Earthquake in Gujarat : কেঁপে উঠল গুজরাটের বিস্তৃর্ণ অংশ। শক্তিশালী কম্পন ফেরাল অতীতের সেই ভয়ঙ্কর স্মৃতি।
ভূমিকম্পের কবলে গুজরাট। শুক্রবার রাত ১০.১৫ নাগাদ কম্পন অনুভূত হয় আহমেদাবাদ, গান্ধিনগর, মহেসানা-সহ গুজরাটের একাধিক শহরে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৪.২। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, রাত ১০.১৫ মিনিটে গুজরাটের মহেসানায় ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মাটির প্রায় ১০ কিলোমিটার নিচে। যদিও এখন পর্যন্ত ভূমিকম্পে কোনো প্রাণ বা সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর মেলেনি।
গুলিকাণ্ডের জের, কলকাতার তৃণমূল কাউন্সিলরের নিরাপত্তা বাড়ল
ভূমিকম্পের জেরে মহেসানা ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাসিন্দারা অনেকেই আতঙ্কিত হয়ে বাড়ি-ঘর ছেড়ে বেরিয়ে আসেন। গুজরাটের অন্যান্য এলাকায়ও কম্পন অনুভূত হয়েছে। আহমেদাবাদ ও গান্ধীনগরেও ভূমিকম্প অনুভূত হয়েছে বলে খবর। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির রিপোর্ট অনুসারে মহেসানার পাশাপাশি পাটান, বানাসকাঁথা, পালানপুর, সবরকাঁথা সহ বহু জেলায় ভূমিকম্পের তীব্রতা অনুভব করেছে মানুষ।
ছড়িয়ে-ছিটিয়ে রাস্তায় পড়ে মৃতদেহ, আর্তনাদ! ভয়ঙ্কর দুর্ঘটনায় মৃত্যু ৬ পড়ুয়ার
প্রতিবেশী অন্যান্য রাজ্যেও ভূমিকম্প
গুজরাটের পাশাপাশি রাজস্থান ও মধ্যপ্রদেশের অনেক এলাকায়ও ভূমিকম্পের তীব্রতা অনুভূত হয়েছে। গুজরাট সীমান্তের কাছে রাজস্থানের সিরোহি জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানা গেছে। গুজরাট রাজ্য দুর্যোগ মোকাবিলা দফতরের তথ্য অনুসারে, গুজরাট বিগত দু'শো বছরে নয়টি বড় ভূমিকম্পের সম্মুখীন হয়েছে, যার মধ্যে ২৬ জানুয়ারি ২০০১-কচ্ছ-এর বিধ্বংসী ভূমিকম্পও রয়ছে। কচ্ছে ভূমিকম্পে ১৩ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।