তিথি থাকবে সন্ধ্যা থেকে শুরু করে পরদিন পর্যন্ত। সন্ধ্যার সময় প্রায় ৬টা ৩০–৮টা ৩০-এর মধ্যে কেনাকাটা বা উপহার দেওয়াই সবচেয়ে শুভ বলে শাস্ত্রে বলা আছে। ধনতেরাস মানেই ধন-সম্পদ, সৌভাগ্য এবং আনন্দের উৎসব। তাই উপহার দেওয়া শুধু আনুষ্ঠানিকতাই নয়, একে জীবনের শুভ ভাবের প্রতীকও বলা যেতে পারে। মোট কথা, এমন উপহার দিন যা শুধু সুন্দরই নয়, মঙ্গল এবং সমৃদ্ধির বার্তাও দেয়।

2025 dhanteras