1993 Blast case: মুক্তি পেতে মরিয়া আবু সালেম, বোম্বে হাইকোর্টে গ্যাংস্টারের 'মাস্টারপ্ল্যান'

1993 Blast Case: ১৯৯৩ সালের বিস্ফোরণ মামলায় মুক্তির অনুরোধে আদালতের দ্বারস্থ আবু সালেম। জেলবন্দীর মেয়াদ গণনা করে মুক্তি পাওয়ার জন্য ক্রমাগত আবেদন করে আসছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
1993 Blast Case

১৯৯৩ সালের বিস্ফোরণ মামলায় মুক্তির অনুরোধে আদালতের দ্বারস্থ আবু সালেম Photograph: (ফাইল চিত্র)

1993 Blast Case:  ১৯৯৩-এর মুম্বই বিস্ফোরণ মামলায় সাজাপ্রাপ্ত গ্যাংস্টার আবু সালেম এখন তার মুক্তির জন্য মরিয়া। বিগত কয়েক বছর ধরেই জেলবন্দী তিনি। তার জেলবন্দীর মেয়াদ গণনা করে মুক্তি পাওয়ার জন্য ক্রমাগত আবেদন করে আসছেন। এবারও আবু সালেম বোম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। আবেদনে তিনি জানিয়েছেন, ইতিমধ্যেই ২৫ বছর জেলে কাটিয়েছেন এবং পর্তুগালের সঙ্গে প্রত্যর্পণ চুক্তির অধীনে, তাকে ২৫ বছরের বেশি জেলবন্দী রাখা যাবে না। সালেম বলেন যে ইতিমধ্যেই ভোগ করা সাজার মেয়াদ বিবেচনা করে, তাকে এখন মুক্তি দেওয়া উচিত।

Advertisment

দ্রুত গতিতে পাশ কাটিয়ে চেপে দিল লরি, সৌরভের গাড়িতে পরপর ধাক্কা, কেমন আছেন মহারাজ?

১৯৯৩ সালের মুম্বই বিস্ফোরণের অন্যতম প্রধান চক্রী আবু সালেম হামলা চালানোর পর পর্তুগালে পালিয়ে গিয়েছিলেন। ২০০৫ সালে পর্তুগাল থেকে একটি প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ভারতে আনা হয়। সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিচারপতি সারং কোতোয়াল এবং বিচারপতি শ্রীরাম মোদকের বেঞ্চে গ্যাংস্টার সালেমের পক্ষে আইনজীবী ফারহানা শাহ আবেদনটি উপস্থাপন করেন। এই মামলার শুনানির পরবর্তী দিন ১০ মার্চ নির্ধারণ করা হয়েছে। 

FBI-ডিরেক্টরের দায়িত্ব নিয়েই বিরাট হুঙ্কার কাশের, চমকে উঠল তামাম বিশ্ব

Advertisment

আবেদনে বলা হয়েছে যে প্রত্যর্পণের সময়, পর্তুগালের সঙ্গে চুক্তি অনুসারে অপরাধীকে ২৫ বছরের বেশি জেলবন্দী রাখা যাবে না।   আবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে সুপ্রিম কোর্ট ২০০২ সালের জুলাই মাসেও বলেছিল যে পর্তুগালের সাথে প্রত্যর্পণ চুক্তি অনুসারে, ২৫ বছর জেল খাটার পর সালেমকে মুক্তি দিতে হবে। তার আবেদনে, সালেম ২০০৫ সালের নভেম্বর থেকে এখন পর্যন্ত কারাগারে কাটানো সময়ের উল্লেখ করেছেন। তিনি জানিয়েছেন, ২০০৫ সালের নভেম্বর থেকে ২০১৭ সালের সেপ্টেম্বর পর্যন্ত তিনি প্রায় ১১ বছর, ৯ মাস এবং ২৬ দিন জেলবন্দী ছিলেন। এরপর, ২০১৫ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত, তিনি ৯ বছর ১০ মাস ৪ দিন জেলে কাটিয়েছেন। 

Abu Salem