Hindu Temple Attacked in Canada: কানাডায় খালিস্তানি তান্ডব। ভাংচুর চালানো হল মন্দিরে। হিন্দু ভক্তদের বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি বলেছেন, 'এ ধরনের ঘটনা কোনভাবেই বরদাস্ত করা হবে না'।
কানাডায় হিন্দু মন্দিরে চলল খালিস্তানি তাণ্ডব। মারধর করা হয় ভক্তদের। এই সংক্রান্ত একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে কিছু মানুষ খালিস্তানি পতাকা নিয়ে মন্দির চত্বরে ঢুকে ভক্তদের মারধর করে। হিন্দুদের ওপর হামলার ঘটনায় বিশ্বজুড়ে সমালোচনার ঝড়। ব্রাম্পটনের হিন্দু সভা মন্দির কমপ্লেক্সের ভিতরে খালিস্তানি তান্ডবের পর প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং কানাডার সাংসদ চন্দ্র আর্য হিংসার ঘটনার তীব্র নিন্দা করেছেন। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, এই ধরনের ঘটনা বরদাস্ত করা হবে না, কানাডায় প্রত্যেকেরই তাদের ধর্ম পালনের অধিকার রয়েছে।
আরও পড়ুন- মোদীর হুঙ্কারে মাথা নত করল চিন? বিরাট আপডেটে ভারতীয় হিসাবে গর্ব হবে!
প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়েও
ব্রাম্পটনের হিন্দু সভা মন্দির কমপ্লেক্সের একটি ভিডিও সামনে এসেছে। এই ভিডিওতে মন্দির চত্বরে খালিস্তানি পতাকা হাতে কয়েকজনকে ভক্তদের মারধর করতে দেখা যাচ্ছে। সেখানে ছিল না কোনো নিরাপত্তারক্ষী। এমন পরিস্থিতিতে কানাডিয়ান পুলিশের বিরুদ্ধেও খালিস্তানিদের 'রক্ষা'র অভিযোগ উঠছে। এত বড় ঘটনার পরও পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি বলেও অভিযোগ। গোটা ঘটনার ভিডিও প্রকাশ্যে আসার পরও অভিযুক্তদের এখনও পর্যন্ত শনাক্ত করতে পারেনি পুলিশ।
প্রধানমন্ত্রী ট্রুডো বলেছেন- এ ধরনের ঘটনা বরদাস্ত করা হবে না
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ব্রাম্পটনের হিন্দু সভা মন্দিরে খালিস্তানি হামলার তীব্র নিন্দা করেছেন। ধর্মীয় স্বাধীনতার ওপর জোর দিয়ে ট্রুডো বলেন, প্রত্যেক কানাডিয়ানের অধিকার আছে তার ধর্ম স্বাধীনভাবে পালন করার। ট্রুডো এক্স-এ একটি পোস্ট শেয়ার করে লিখেছেন, 'আজ ব্রাম্পটনের হিন্দু সভা মন্দিরে যে হিংসার ঘটনা ঘটেছে তা বরদাস্ত করা হবে না।
আরও পড়ুন- ভরা বাজারে ভয়ঙ্কর গ্রেনেড হামলা, আহত ১২, নিন্দায় গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী
কড়া প্রতিক্রিয়া ভারতের
ভারতীয় হাইকমিশন তার বিবৃতিতে বলেছে, “টরন্টোর কাছে ব্রাম্পটনে হিন্দু সভা মন্দিরের যে ধরণের হিংসাত্মক ঘটনা ঘটেছি তা উদ্বগের। কানাডার বর্তমান নিরাপত্তা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে, কানাডিয়ান কর্তৃপক্ষকে এই ধরণের ঘটনা বন্ধের জন্য অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থার অনুরোধ জানানো হচ্ছে"।
প্রথমে বিক্ষোভ, তারপর অতর্কিত হামলা
ব্রাম্পটনের মন্দিরে হিন্দুদের ওপর হামলার ভিডিওতে খালিস্তানি পতাকা হাতে শিখ বিচ্ছিন্নতাবাদীদের মন্দিরের বাইরে বিক্ষোভ দেখাতে দেখা যাচ্ছে। হঠাৎ তারা মন্দিরে ঢুকে ভক্তদের আক্রমণ করে। খালিস্তান সমর্থকরা লাঠিসোঁটা নিয়ে হিন্দুদের ওপর হামলা চালায় বলে অভিযোগ।
A red line has been crossed by Canadian Khalistani extremists today.
— Chandra Arya (@AryaCanada) November 3, 2024
The attack by Khalistanis on the Hindu-Canadian devotees inside the premises of the Hindu Sabha temple in Brampton shows how deep and brazen has Khalistani violent extremism has become in Canada.
I begin to feel… pic.twitter.com/vPDdk9oble