Advertisment

Bomb Blast In Kolkata : খাস কলকাতায় বোমা ফেটে জখম মহিলা, NIA তদন্তের দাবিতে শাহকে চিঠি সুকান্ত মজুমদারের

Bomb Blast In Kolkata : কলকাতার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় রোডে (SN Banerjee) আচমকা বোমা বিস্ফোরণের ঘটনায় চূড়ান্ত চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। শুক্রবার বিকেলে বিস্ফোরণের এই ঘটনায় এক মহিলা গুরুতর জখম হয়েছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Sukanta Majumdar, BJP West Bengal

কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ফাইল ছবি।

খাস কলকাতায় বোমা ফেটে জখম এক মহিলা। এই ঘটনায় NIA তদন্তের দাবিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখেছেন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। কলকাতার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় রোডে (SN Banerjee) আচমকা বোমা বিস্ফোরণের ঘটনায় চূড়ান্ত চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। শুক্রবার বিকেলে বিস্ফোরণের এই ঘটনায় এক মহিলা গুরুতর জখম হয়েছেন। 

Advertisment

বোমা বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে উঠল শহর কলকাতা। এসএন ব্যানার্জি রোডে এই বিস্ফোরণে ঘটনা ঘটে। বিস্ফোরণের ঘটনায় এক মহিলা আহত হয়েছেন। এই ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করেছেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।  বিস্ফোরণের পর গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পৌঁছেছে বোম স্কোয়াড। পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে। 



মহিলাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে

কলকাতায় বোমা বিস্ফোরণে  আহত হয়েছেন এক মহিলা, এরপরই মহিলাকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই গোটা ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বঙ্গ বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, বিষয়টির যথাযথ তদন্ত করা উচিত। এই মামলার তদন্ত এনআইএ-র কাছে হস্তান্তরের দাবিও জানিয়েছেন তিনি। 

মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করলেন সুকান্ত মজুমদার

পাশাপাশি তিনি এই ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করেছেন। বিজেপি সাংসদ ও মন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, এটা স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যর্থতা। অবিলম্বে তার স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করা উচিত। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, খাস কলকাতায় আইন শৃঙ্খলার অবনতির দায় মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তাঁর পদত্যাগ করা উচিত।

আরও পড়ুন- RG Kar Incident: আরজি করে ধর্ষণ-খুনে গ্রেফতার সন্দীপ ঘোষ, CBI জালে টালা থানার OC

আরও পড়ুন- Bengal Weather: কলকাতার কাছেই গভীর নিম্নচাপ! আজও অঝোরে বৃষ্টি জেলায়-জেলায়, আবহাওয়ার উন্নতি কবে?

bomb blast kolkata bjp
Advertisment