Junior Doctors Hunger Strike: রাজ্য সরকারকে দেওয়া ডেডলাইন পার। কাজে ফিরলেও খাবার খাবেন না। অর্থাৎ ঘোষণা মতই অমরণ অনশনের সিদ্ধান্ত জুনিয়র ডাক্তারদের। পাশাপাশি জুনিয়র ডাক্তারদের তরফে জানানো হয়েছে যতদিন না রাজ্য সরকার তাদের ১০ দফা দাবি মেনে নিচ্ছেন ততদিন চলবে আমরণ অনশন। ধরনা মঞ্চ থেকে এদিন জুনিয়র ডাক্তারদের তরফে বার্তা দেওয়া হয় 'এই আন্দোলন সাধারণ মানুষের আন্দোলন'। স্বচ্ছতা বজায় রাখতে অনশন মঞ্চে সিসিটিভি লাগানোর কথাও বলা হয়েছে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের তরফে। সেই ফুটেজ দেখতে পাবেন সাধারণ মানুষও। সেই সঙ্গে রাজ্য সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে অনশন চলাকালীন কোন চিকিৎসক অসুস্থ হলে তার দায় বর্তাবে রাজ্য সরকারের উপর। প্রথম দফায় আমরণ অনশনে থাকবেন ৬ জন জুনিয়র ডাক্তার।
টিউশন থেকে ফেরার পথে ৯ বছরের শিশুকন্যাকে ধর্ষণ করে খুন! জয়নগরে ধুন্ধুমার!
পুলিশের বিরুদ্ধেই এবার থ্রেট কালচারের বিরুদ্ধে সরব হয়েছেন জুনিয়র ডাক্তাররা। বারবার ধর্ণা মঞ্চ ভাঙার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। কর্মবিরতি তুলে নিলেও নির্যাতিতার ন্যায় বিচারের দাবি সহ ১০ দফা দাবিতে এবার আমরণ অনশনের পথে হাঁটতে চলেছেন জুনিয়র ডাক্তাররা। গতকাল এনিয়ে রাজ্য সরকারকে ডেডলাইন বেধে দেন জুনিয়র ডাক্তাররা। আজ ডেডলাইন পেরোতেই নিজেদের ভবিষ্যত আন্দোলন রূপরেখা ঘোষণা করলেন জুনিয়র ডাক্তাররা। এদিন সাংবাদিক সম্মেলনে জুনিয়র ডাক্তাররা জানান কাজে ফিরলেও আমরণ অনশনে নিজেদের আন্দোলন জারি রাখবেন তারা। যতদিন না ১০ দফা দাবি পূরণ হচ্ছে ততদিন চলবে এই অনশন।
জয়নগরে বালিকা ধর্ষণ-খুন, তুমুল বিক্ষোভ বাম-BJP-র, TMC বিধায়ককে তাড়া, গোব্যাক স্লোগান সাংসদকেও
গতকাল এসএসকেএম থেকে ধর্মতলা পর্যন্ত জুনিয়র ডাক্তারদের মিছিলের উপর পুলিশি হামলার পরিপ্রেক্ষিপ্তে ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয়। আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের ওয়াই চ্যানেলে বসতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। আন্দোলনরত জুনিয়র ডাক্তারদেওর টানা হ্যাঁচড়া করা হয়, এমনকি লাথি মারা হয় বলেও পুলিশের বিরুদ্ধে অভিযোগে উত্তাল হয়ে ওঠে ধর্মতলা চত্বর।
ঘটনার প্রতিবাদে ধর্মতলা চত্বরে বসে পড়েন জুনিয়র ডাক্তাররা। ফলে বন্ধ হয়ে যায় যান চলাচল। যে ম্যাটাডোর করে জুনিয়র ডাক্তাররা ধর্মতলা আসেন সেই গাড়ির চালকের হুমকি দেওয়া বলেও অভিযোগ। এরপরই পুলিশকে লক্ষ্য করে স্লোগান দেন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা। রাজ্য সরকারকে ২৪ ঘণ্টার ডেডলাইন দিয়ে কর্মবিরতি তুলল আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। জুনিয়র ডাক্তারদের তরফে রাজ্য সরকারের কাছে ২৪ ঘন্টার ডেডলাইন বেধে দেওয়া হয়। পাশাপাশি জানিয়ে দেওয়া হয় ২৪ ঘণ্টায় দাবি পূরণ না হলে আমরণ অনশনে বসবেন তারা। আজ সন্ধ্যা সাড়ে আটটায় ডেডলাইন পার হতেই আমরণ অনশনের কর্মসূচী ঘোষণা করা হয় জুনিয়র ডাক্তারদের তরফে। ধর্ণা মঞ্চ থেকে সাফ রাজ্য সরকারের উদ্দেশে বার্তায় জানানো হয়েছে যতক্ষণ না দাবি পূরণ হচ্ছে ততক্ষণ একমুঠো অন্ন মুখে তুলবেন না জুনিয়র ডাক্তাররা।