Dehradun Car Accident: ভয়ঙ্কর দুর্ঘটনায় শিউড়ে উঠল গোটা দেশ। ছড়িয়ে-ছিটিয়ে রাস্তায় পড়ে রয়েছে মৃতদেহ। ৬ পড়ুয়ার মৃত্যুতে দেশজুড়ে তোলপাড়। এই দুর্ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়েছে ভুলের মাসুল কতটা ভয়াবহ হতে পারে।
দেরাদুনে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হল ৬ পড়ুয়া। যাদের মধ্যে দুজনের মাথা ধর থেকে আলাদা অবস্থায় মিলেছে। দেরাদুনের ওএনজিসি চক এলাকায় একটি দ্রুতগামী ইনোভা একটি বিএমডব্লিউকে ওভারটেক করতে গিয়ে কন্টেইনারকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৬ পড়ুয়ার।
কোটি কোটি ইউজারদের মুখের হাসি ফিরিয়ে আনল Jio! বিনামূল্যে উপভোগ করুন JioCinema, Disney+ Hotstar!
এই মর্মান্তিক দুর্ঘটনায় অনেক প্রশ্নের উত্তর এখনও অধরা। দুর্ঘটনায় আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে এক যুবককে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই মূহূর্তে ওই যুবক হাসপাতালে ভেন্টিলেটরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে । দুর্ঘটনার জেরে নতুন ইনোভা গাড়িটি সম্পূর্ণ দুমড়ে মুচড়ে গিয়েছে। ঘটনার একটি সিসিটিভি ফুটেজ ভাইরাল হচ্ছে। যা দেখে বাকরুদ্ধ গোটা দেশ। ভিডিওটি ইতিমধ্যে মুছে দিয়েছে এক্স। যাতে দেখা গিয়েছে রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে দেহ। কারুর মাথা ধর থেকে সম্পূর্ন আলাদা হয়ে গিয়েছে।
স্মার্টফোনের বাজারে ভিভোর বড় 'বিস্ফোরণ'! রেডমি, Realme-এর রক্তচাপ বাড়িয়ে লঞ্চ হল vivo y18t
পুলিশ সূত্রে খবর সকলেই একটি পার্টি সেড়ে ফিরছিলেন। গাড়িটি চালাচ্ছিলেন অতুল আগরওয়াল নামে এক যুবক। সোমবার রাত আড়াইটা নাগাদ, তার দ্রুতগামী গাড়িটি বল্লুপুর চক থেকে কৌলাগড়ের দিকে যাচ্ছিল। সেই সময় কিষাণনগর চক থেকে আসা কন্টেইনারটির পেছনের অংশের সঙ্গে ধাক্কা লাগে গাড়িটির। মুহূর্তেই সেটি দুমড়ে মুচড়ে গিয়েছে। মৃত্যু হয়েছে ৬ পড়ুয়ার।