Advertisment

Gulmarg Terror Attack: আট দিনে চতুর্থ জঙ্গি হামলা, কেঁপে উঠল ভূস্বর্গ! ২ সেনা সহ মৃত ৪

Gulmarg Terror Attack: ফের রক্তাক্ত ভূস্বর্গ! জম্মু ও কাশ্মীরের গুলমার্গের কাছে সেনার কনভয় লক্ষ্য করে ভয়াবহ জঙ্গি হামলা। মৃত্যু হয়েছে দুই সেনা জওয়ানের। গত আট দিনের মধ্যে জম্মু-কাশ্মীরের এটি চতুর্থ সন্ত্রাসবাদী হামলার ঘটনা।

author-image
IE Bangla Web Desk
New Update
Gulmarg Terror Attack

আট দিনে চতুর্থ জঙ্গি হামলা, কেঁপে উঠল ভূস্বর্গ! ২ সেনা সহ মৃত ৪

Gulmarg Terror Attack: ফের রক্তাক্ত ভূস্বর্গ! জম্মু ও কাশ্মীরের গুলমার্গের কাছে সেনার কনভয় লক্ষ্য করে ভয়াবহ জঙ্গি হামলা। মৃত্যু হয়েছে দুই সেনা জওয়ানের। গত আট দিনের মধ্যে জম্মু-কাশ্মীরের এটি চতুর্থ সন্ত্রাসবাদী হামলার ঘটনা। এই হামলায় মৃত ২ জওয়ান ৮ নম্বর রাষ্ট্রীয় রাইফেলসের সদস্য। প্রশাসন সূত্রে জানা গিয়েছে হামলায় আরও ২ মালবাহকের মৃত্যু হয়েছে। তাঁরা হলেন নৌসারা এলাকার মুস্তাক আহমেদ চৌধুরী ও বারনাটে বনিয়ার এলাকার মানজুর আহমেদ মীর। 

Advertisment

জইশ মহম্মদের সংগঠন PAFF গুলমার্গ হামলার দায় স্বীকার করেছে। আট দিনে ২টি বড় হামলাসহ ৪টি  সন্ত্রাসবাদী হামলার ঘটনা ঘটেছে। PAFF (পিপলস অ্যান্টি-ফ্যাসিস্ট ফ্রন্ট), জইশের একটি সংগঠন, গুলমার্গ হামলার দায় স্বীকার করেছে। ঘটনার পর এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান শুরু হয়েছে।

প্রিয়াঙ্কার মনোনয়ন পেশের সময় খাড়গেকে 'অপমান'! গান্ধী পরিবারের বিরুদ্ধে 'ভয়ঙ্কর' অভিযোগ বিজেপির

ঘটনার পর জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ  উপত্যকায় সাম্প্রতিক হামলার ঘটনায় গুরুতর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি 'এক্স'-এ একটি পোস্টে বলেছেন, "উত্তর কাশ্মীরের বুটাপাথরি এলাকায় সেনাবাহিনীর গাড়িতে হামলার খুবই দুর্ভাগ্যজনক। কাশ্মীরে সাম্প্রতিক জঙ্গি হামলা খুবই উদ্বেগের। আমি এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। হামলার ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তাদের প্রিয়জনদের আমার আন্তরিক সমবেদনা। পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”এদিকে, বিজেপি জম্মু ও কাশ্মীর ইউনিটের সভাপতি রবিন্দর রায়নাও হামলার নিন্দা করেছেন এবং কেন্দ্রশাসিত অঞ্চলে শান্তি ও সম্প্রীতি অস্থিতিশীল করার চেষ্টা করার জন্য পাকিস্তানকে দায়ী করেছেন।

দেশের পরবর্তী প্রধান বিচারপতি সঞ্জীব খান্না! চূড়ান্ত অনুমোদন রাষ্ট্রপতির, কবে শপথগ্রহণ?

Terrorist Attack
Advertisment