ISKCON Bangladesh: বাংলাদেশে মৌলবাদীদের নিশানায় ISKCON। এবার ইসকনকে প্রকাশ্যে নিষিদ্ধ করার হুমকি। সরকারকে ডেডলাইন বেঁধে ধর্মীয় সংগঠনকে নিষিদ্ধ করার হুমকি বাংলাদেশি মৌলবাদীদের। এই সংক্রান্ত একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে প্রকাশ্যে ইউনূস সরকারের কাছে দাবি জানানো হচ্ছে "ইসকনকে নিষিদ্ধ করতে হবে, অন্যথায় আমরা হাতে অস্ত্র তুলে নেব। তাদের কেটে ফেলব, এটি ধর্মীয় অনুশীলনের সময় নয়। এখন সময় ইসকনের সাথে লড়াই করার। ইসকনকে নিষিদ্ধ না করলে ইসকনের পন্ডিতদের একে একে মেরে ফেলুন"।
পারদ পতনের মাঝেই কাঁটা পশ্চিমী ঝঞ্ঝা, ফের কবে জাঁকিয়ে ঠান্ডা কলকাতায়?
বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন জারি। ফের ইসকনের মন্দিরে আগুন মৌলবাদীদের। ভয়ে সিঁটিয়ে হিন্দুরা। সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ মহম্মদ ইউনুসের সরকার। কলকাতায় ISKCON-এর ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস বলেন, এটা খুবই ভয়ঙ্কর। এখন ডেডলাইন বেঁধে সরকারকে ইসকনকে নিষিদ্ধ করার ডাক দেওয়া হয়েছে। সরকার যদি এখনই এই সব লোকেদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয় তাহলে আগামীদিন ভয়ঙ্কর হতে চলেছে"।
Just listen to this kind of speech being openly delivered in every neighbourhood of #Bangladesh: "ISKCON has to be banned, otherwise we will cut them by our swords, this is not the time for the religious practice. the time is for fighting with ISKCON. Kill them one by one. if… pic.twitter.com/b6IWLG1hik
— Radharamn Das राधारमण दास (@RadharamnDas) December 7, 2024
নৈরাজ্যের বাংলাদেশে দিকে দিকে আক্রান্ত হিন্দুরা। বাংলাদেশ জুড়ে চূড়ান্ত অশান্তি। হিন্দু মহল্লায় আতঙ্কের ছাপ স্পষ্ট। ফি দিন হিন্দু পাড়ায় চলছে আক্রমণ, লুঠপাট। মৌলবাদীদের হুমকিতে প্রাণভয়ে সিঁটিয়ে সে দেশের সংখ্যালঘু সমাজ। মিছিল করে গিয়ে বাংলাদেশের দিকে দিকে হিন্দু মন্দিরে হামলা চালাচ্ছে মৌলবাদীরা। এর আগেও বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ISKCON-এর মন্দিরে হামলা করেছে দুষ্কৃতীরা। ঢাকায় ইসকনের আরও একটি মন্দিরে হামলা কট্টরবাদীদের। পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে রাধা-কৃষ্ণের মন্দিরে।
হিন্দুদের উপর হামলা অব্যাহত, ভারত বিরোধী মিছিল থেকে কলকাতা দখলের ডাক বাংলাদেশের
এদিকে বাংলাদেশের হিন্দুদের উপর লাগাতার অত্যাচারের ঘটনায় ইউনূস সরকারকে রাজধর্ম পালনের কথা স্মরণ করিয়ে দিয়েছেন সেদেশের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। পাশাপাশি ৭১ এর মুক্তিযুদ্ধের শহীদদের অবদানকে মনে রাখার কথাও শোনা গিয়েছে প্রধান বিচারপতির গলায়। হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারি আবহে বাংলাদেশের প্রধান বিচারপতির মন্তব্য নিঃসন্দেহেই তাৎপর্যপূর্ণ।