Advertisment

National Press Day 2024: সংবাদমাধ্যম গণতন্ত্রের চতুর্থ শক্তিশালী স্তম্ভ, জানুন 'জাতীয় প্রেস দিবসের' গুরুত্ব

National Press Day 2024: প্রতি বছর ১৬ নভেম্বর 'জাতীয় প্রেস ডে' পালিত হয়। এটি ভারতীয় সংবাদপত্রের স্বাধীনতা ও দায়িত্বের প্রতীক। ১৯৬৬ সালের আজকের দিনে 'প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া' গঠিত হয়। জাতীয় প্রেস কাউন্সিল সংবাদমাধ্যমের গুণমান এবং নিরপেক্ষতা নিশ্চিত করতে কাজ করে।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
National Press Day

জানুন 'জাতীয় প্রেস দিবসের' গুরুত্ব

National Press Day 2024: সংবাদমাধ্যম গণতন্ত্রের চতুর্থ এবং শক্তিশালী স্তম্ভ। জেনে নিন 'জাতীয় প্রেস দিবসের' গুরুত্ব। 

Advertisment

প্রতি বছর ১৬ নভেম্বর 'জাতীয় প্রেস ডে' পালন করা হয়। এটি ভারতীয় সংবাদপত্রের স্বাধীনতা ও দায়িত্বের প্রতীক। ১৯৬৬ সালের আজকের দিনে 'প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া' গঠিত হয়। জাতীয় প্রেস কাউন্সিল সংবাদমাধ্যমের গুণমান এবং নিরপেক্ষতা নিশ্চিত করতে কাজ করে। 

জাতীয় প্রেস দিবস হল সাংবাদিকতার ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব প্রচার করার এবং সমাজে মিডিয়ার অবদানকে স্বীকৃতি দেওয়ার একটি উপলক্ষ। এই দিনটি সংবাদমাধ্যমের অধিকার, কর্তব্য এবং এর গুরুত্ব অনুধাবন করার অঙ্গীকারের মুহূর্ত। বিশেষ করে সংবাদ মাধ্যমের উপর যখন বারে বারে আক্রমণ নেমে আসে তখন আজকের এই দিনটি আরও বিশেষ হয়ে ওঠে সংবাদ মাধ্যমের অধিকার ও দায়িত্বকে স্মরণ করার ক্ষেত্রে।  
 
১৬ নভেম্বর 'জাতীয় প্রেস দিবস' পালন হয়। ভারতীয় সংবাদপত্রের স্বাধীনতা ও তার দায়িত্বকে সম্মান জানাতে এই দিনটি পালন করা হয়ে থাকে। সংবাদমাধ্যম গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। জাতীয় প্রেস দিবস উপলক্ষে সংবাদ মাধ্যমের ভূমিকা সম্পর্কে সচেতনতা প্রচারের পাশাপাশি সমাজে সংবাদমাধ্যমের গুরুত্বওকেও ব্যাখ্যা করা হয়। জাতীয় প্রেস দিবস ১৯৬৬ সালের ১৬ নভেম্বর শুরু হয়েছিল এবং একই দিনে প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া গঠিত হয়েছিল। প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার উদ্দেশ্য হল মিডিয়ার স্বাধীনতা ও দায়িত্ব নিশ্চিত করা। এই দিনটি ভারতীয় সংবাদপত্রের জন্য একটি 'টার্নিং পয়েন্ট' হিসাবে প্রমাণিত হয়েছিল।

গুজরাটের বিস্তৃর্ণ অংশে প্রবল কম্পন! অতীতের স্মৃতি ফিরতেই আতঙ্কে ঘরছাড়া মানুষ

প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার কাজ

প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া সাংবাদিকতার উচ্চ মান বজায় রাখার জন্য কাজ করে। এর পাশাপাশি এই সংস্থাটি গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা এবং সংবাদপত্র সংক্রান্ত অভিযোগের সমাধান করে। একই সঙ্গে প্রেস কাউন্সিল অফ  সাংবাদিকদের সহায়তা ও নির্দেশ প্রদান করে।

জাতীয় প্রেস দিবসের গুরুত্ব

জাতীয় প্রেস দিবসের গুরুত্ব আমাদের গণমাধ্যমের স্বাধীনতা এবং এর কর্তব্য সম্পর্কে স্মরণ করিয়ে দেয়। এই দিনটি গণমাধ্যমের ক্ষেত্রে সততা, দায়িত্বশীলতা এবং ন্যায্যতার প্রয়োজনীয়তাকে স্বীকৃতি দেয়। এছাড়াও, সমাজে সচেতনতা ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে সংবাদ মাধ্যম যে একটি শক্তিশালী স্তম্ভ হিসাবে কাজ করে তার অবদানে তুলে ধরার মাধ্যমে সংবাদমাধ্যমকে স্বীকৃতি প্রদান করা হয়।

ভারতে স্বাধীন সংবাদপত্রের গুরুত্ব তুলে ধরার জন্য প্রতি বছর পালন করা হয় এই দিনটি। এই দিন দেশের বিভিন্ন স্থানে নানা কর্মসূচির আয়োজন করা হয়। প্রতিকূল পরিস্থিতিতেও একজন সাংবাদিক সমাজের সঙ্গে সম্পর্কিত খবর নিয়ে আসেন, তাই সাংবাদিককে সমাজের দর্পণ বলা হয়। সাংবাদিক কোনও ভয়, বিদ্বেষ ও পক্ষপাত ছাড়াই সত্যকে জনগণের সামনে তুলে ধরেন। এই দিনটি সংবাদপত্রের স্বাধীনতার পাশাপাশি সমাজের প্রতি গণমাধ্যমের দায়িত্বের প্রতিফলন ঘটায়।

 

Press Council of India
Advertisment