Advertisment

ঝোল-ঝাল কালিয়া তো অনেক হল! এবার বাড়িতেই বানান অপূর্ব স্বাদের ফিস বেগম বাহার

স্বাদ বদলাতে তাই রইল জনপ্রিয় রুই মাছ দিয়ে তৈরি রকমারি এক পদের রেসিপি।

author-image
Rajit Das
New Update
fish begam bahar recipe , ফিস বেগম বাহার রেসিপি

মাছের অতুলনীয় পদ।

কথায় বলে মাছে-ভাতে বাঙালি। একদিন মাথ পাতে না পড়লেই মন কেমন করে। কিন্তু, ছুটির দিনে কী আর শুধু মাছের ঝোল, ঝাল বা কালিয়া ভালো লাগে? স্বাদ বদলাতে তাই রইল জনপ্রিয় রুই মাছ দিয়ে তৈরি রকমারি এক পদের রেসিপি 'ফিস বেগম বাহার'।

Advertisment

ফিস বেগম বাহার বানানোর উপকরণ-

  • পাকা রুই ৭০০ গ্রাম
  • পোস্তো বাটা- ৩ চা চামচ
  • সর্ষে বাটা- ৪ চা চামচ
  • কাঁচালঙ্কা বাটা- ২টি
  • নারকেল বাটা- ৪ চা চামচ
  • টক দই- ২ চা চামচ
  • মিষ্টি- পরিমামমত
  • টমাটো কুচি- ১টি
  • রসুন বাটা- ৮ কোয়া
  • লঙ্কা গুঁড়ো- দেড় চা চামচ
  • বড় পেঁয়াজ- মিদি করে কুচানো ১টি
  • তেল- আন্দাজমত

ফিস বেগম বাহার বানানোর প্রাণালী-

মাছ বড় বড় পিস করে কেটে হলুদ ও নুন মাখিয়ে হালকা আঁচে ভাজতে থাকুন। লালচে হলে টমাটো কুচি ছেড়ে অল্প ভেজে রসুন ও কাঁচা লঙ্কা বাটা, সর্ষে বাটা দিয়ে নেড়েচেড়ে পোস্তো বাটাও ঢেলে দিন। কষে সামান্য গরম জল দিয়ে মিহি করে নারকেল বাটা দিয়ে দিন। এবার নুন, মিষ্টি, লঙ্কা গুঁড়ো ও সামান্য হলুদ অল্প জলে গুলে কড়ায় ছেড়ে দিয়ে ভালো করে নাড়ুন। এবার তিন কাপ গরম
জল ঢেলে ভাল করে নেড়ে মাছের টুকরোগুলো ছেড়ে রান্না হতে দিন। কাই কাই অবস্থায় একটা বড় পাত্রে নামিয়ে গরম গরম পরিবেশন করুন ভাত, লুচি বা পরোটার সঙ্গে।

রইল আরও অনেক পদের রেসিপি:

food recipe fish begam bahar
Advertisment