Advertisment

Who is Kaivalya Vohra , Zepto App Co-Founder Net Worth , IIFL Wealth Hurun Indian Rich List 2024 : পড়াশুনা ছেড়ে বেছে নিয়েছেন প্যাশনকে! জিতলেন সর্বকনিষ্ঠ কোটিপতির খেতাব, চমকে দেবে একাহিনী

Who is Kaivalya Vohra , Zepto App Co-Founder Net Worth , IIFL Wealth Hurun Indian Rich List 2024 : মাত্র ২১ বছর বয়সে স্রেফ নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে ৩৬০০ কোটি টাকার সম্পত্তি বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন এই যুবক। তকমা পেয়েছেন দেশের সর্বকনিষ্ঠ কোটিপতির।

author-image
IE Bangla Web Desk
New Update
kaivalya vohra

দেশের সর্বকনিষ্ঠ কোটিপতি

Who is Kaivalya Vohra , Zepto App Co-Founder Net Worth , IIFL Wealth Hurun Indian Rich List 2024 : পড়াশুনা ছেড়ে বেছে নিয়েছেন প্যাশনকে! ১৯ বছরে সর্বকনিষ্ঠ কোটিপতির কাহিনী চমকে দিতে বাধ্য।  

Advertisment

মাত্র ২১ বছর বয়সে স্রেফ নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে ৩৬০০ কোটি টাকার সম্পত্তি বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন এই যুবক। তকমা পেয়েছেন দেশের সর্বকনিষ্ঠ কোটিপতির।

আন্তর্জাতিক পুরুষ দিবসে পছন্দের মানুষকে দিন নজরকাড়া উপহার, ঝটপট দেখুন তালিকা

২১ বছর-বয়সী কৈবল্য ভোহরা, কুইক কমার্স প্ল্যাটফর্ম Zepto-এর সহ-প্রতিষ্ঠাতা। তার মোট সম্পত্তি ৩৬০০ কোটির টাকা। তিনি IIFL Wealth-Hurun Indian Rich List অনুসারে দেশের সর্বকনিষ্ঠ কোটিপতির তকমা জিতে নিয়েছেন। ২২ বছর বয়সী আদিত পলিচা ৪৩০০ কোটি টাকা সম্পত্তির সঙ্গে তালিকার দ্বিতীয় সর্বকনিষ্ঠ কোটিপতির খেতাব জিতেছেন। 

কৈবল্য ভোহরা জেপটোর চিফ টেকনোলজি অফিসার। অন্যদিকে  আদিত পালিচা কোম্পানির চিফ এক্সিকিউটিভ অফিসার। Zepto হল ভারতের দ্রুততম বর্ধনশীল ই-গ্রোসারি কোম্পানি। কৈবল্য ভোহরা ১৯ বছর বয়সে প্রথম হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২২-এ অন্তর্ভুক্ত হন এবং তারপর থেকে তিনি প্রতি বছর এই তালিকার অংশ হয়ে আসছেন।

কবে ফিরবে মধ্যবিত্তের সুদিন? সাফ জবাব অর্থমন্ত্রীর

আইআইএফএল হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৪-এ সেই সমস্ত ভারতীয় ধনী ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে যাদের মোট সম্পত্তির পরিমাণ এক হাজার কোটি টাকার বেশি। দেশের সবচেয়ে ধনীর তালিকা অনুসারে হুরুন ইন্ডিয়ার ধনীর তালিকায় মুকেশ আম্বানিকে টপকে শীর্ষে জায়গা করে নিয়েছেন গৌতম আদানি। 

একই সময়ে, বলিউড অভিনেতা শাহরুখ খান ৭৩০০ কোটি টাকা সম্পত্তির সাথে সাথে দেশের সবচেয়ে ধনী অভিনেতা হিসাবে প্রথমবারের মতো এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। বর্তমানে, Zepto বেঙ্গালুরু, লক্ষ্ণৌ, দিল্লি এবং চেন্নাই এর মতো শহরে রমরমিয়ে চলছে।  এর প্রতিযোগিতার মধ্যে রয়েছে Amazon-এর ইন্ডিয়া ইউনিট, Swiggy Instamart, Blinkit, এবং conglomerate Tata Group এর BigBasket।

Richest person
Advertisment