TMC: রাজ্যের একমাত্র এই জেলায় তৃণমূল কংগ্রেসের নির্বাচনী সাফল্য যে কোনও জেলাকে কয়েক যোজন পিছিয়ে রাখে। সে পঞ্চায়েত বা পুরসভা নির্বাচন হোক, বিধানসভা বা লোকসভা ভোট হোক। এই জেলার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় রেকর্ড ৭ লক্ষ ভোটের ব্যবধানে জয়ী হয়ে সাংসদ নির্বাচিত হয়েছেন। জয়নগর লোকসভা কেন্দ্রের সাংসদ প্রতিমা মন্ডল প্রায় ৫ লক্ষের কাছাকাছি ব্যবধানে জয়ী হয়েছেন। ২০২১ বিধানসভা নির্বাচনে বিরোধীরা জমি খুঁজে পায়নি এই জেলায়। সেই জেলাতেই তৃণমূল সাংসদ শুনলেন গো ব্যাক স্লোগান, বিধায়ককে তাড়া করল জনতা। তাহলে কি দক্ষিণ ২৪ পরগণা জেলাতে সাংগঠনিক মাটি আলগা হয়েছে তৃণমূল কংগ্রেসের? প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে।
দক্ষিণ ২৪ পরগণার জয়নগরে নাবালিকা ধর্ষণ ও খুনের অভিযোগে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয় শনিবার। তার বাড়ির পাশে জলাজমি থেকে ৯ বছরের নাবালিকার মৃতদেহ উদ্ধার হয়। এই ঘটনার প্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের জয়নগরের সাংসদ প্রতিমা মন্ডল স্থানীয় পদ্মের হাট হাসপাতালে গেলে তাঁকে গো ব্যাক স্লোগান দিয়ে চলে যেতে বাধ্য করে ক্ষুব্ধ জনতা। পাশাপাশি ভাইরাল ভিডিওতে দেখা যায় স্থানীয় বিধায়ক গণেশ মন্ডলকে তাড়া করে এলাকা ছাড়া করে উত্তেজিত জনতা। দক্ষিণ ২৪ পরগণার মতো তৃণমূলের শক্ত ঘাঁটিতে সাংসদ ও বিধায়কের এই পরিণতিতে স্বাভাবিক ভাবে রাজনৈতিক মহলে একাধিক প্রশ্ন দেখা দিয়েছে।
দক্ষিণ ২৪ পরগণা এমনই জেলা যেখানে বিরোধীদলে প্রার্থী হওয়া নিয়েও কোনও উৎসাহ দেখা যায় না। ওই জেলায় তৃণমূল কংগ্রেস একচ্ছত্র সাংগঠনিক ক্ষমতা ভোগ করে বলে বিরোধী দলগুলি মনে করে। এই জেলায় বিরোধীদের কোনও সাংসদ নেই। একমাত্র ভাঙর ছাড়া সমস্ত বিধানসভা কেন্দ্রেই ২০২১ সালে বিপুল ব্যবধানে জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। যে কোনও গন্ডগোল হলে তা ড্যামেজ কন্ট্রোল করার ব্যাপারেও তৃণমূল কংগ্রেস খুব একটা চিন্তিত থাকে না। কিন্তু ফাঁড়ি পুড়িয়ে দেওয়া, পুলিশ আধিকারিককে তাড়া, পুলিশকে মারধর করার পাশাপাশি দুই তৃণমূল জনপ্রনিধিকে বিক্ষোভের মুখে পড়ার সাক্ষী থাকলো শনিবার। যা নিয়ে রাজনৈতিক মহলেও বিস্তর চর্চা চলেছে।
আরও পড়ুন- RG Kar Medical College: 'থ্রেট কালচার', বহিষ্কারের কোপে আরজি করের কোন ১০ চিকিৎসক?
আরও পড়ুন- Junior Doctors Hunger Strike: 'উৎসবে নয়', ন্যায় বিচারের দাবিতে আমরণ অনশনে জুনিয়র ডাক্তাররা
আরও পড়ুন- Durga Puja 2024: মণ্ডপজুড়ে আদিবাসীদের জীবনের প্রতিচ্ছবি, নারীশক্তির অনন্য আরাধনায় জেলার এই পুজো
আরজি করের ঘটনার বিচারের দাবিতে জুনিয়র চিকিৎসকরা শনিবার রাত থেকেই অনশনে বসেছেন। তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনার বিচারের দাবিতে শুধু কলকাতা নয়, গত ২ মাস ধরে গ্রামবাংলাতেও আওয়াজ উঠেছে। সেই আবহে জয়নগরে নাবালিকাকে ধর্ষণ ও খুনের অভিযোগ ওঠে। স্থানীয় মানুষের ক্ষুব্ধ মেজাজকে ম্যানেজ করতে পারেনি তৃণমূল কংগ্রেস। ঘাসফুল শিবিরের বিধায়ককে তাড়া করেছে এমন ঘটনা রাজ্যে খুব একটা ঘটেনি। পাশাপাশি তৃণমূল সাংসদকে ঘিরে লাগাতার গো ব্যাক স্লোগান চলেছে। স্থানীয়দের বলতে শোনা গিয়েছে, এদের কাছে কোনও বিচার পাওয়া যাবে না। রাজনৈতিক মহলের প্রশ্ন, তাহলে কি দক্ষিণ ২৪ পরগণাতেও সাংগঠনিক শক্তি কিছুটা আলগা হয়েছে? সেখানেও মানুষের ক্ষোভ সামাল দেওয়ার মতো পরিস্থিতিতে নেই তৃণমূল! এটা তৃণমূলের পক্ষে নয়া অশনি সংকেত নয় তো? সেই চর্চাই ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে।