Bangladesh deputy High commission: ভারতে বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের সামনে বিক্ষোভের বিষয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশের বিদেশ মন্ত্রক। বাংলাদেশের তরফে ভারত সরকারের কাছে এবিষয়ে যথাযথ পদক্ষেপের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে ভারতে থাকা বাংলাদেশের কূটনীতিকদের নিরাপত্তা বাংলাদেশের বিদেশ মন্ত্রকের তরফে এক বিবৃতিতে বলা হয়, ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে ভারত সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে।
বিক্ষোভ বন্ধে যথাযথ পদক্ষেপ নেওয়ার আবেদন জানিয়ে ভারতকে বার্তা বাংলাদেশের। কলকাতায় ডেপুটি হাইকমিশনের সামনে বিক্ষোভের সময় বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা এবং সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের কুশপুত্তলিকা দাহ করা হয় যার তীব্র নিন্দা করেছে বাংলাদেশ। ইসকন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারি এবং সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়ে ইতিমধ্যে বাংলাদেশ সরকারের কাছে কড়া বার্তা পাঠিয়েছে ভারত। এরপরই প্রতিশোধের রাস্তায় হাঁটল বাংলাদেশ।
বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের প্রতিবাদে কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের সামনে বিক্ষোভ হয়েছে। এরপর বাংলাদেশ সরকার কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের বাইরে বিক্ষোভের বিষয়ে ভারত সরকারের কাছে ব্যবস্থা নেওয়ার দাবি জানায় এবং হাইকমিশনে কর্মরত সকল আধিকারিকদের নিরাপত্তা সুনিশ্চিত করার আবেদন জানানো হয়েছে।
হিন্দুদের ওপর হামলার বিষয়েও বাংলাদেশকে সতর্ক করেছে ভারত
শুক্রবার বাংলাদেশ সরকারের বিরুদ্ধে বিবৃতি দেওয়ার আগে ভারত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করতে দায়িত্ব পালন করার অনুরোধ করে । বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ভারত বাংলাদেশ সরকারের কাছে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে হিংসা এবং তাদের উপর হামলার বিষয়টি ধারাবাহিকভাবে এবং জোরালোভাবে উত্থাপন করেছে।