Dhanteras 2025 Upay: ধনতেরাসে ধনবৃদ্ধির এই হল সেরা ৭টি সহজ উপায়, পূজার শুভ সময় কখন?

Dhanteras Dhan Vridhi Ke Upay: ধনবান হতে চান? ধনতেরাসে ধনবৃদ্ধি, সমৃদ্ধি ও সৌভাগ্য আনার জন্য করণীয় উপায় ও পূজার টিপস জেনে নিন। কীভাবে হবেন মালামাল?

Dhanteras Dhan Vridhi Ke Upay: ধনবান হতে চান? ধনতেরাসে ধনবৃদ্ধি, সমৃদ্ধি ও সৌভাগ্য আনার জন্য করণীয় উপায় ও পূজার টিপস জেনে নিন। কীভাবে হবেন মালামাল?

author-image
IE Bangla Lifestyle Desk
New Update
Dhanteras 2025 Upay: Dhanteras Dhan Vridhi Ke Upay: ধনতেরাসে ধনবৃদ্ধির টোটকা ও পূজার সময়।

Dhanteras 2025 Upay: ধনতেরাসে ধনবৃদ্ধির টোটকা ও পূজার সময়।

Diwali Dhanteras Puja 2025: দীপাবলি উৎসবের প্রথম দিন ধনতেরাস, যা সম্পদ ও সৌভাগ্যের প্রতীক। এই দিন ভগবান ধন্বন্তরি, দেবী লক্ষ্মী ও ভগবান কুবেরের আরাধনা করা হয়। বিশ্বাস করা হয়, এই দিনে সঠিক উপায়ে পূজা ও কিছু সহজ উপায় (Upay) পালন করলে বছরের পুরো সময় অর্থভাগ্য ভালো থাকে।

Advertisment

২০২৫ সালে ধনতেরাস পড়ছে ২০ অক্টোবর, সোমবার। পূজার শুভ সময় — সন্ধ্যা ৫টা ৩২ মিনিট থেকে রাত ৮টা ১৫ মিনিট পর্যন্ত। 

আরও পড়ুন- ধনতেরাসের কেনাকাটার শুভ সময়, লক্ষ্মী-গণেশের মূর্তি কেনার আগে জেনে নিন ৫টি গুরুত্বপূর্ণ টিপস

Advertisment

ধনবৃদ্ধির উপায়

১. নতুন প্রদীপ জ্বালান: ধনতেরাসের সন্ধ্যায় ঘরের প্রধান দরজায় ১৩টি প্রদীপ জ্বালান। বিশ্বাস করা হয়, এতে অশুভ শক্তি দূর হয় ও লক্ষ্মী দেবী ঘরে প্রবেশ করেন।

২. নতুন ঝাড়ু কিনে ঘরে রাখুন: ঝাড়ু অর্থনৈতিক শুদ্ধতার প্রতীক। এই দিনে নতুন ঝাড়ু কিনে ঘরের দক্ষিণ-পূর্ব কোণে রাখলে ঋণমুক্তি ও আর্থিক উন্নতি হয়।

৩. ধন্বন্তরি ও কুবের পূজা করুন: ধনতেরাসের দিনে ধন্বন্তরি দেবের নাম জপ করুন। এছাড়া ভগবান কুবেরের আরাধনায় একটি স্বর্ণমুদ্রা বা রূপার কয়েন প্রদীপের পাশে রাখুন। 

আরও পড়ুন- বাংলায় কালীপুজোর জোয়ার, পিছনে এই ৩ সাধকের বিরাট অবদান!

৪. তামার বা রূপার পাত্রে জল রাখুন: পূজার সময় একটি তামার বা রূপার পাত্রে জল রেখে তাতে একটি কয়েন ফেলে দিন। এই জল পরে বাড়ির প্রবেশদ্বারে ছিটিয়ে দিলে ধনসম্পদ বৃদ্ধি হয়।

৫. লক্ষ্মী মন্ত্র জপ করুন: ধনতেরাসের রাতে লক্ষ্মী মন্ত্র ১১ বার জপ করলে আর্থিক উন্নতি হয়।

৬. পশ্চিম দিকে মুখ করে প্রদীপ জ্বালান

: লক্ষ্মীর আসন পশ্চিম দিকে, এই দিনে তাই পশ্চিমমুখী প্রদীপ জ্বালালে আর্থিক বাধা দূর হয় বলে বিশ্বাস।

৭. ধন সংরক্ষণে রূপার কৌটো রাখুন: এই দিনে নতুন একটি রূপার কৌটো কিনে তাতে হলুদ ও সাতটি চিনি রাখুন। পুজোর পরে সেটি আলমারিতে রাখলে সারা বছর অর্থলাভের সম্ভাবনা বাড়ে।

আরও পড়ুন- গানেই জিতেছিলেন দেবীর করুণা, রামপ্রসাদের এই সব অলৌকিক কাহিনি জানেন?

ধনতেরাসে করণীয় কিছু বিশেষ কাজ

এই দিনে কারও কাছ থেকে টাকা ধার নেবেন না। কালো বা মলিন পোশাক পরা এড়িয়ে চলুন। সন্ধ্যায় প্রদীপ নিভে যাওয়ার আগে প্রার্থনা করুন। দরজায় আলপনা দিন— এটি শুভ প্রতীক। ধনতেরাস শুধু ধনসম্পদের উৎসব নয়, এটি মানসিক পবিত্রতা ও সমৃদ্ধির প্রতীক। দেবী লক্ষ্মী তখনই ঘরে আসেন, যখন ঘর পরিষ্কার থাকে আর মনও স্বচ্ছ থাকে।

আরও পড়ুন- ধনতেরসেই কেনা হয় কেন, শাস্ত্রমতে ঝাড়ু রাখার নিয়ম কী?

ধনতেরাস (Dhanteras 2025) মানে শুধুই টোটকা (Upay) নয়। বরং, এই তিথি হল ইতিবাচক মনোভাবের প্রতিফলন। দেবী লক্ষ্মী, ভগবান গণেশ ও কুবেরের আশীর্বাদে ধনসম্পদ ও শান্তি লাভের জন্য এই তিথিতে সঠিক সময়ে পূজা করুন, প্রদীপ জ্বালান এবং শুভ কর্মে অংশ নিন।

2025 dhanteras