Advertisment

বৃহস্পতিবার অযোধ্যা রায়ের পুনর্বিবেচনার সুপ্রিম শুনানি

বৃহস্পতিবার অযোধ্যা রায়ের রিভিউ পিটিশনের আর্জি শুনবে ৫ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ।

author-image
IE Bangla Web Desk
New Update
supreme court, সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্ট।

অযোধ্যা রায় পুনর্বিবেচনার আর্জি শুনবে সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার অযোধ্যা রায়ের রিভিউ পিটিশনের আর্জি শুনবে ৫ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ। তবে ‘ইন চেম্বার’ (বিচারপতির চেম্বারে শুনানি হবে। সংবাদমাধ্যম ও কোনও সাধারণ মানুষ অংশ নিতে পারবেন না এই শুনানিতে) শুনানি হবে বলে জানা যাচ্ছে। অর্থাৎ বিচারপতিদের চেম্বারে শুনানি হবে।

Advertisment

উল্লেখ্য, গত ৯ নভেম্বর অযোধ্যা মামলায় ঐতিহাসিক রায় ঘোষণা করে দেশের সর্বোচ্চ আদালত। রায়ে বিতর্কিত জমিতে রাম মন্দির নির্মাণের নির্দেশ দেয় শীর্ষ আদালত। পাশাপাশি মসজিদ নির্মাণের জন্য বিকল্প হিসেবে ৫ একর জমির কথা বলা হয়েছে। অযোধ্যার রায়ের পরই ১৮টি রিভিউ পিটিশন জমা পড়ে।

আরও পড়ুন: ক্যাব বিরোধী আন্দোলনে অগ্নিগর্ভ উত্তর-পূর্ব, ত্রিপুরায় নামল সেনা, গুয়াহাটিতে কার্ফু জারি

প্রসঙ্গত, গত ২ ডিসেম্বর প্রথম অযোধ্যা রায়ের রিভিউ পিটিশন জমা পড়ে। অযোধ্যা রায়ের পুনর্বিবেচনার প্রথম আর্জি জানান জামিয়ত উলেমা-এ-হিন্দের উত্তরপ্রদেশের সভাপতি মৌলানা সৈয়দ আশাদ রশিদি। এ সংক্রান্ত বিষয়ে শেষ আবেদনপত্র জমা দেয় অখিল ভারত হিন্দু মহাসভা। অযোধ্যা রায়ে মসজিদ নির্মাণের জন্য যে ৫ একর জমির কথা বলা হয়েছে, তা পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে তারা। বার ও বেঞ্চের এক রিপোর্ট অনুযায়ী, হিন্দু মহাসভা তাদের আবেদনে বলেছে, “মুসলিম পক্ষ বিতর্কিত জমিতে মসজিদের অস্তিত্ব প্রমাণ করতে ব্যর্থ হওয়া সত্ত্বেও তাদের মসজিদ বানানোর জন্য পাঁচ একর জমি দেওয়া, ধর্মনিরপেক্ষতার সাংবিধানিক নীতির পরিপন্থী”। গত ৯ ডিসেম্বর আরেকটি পিটিশন দাখিল করেন ৪০ জন।

Read the full story in English

Ayodhya
Advertisment