Advertisment

Amit Shah: চপার থামতেই চলল তল্লাশি, কতটা অস্বস্তিতে মোদী সরকারের 'সেকেন্ড-ইন-কমান্ড'?

Maharashtra Election 2024: সামনেই মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচন। এই আবহে গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হেলিকপ্টারে তল্লাশি চালান কমিশনের আধিকারিকরা।

author-image
IE Bangla Web Desk
New Update
amit shah chopper election commission

অমিত শাহের চপারে তল্লাশি

Amit Shah:  অমিত শাহের চপারে তল্লাশি। মহারাষ্ট্র ও ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের মধ্যেই নির্বাচন কমিশনের কর্মকর্তারা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের চপারে তল্লাশি চালিয়েছেন। এরপরই তিনি একটি ভিডিও এবং একটি বার্তা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। কী লিখেছেন মোদী সরকারের 'সেকেন্ড ইন কমান্ড'? 

Advertisment

সামনেই মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচন। এই আবহে গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হেলিকপ্টারে তল্লাশি চালান কমিশনের আধিকারিকরা। কমিশনের আধিকারিকরা কপ্টারের ভিতর থাকা সবকটি ব্যাগ পরীক্ষা করেন। সেই সংক্রান্ত ভিডিও পোস্ট করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, 'বিজেপি সুষ্ঠু নির্বাচনে বিশ্বাস করে এবং কমিশনের তরফে জারি করা সকল নিয়ম মেনে চলে'। সম্প্রতি উদ্ধব ঠাকরের হেলিকপ্টারেও তল্লাশি চালিয়েছে নির্বাচন কমিশনের আধিকারিকরা। সেই নিয়ে বিজেপি তথা বিরোধীদের নিশানা করতে ছাড়েন নি তিনি। এরপরই গতকাল ইসি আধিকারিকরা নির্বাচনের প্রচারের সময় শাহের কপ্টারে তল্লাশি চালান।

গোপনে আপনার আধার ব্যবহার হচ্ছে না তো?

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুক্রবার (১৫ নভেম্বর ২০২৪) মহারাষ্ট্র নির্বাচনের প্রচারের জন্য হিঙ্গোলিতে পৌঁছান। এ সময় অমিত শাহের হেলিকপ্টারে চলে তল্লাশি। কমিশনের আধিকারিকরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হেলিকপ্টার তল্লাশি করেন। অমিত শাহ নিজেই ট্যুইট করে এই তথ্য দিয়েছেন এবং কমিশনের এই ধরণের কাজকে নিয়মিত প্রক্রিয়া বলে উল্লেখ করেছেন। এর আগে, নির্বাচন কমিশন যখন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের হেলিকপ্টারে তল্লাশি চালায় তা নিয়ে বিরোধী শিবির বিজেপিকে নিশানা করে। বিরোধীদের অযথা হয়রানির ষড়যন্ত্র বলে অভিহিত করে।

সংবাদমাধ্যম গণতন্ত্রের চতুর্থ শক্তিশালী স্তম্ভ, জানুন 'জাতীয় প্রেস দিবসের' গুরুত্ব

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লিখেছেন অমিত শাহ বিজেপি সুষ্ঠু নির্বাচন ব্যবস্থায় বিশ্বাস করে এবং কমিশনের প্রণীত সমস্ত নিয়ম মেনে চলে। আমাদের সকলের উচিত একটি সুষ্ঠ নির্বাচন ব্যবস্থায় অবদান রাখা এবং ভারতকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী গণতান্ত্রিক দেশ হিসাবে গড়ে তোলা।

গুজরাটের বিস্তৃর্ণ অংশে প্রবল কম্পন! অতীতের স্মৃতি ফিরতেই আতঙ্কে ঘরছাড়া মানুষ

 

amit shah
Advertisment