Advertisment

Jhansi Hospital Fire: ঝলসে মৃত্যু ১০ সদ্যজাতর! বুক ফাটা কান্না, হাহাকার, গুরুতর আহত আরও ১৬

Jhansi Hospital Fire: হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় শিউরে উঠেছে গোটা দেশ। মহারানী লক্ষ্মীবাই মেডিকেল কলেজের এনআইসিইউতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও পর্যন্ত ১০ সদ্যজাত শিশুর মৃত্যু হয়েছে।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Jhansi Hospital Fire

ঝলসে মৃত্যু ১০ সদ্যজাতর! বুক ফাটা কান্না, হাহাকার, গুরুতর আহত আরও ১৬

Jhansi Hospital Fire: হাসপাতালে মর্মান্তিক অগ্নিকাণ্ড। এনআইসিইউতে আগুনে ঝলসে মৃত্যু হল ১০ সদ্যজাত'র। 
 
ঝাঁসির মহারানি লক্ষ্মীবাই মেডিকেল কলেজের এনআইসিইউতে আগুন। ঝলসে মৃত্যু হল ১০ নবজাতকের। দুর্ঘটনায় ১৬ জন শিশু গুরুতর আহত হয়েছে। জানা গিয়েছে অক্সিজেন কনসেন্ট্রেটে আগুন লেগেই ঘটে গিয়েছে মর্মান্তিক দুর্ঘটনা।  

Advertisment

উত্তরপ্রদেশের ঝাঁসির হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় শিউরে উঠেছে গোটা দেশ। মহারানী লক্ষ্মীবাই মেডিকেল কলেজের এনআইসিইউতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও পর্যন্ত ১০ সদ্যজাত শিশুর মৃত্যু হয়েছে। গুরুতর আহত আরও ১৬ শিশু। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। জেলা শাসক অবিনাশ কুমার ইতিমধ্যে ১০ শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ঝাঁসির চিফ মেডিক্যাল সুপারিনটেনডেন্ট ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন, অক্সিজেন কনসেনট্রেটারে আগুন লেগে দুর্ঘটনা ঘটেছে। তিনি আরও জানান, এনআইসিইউ ওয়ার্ডে ৫৪ জন শিশু ভর্তি ছিল। হঠাৎ করেই অক্সিজেন কনসেনট্রেটারে আগুন ধরে যায়। ঘটনার খবর শোনার পর পুরো মেডিকেল কলেজে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সংবাদমাধ্যম গণতন্ত্রের চতুর্থ শক্তিশালী স্তম্ভ, জানুন 'জাতীয় প্রেস দিবসের' গুরুত্ব

হাসপাতালে হাজির প্রত্যক্ষদর্শীরা সংবাদ মাধ্যমে জানিয়েছেন, আগুন লাগার পর জানলার জাল ভেঙ্গে বেশ কয়েকটি নবজাতককে বের করা হয়। আরেক প্রত্যক্ষদর্শী কৃপাল সিং জানান, "আমরা যখন বাচ্চাদের দুধ খাওয়াতে ভিতরে গেলাম, তখন একজন নার্স দ্রুত দৌড়ে বাইরে আসেন, তিনিও আগুনে গুরুতর আহত হয়েছেন।  আমরা প্রায় ২০টি শিশুকে নিরাপদে বের করে আনতে সক্ষম হয়েছি। লোকজন তাদের সন্তানদের নিয়ে জরুরি বিভাগের দিকে ছুটছিল"।

চঝাঁসির সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) সুধা সিং শনিবার বলেছেন যে এই দুর্ঘটনায় গুরুতর আহত ১৬ শিশুর চিকিৎসা চলছে। এই দুর্ঘটনার সময় এনআইসিইউতে ৫০টির বেশি শিশু ভর্তি ছিল। একাধিক দমকলের ইঞ্জিন ও  জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারাও ইতিমধ্যে মেডিক্যাল কলেজে পৌঁছেছেন।

চপার থামতেই চলল তল্লাশি, কতটা অস্বস্তিতে মোদী সরকারের 'সেকেন্ড-ইন-কমান্ড'?

সরকার আর্থিক সাহায্যের ঘোষণা করেছে

ঘটনার খবর পাওয়া মাত্রই ইউপির ডেপুটি সিএমও ঘটনাস্থলে পৌঁছেছেন। তিনি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বলেন, আমরা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে এই ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্তকমিটি গঠন করব।  এ ঘটনায় কারোর কোন গাফিলতি্র প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং নিহতের পরিবারকে আর্থিক সাহায্যে দেওয়ার কথা ঘোষণা করেছেন। সরকারের তরফে নিহত শিশুর পরিবারকে ৫ লাখ টাকা এবং আহতদের পরিবারকে ৫০ হাজার টাকা দেওয়ার ঘোষণা করা হয়েছে।

Uttarpradesh fire
Advertisment