Vande Bharat: পুজোর আগেই বিরাট চমক প্রধানমন্ত্রীর। নতুন ৬টি বন্দে ভারত ট্রেনে উদ্বোধন করে দেশবাসীকে বড় উপহার দিলেন মোদী। আজ রবিবার, সকাল ১০টা বেজে ৪০ মিনিটে টাটানগর জংশন স্টেশনে টাটানগর-পাটনা বন্দে ভারত ট্রেন উদ্বোধন করেন। একই সঙ্গে ভিডিও কনফারেন্স-র মাধ্যমে বাকি ট্রেনগুলিরও শুভ সূচনা করেন প্রধানমন্ত্রী।
দেশ পেল আরও ৬টি সেমি হাইস্পিড বন্দে ভারত ট্রেন। যাত্রার অভিজ্ঞতাকে আরও মসৃণ করে তুলতে দুরন্ত পদক্ষেপ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। রবিবার ঝাড়খণ্ডের টাটানগর জংশন স্টেশন থেকে ৬টি নতুন বন্দে ভারত ট্রেনের উদ্বোধন করে উৎসবের মরসুমে দেশবাসীকে বিরাট উপহার দিলেন নমো।
কোন কোন রুটের ৬টি বন্দে ভারত ট্রেনের উদ্বোধন করলেন মোদী? দেখে নিন এক ঝলকে
১. টাটানগর-পাটনা
২. ব্রহ্মপুর-টাটানগর
৩. রাউরকেলা-হাওড়া
৪. দেওঘর-বারাণসী
৫. ভাগলপুর-হাওড়া
৬. গয়া-হাওড়া।
আজকের আরও ৬টি বন্দে ভারতের উদ্বোধনের ফলে দেশের সেমি হাই স্পিড ট্রেনের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬০। ২৪ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে ২৮০ টিরও বেশি জেলায় পরিষেবা দেবে বন্দে ভারত ট্রেন, রেল মন্ত্রক শনিবার একথা ঘোষণা করেছে।
পাশাপাশি ঝাড়খণ্ড সফরকালীন সময়ে মোদী ৬৬০ কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন রেল প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করে তা দেশবাসীকে উৎসর্গ করেন।
রেলের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, “বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন পরিষেবা চালু করার মাধ্যমে, ভারতীয় রেল ভ্রমণে বিপ্লব এনেছে। এই ট্রেনগুলি শুধুমাত্র 'মেক ইন ইন্ডিয়া' উদ্যোগের সাফল্য প্রদর্শন করে না বরং গতি, নিরাপত্তা এবং পরিষেবার জন্য নতুন বৈশ্বিক মানদণ্ডও প্রতিষ্ঠা করে"।