Bangladesh Attack on Hindus: বাংলাদেশে মৌলবাদীদের নিশানায় ISKCON। এবার ইসকনকে প্রকাশ্যে নিষিদ্ধ করার হুমকি। সরকারকে ডেডলাইন বেঁধে ধর্মীয় সংগঠনকে নিষিদ্ধ করার হুমকি বাংলাদেশি মৌলবাদীদের। এই সংক্রান্ত একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে প্রকাশ্যে ইউনূস সরকারের কাছে দাবি জানানো হচ্ছে "ইসকনকে নিষিদ্ধ করতে হবে, অন্যথায় আমরা হাতে অস্ত্র তুলে নেব। তাদের কেটে ফেলব, এটি ধর্মীয় অনুশীলনের সময় নয়। এখন সময় ইসকনের সাথে লড়াই করার। ইসকনকে নিষিদ্ধ না করলে ইসকনের পন্ডিতদের একে একে মেরে ফেলুন"।
ISKCON কে নিষিদ্ধ না করলে হাতে অস্ত্র তোলার ডাক, ভয়ঙ্কর কাণ্ড বাংলাদেশে। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন জারি। ফের ইসকনের মন্দিরে আগুন মৌলবাদীদের। ভয়ে সিঁটিয়ে হিন্দুরা। সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ মহম্মদ ইউনুসের সরকার।
কলকাতায় ISKCON-এর ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস বলেন, এটা খুবই ভয়ঙ্কর। এখন ডেডলাইন বেঁধে সরকারকে ইসকনকে নিষিদ্ধ করার ডাক দেওয়া হয়েছে। সরকার যদি এখনই এই সব লোকেদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয় তাহলে আগামীদিন ভয়ঙ্কর হতে চলেছে"।
নৈরাজ্যের বাংলাদেশে দিকে দিকে আক্রান্ত হিন্দুরা। বাংলাদেশ জুড়ে চূড়ান্ত অশান্তি। হিন্দু মহল্লায় আতঙ্কের ছাপ স্পষ্ট। ফি দিন হিন্দু পাড়ায় চলছে আক্রমণ, লুঠপাট। মৌলবাদীদের হুমকিতে প্রাণভয়ে সিঁটিয়ে সে দেশের সংখ্যালঘু সমাজ। মিছিল করে গিয়ে বাংলাদেশের দিকে দিকে হিন্দু মন্দিরে হামলা চালাচ্ছে মৌলবাদীরা।
ইউনূস বাহিনীর নিশানায় ইসকন, সরকারকে ডেডলাইন বেঁধে ধর্মীয় সংগঠনকে নিষিদ্ধ করার ডাক
বাংলাদেশের হিন্দুদের উপর লাগাতার অত্যাচারের ঘটনায় ইউনূস সরকারকে রাজধর্ম পালনের কথা স্মরণ করিয়ে দিয়েছেন সেদেশের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। পাশাপাশি ৭১ এর মুক্তিযুদ্ধের শহীদদের অবদানকে মনে রাখার কথাও শোনা গিয়েছে প্রধান বিচারপতির গলায়। হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারি আবহে বাংলাদেশের প্রধান বিচারপতির মন্তব্য নিঃসন্দেহেই তাৎপর্যপূর্ণ।
বাংলাদেশে হিন্দুদের উপর লাগাতার আক্রমণ নিয়ে এবার সরব হল মার্কিন যুক্তরাষ্ট্র। ইউনূস সরকারের হিন্দু নির্যাতন নিয়ে সরব হন মার্কিন কংগ্রেস সদস্য রাজা কৃষ্ণমূর্তি। তিনি দীপ্ত কন্ঠে বলেছেন, হিন্দুদের উপর এই হিংসা মেনে নেওয়া যায় না।
বাংলাদেশে প্রতিনিয়ত হিন্দুদের টার্গেট করা হচ্ছে। হিন্দুদের ওপর হিংসার ঘটনা নিয়ে নিন্দার ঝড় বিশ্বজুড়ে। ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতার ও বাংলাদেশে চলমান হিংসা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন কংগ্রেস সদস্য রাজা কৃষ্ণমূর্তি। তিনি বাংলাদেশ সরকারকে মানবাধিকার অক্ষুন্ন রাখতে, হিন্দুদের আইনি সুরক্ষা নিশ্চিত করতে এবং হিন্দুসহ সব সংখ্যালঘুদের বিরুদ্ধে হিংসা বন্ধের আহ্বান জানিয়েছেন।
হিন্দুদের উপর হামলা অব্যাহত, ভারত বিরোধী মিছিল থেকে কলকাতা দখলের ডাক বাংলাদেশের
'হিংসার ঘটনা গ্রহণযোগ্য নয়'
রাজা কৃষ্ণমূর্তি বলেন, “বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে চলমান হিংসার ঘটনা মেনে নেওয়া যায় না। অবিলম্বে এই হিংসা বন্ধ করা উচিত। আমি বাংলাদেশ সরকারকে শান্তিপূর্ণভাবে উত্তেজনা কমাতে সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি।”
'সরকারের উচিত হিন্দু সংখ্যালঘুদের রক্ষা করা'
মার্কিন কংগ্রেসম্যান ব্র্যাড শেরম্যানও সম্প্রতি বলেছেন যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হিন্দু সংখ্যালঘুদের রক্ষা করা এবং সাম্প্রতিক হামলা ও নিপীড়নের হাত থেকে হাজার হাজার সংখ্যালঘু হিন্দুদের সুরক্ষা প্রদান করা। তিনি আরও বলেন, যে হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে হিংসা বন্ধে প্রশাসনের যথাযথ ভূমিকা পালন করা উচিত।
'মৌলিক স্বাধীনতাকে সম্মান করতে হবে'
সম্প্রতি বাংলাদেশে হিন্দুদের ওপর লাগাতার হিংসা নিয়ে মার্কিন বিদেশ দফতরের উপ-মুখপাত্র বেদান্ত প্যাটেলের বক্তব্যও সামনে এসেছে। প্যাটেল বলেন, “আমরা স্পষ্ট ভাবে বলতে চাই মৌলিক স্বাধীনতাকে সম্মান করা উচিত বাংলাদেশ সরকারের। "বাংলাদেশ সরকারকে আইনের শাসনকে সম্মান করতে হবে, তাদের মৌলিক মানবাধিকারকে সম্মান করতে হবে।"