Advertisment

Meerut Building Collapse: নাগাড়ে বৃষ্টি! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বহুতল, মৃত ১০

Meerut Building Collapse: হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল। দুর্ঘটনায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মৃত্যু হয়েছে ১০ জনের। ৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে পুলিশ সূত্রে খবর। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে ইতিমধ্যে শুরু হয়েছে তদন্ত।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Meerut Building Collapse:

চলছে উদ্ধারকাজ

Meerut Building Collapse: হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল। দুর্ঘটনায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মৃত্যু হয়েছে ১০ জনের। ৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে পুলিশ সূত্রে খবর। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে ইতিমধ্যে শুরু হয়েছে তদন্ত। 

Advertisment

পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যে সকলকে ধ্বংসস্তূপের নিচ থেকে সরিয়ে নিয়ে আসা সম্ভব হয়েছে। দুর্ঘটনায় মোট ১০ জনের মৃত্যু হয়েছে। ৫ জনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের প্রত্যেকের অবস্থা আশঙ্কাজনক। 

উত্তরপ্রদেশের মিরাটে শনিবার একটি তিনতলা ভবন ধসে পড়ে।  দুর্ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে এবং পাশাপাশি আহত হয়েছেন আরও ৫ জন। ধ্বংসস্তূপের নীচ থেকে আটকে পড়া সকলকে উদ্ধার করে আনা হয়েছে। পাশাপাশি এখনও আটকে রয়েছে বেশ কিছু গবাদি পশুও। তাদের উদ্ধারের চেষ্টা চলছে।

পুজোর আগে বঙ্গবাসীকে বিরাট উপহার মোদীর, তিন নতুন বন্দে ভারত পেল বাংলা

মীরাটের জেলা শাসক দীপক মীনা জানিয়েছেন, দুর্ঘটনার  সময় বাড়িতে প্রায় ১৫ জন ছিলেন। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া সবাইকে উদ্ধার করা হয়েছে। রবিবার সকালে ধ্বংসস্তূপ থেকে আরও পাঁচজনকে উদ্ধার করা হয়।   রাতভর উদ্ধার অভিযান চালানো হয়। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (এসডিআরএফ) এর দলগুলি ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালাচ্ছে। 

কেন ঘটল দুর্ঘটনা?

জেলাশাসক জানিয়েছেন, শনিবার লোহিয়া নগর এলাকার জাকির কলোনিতে এই দুর্ঘটনা ঘটে। বাড়িতে একই পরিবারের ১৫ জন উপস্থিত ছিলেন। বাড়িটি অনেক পুরোনো এবং একটানা ভারী বর্ষণের কারণেই বাড়িটি ভেঙে পড়ে বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।  তদন্তের পর দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।

খাস কলকাতায় বোমা ফেটে জখম মহিলা, NIA তদন্তের দাবিতে শাহকে চিঠি সুকান্ত মজুমদারের

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও দুর্ঘটনার পর  আধিকারিকদের ঘটনাস্থলে পৌঁছে ত্রাণ ও উদ্ধার কাজ খতিয়ে দেখার নির্দেশ দেওয়ার পাশাপাশি আহতদের দ্রুত চিকিৎসারও নির্দেশ দিয়েছেন তিনি।  

accident Uttarpradesh yogi aditynath
Advertisment