Uttarakhand bus accident: সোমবার সকালে ভয়াবহ পথদুর্ঘটনা। উত্তরাখণ্ডে বাস দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ২২ জনের। আলমোরা সংলগ্ন মার্চুলার কাছে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। বাসটিতে ৪০ জনের বেশি যাত্রী ছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ঘটনাস্থলে ২০ জনের মৃত্যু হয়েছে বলেই এখনও পর্যন্ত পাওয়া খবর অনুসারে জানা গিয়েছে। রামনগরে আহত আরও দুই যাত্রীর মৃত্যু হয়েছে । ভয়াবহ এই দুর্ঘটনায় ১৬ জনেরও বেশি যাত্রী গুরুতর আহত হয়েছেন।
মোদীর হুঙ্কারে মাথা নত করল চিন? বিরাট আপডেটে ভারতীয় হিসাবে গর্ব হবে!
সোমবার সকাল ৯টা নাগাদ ঘটে এই দুর্ঘটনা। উত্তরাখণ্ডের আলমোরায় মার্চুলার সল্ট এলাকায় পাহাড়ের খাদে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় যাত্রীবাহী বাসটি। স্থানীয়দের থেকে খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং NDRF দল। উদ্ধারকাজে হাত লাগান স্থানীয় মানুষজন। দ্রুত আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ১৬ জনের বেশি আহতের চিকিৎসা চলছে।
কানাডায় খালিস্তানি তান্ডব, ভাংচুর চালানো হল মন্দিরে, ভক্তদের বেধড়ক মারধর, কড়া প্রতিক্রিয়া ভারতের
দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। তিনি বলেন, বাস দুর্ঘটনার জেরে এত মানুষের মৃত্যু খুবই দুঃখ জনক। জেলা প্রশাসনকে দ্রুত ত্রাণ ও উদ্ধারকার্য্য চালানোর বিষয়ে যথাযথ নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে গুরুতর আহত যাত্রীদের এয়ারলিফট করারও নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনাস্থলে ইতিমধ্যে উদ্ধার অভিযান চালাচ্ছে স্থানীয় প্রশাসন এবং এসডিআরএফ টিম। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে। তদন্তের পর দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছেন তিনি । আলমোরার জেলাশাসক অলোক কুমার পান্ডে বলেছেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে প্রশাসন ও পুলিশের টিম পাঠানো হয়েছে, আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।