Latest West Bengal News Updates: ইসকনের বিশ্বজুড়ে প্রার্থনা সভা: ইসকন আজ রবিবার, ১ ডিসেম্বর, বাংলাদেশের হিন্দুদের সুরক্ষার দাবিতে বিশ্বজুড়ে প্রার্থনা সভার আয়োজন করেছে। হাসিনা সরকারের পতনের পর থেকে সংকটে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। ইসকনের মুখপাত্র রাধারমণ দাস এই প্রতিবাদ কর্মসূচির ঘোষণা করেছেন এবং সকল ভক্তদের প্রার্থনা সভায় যোগদানের আহ্বান জানিয়েছেন। বাংলাদেশের হিন্দুদের উপর আক্রমণের ঘটনায় রাষ্ট্রসংঘের হস্তক্ষেপ দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাশাপাশি বাংলাদেশে শান্তি রক্ষা বাহিনী পাঠানোর পক্ষেও জোরালো সওয়াল করেন তিনি।
চিন্ময়কৃষ্ণের গ্রেফতারিতে উত্তাল বাংলাদেশ, প্রতিবাদ এপার বাংলাতেও, সন্ন্যাসীর বিরুদ্ধে কী অভিযোগ ইউনুস সরকারের?
প্রাক্তন আইজি পঙ্কজ দত্তের মৃত্যু: প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত বারাণসীর একটি হাসপাতালে দীর্ঘ এক মাস চিকিৎসাধীন থাকার পর শনিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল তার মৃত্যুর জন্য রাজ্য সরকারকে দায়ী করেছেন এবং প্রাক্তন আইজির মৃত্যুকে পরিকল্পিত খুন বলে অভিহিত করেছেন।
আলিপুর চিড়িয়াখানায় উলটপুরাণ, খাঁচা বন্দী মানুষ, প্রকৃতির কোলে খেলছে হরেক প্রজাতির পাখি
গ্যাংটক যাওয়ার পথে বাস দুর্ঘটনা: শিলিগুড়ি থেকে গ্যাংটক যাওয়ার পথে দুর্ঘটনা। পশ্চিমবঙ্গ এবং সিকিম সীমানার রংপোর কাছে দুর্ঘটনাটি ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবোঝাই বাস তিস্তায় পড়ে যায়, যার ফলে কমপক্ষে ৬ জনের মৃত্যু হয়েছে এবং প্রায় ২০ জন আহত হয়েছে। উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে ভর্তি করেছে এবং দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে।
-
Dec 01, 2024 18:19 IST
West Bengal News Live: আবাস যোজনায় রেশন ডিলারের নাম, শোরগোল হরিশ্চন্দ্রপুরে
আবাস যোজনায় রেশন ডিলারের নাম ওঠায় শোড়গোল পড়ে গিয়েছে মালদার হরিশ্চন্দ্রপুর থানার মালিওর ২ গ্রাম পঞ্চায়েতের সোনাকুল এলাকায়। অভিযোগ, প্রকৃত উপভোক্তাদের অনেকেই পাকাঘর পাওয়ার তালিকা থেকে বাদ পড়েছেন।
-
Dec 01, 2024 17:00 IST
West Bengal News Live: বাংলাদেশে আক্রান্ত ভারতীয়, হিন্দু জেনে ছুরি দিয়ে হামলা বেলঘরিয়ার যুবককে
বাংলাদেশে কাজে গিয়ে আক্রান্ত পশ্চিমবঙ্গের যুবক। বেলঘরিয়ার বাসিন্দাকে ভারতীয় এবং হিন্দু জেনে ছুরি দিয়ে হামলা করা হয়। ইট-পাথর ছোড়া হয়। কেড়ে নেওয়া হয় ফোন এবং মানিব্যাগ। পুলিশের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ যুবকের। কোনওরকমে ভারতে ফিরে আসেন যুবক।
-
Dec 01, 2024 16:54 IST
West Bengal News Live: আবাসের ঘর পেতে তৃণমূল নেতাকে কাটমানি, টাকা ফেরত চাইলে খুন
আবাসে ঘর পেতে তৃণমূল নেতাকে কাটমানি। ঘর না পেয়ে টাকা ফেরত চাইতে গেলে বেধড়ক মারধর। রঘুনাথগঞ্জের আবাস-বঞ্চিতের মৃত্যু NRS হাসপাতালে। কাঠগড়ায় তৃণমূল নেতা।
-
Dec 01, 2024 15:42 IST
West Bengal News Live: কলকাতায় ফের আগুন
কলকাতায় ফের আগুন। রবিবার দুপুরে স্ট্র্যান্ড রোডের ফুলবাজারে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন। কোনওরকমে পরিস্থিতি নিয়ন্ত্রণে।
-
Dec 01, 2024 11:49 IST
West Bengal News Live Updates: বাংলাদেশে এবার চরম হেনস্থার মুখে মহিলা হিন্দু সাংবাদিক
বাংলাদেশে এবার চরম হেনস্থার মুখে মহিলা হিন্দু সাংবাদিক। কারওয়ান বাজার এলাকায় সাংবাদিককে হেনস্থা। স্থানীয় একটি পোর্টালের সাংবাদিক মুন্নি সাহাকে হেনস্থা। দেওয়া হয় ভারত বিরোধী স্লোগান।
-
Dec 01, 2024 10:34 IST
West Bengal News Live Updates: জ্বলছে বাংলাদেশ, গর্জে উঠল RSS
বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচার বন্ধের দাবিতে আরএসএস গর্জে উঠেছে। হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিও জানানো হয়েছে। আরএসএস-এর সাধারণ সম্পাদক দত্তাত্রেয় হোসাবলে ভারত সরকারের কাছে বাংলাদেশের হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের উপর অত্যাচার বন্ধের জন্য দ্রুত পদক্ষেপ নেওয়ার আবেদন করেছেন। তিনি বলেন, বাংলাদেশে হিন্দু, নারী ও অন্যান্য সংখ্যালঘুদের উপর ইসলামি মৌলবাদীদের হামলা, হত্যা, লুটপাট, অগ্নিসংযোগ ও অমানবিক নৃশংসতার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক এবং এর তীব্র নিন্দা জানায় আরএসএস।
ইউনূস সরকারকে চরম হুঁশিয়ারি
হোসাবলে আরও বলেন, বর্তমান বাংলাদেশ সরকার ও অন্যান্য সংস্থা তাদের হিংসা বন্ধের পরিবর্তে নিছক নীরব দর্শকের ভূমিকা পালন করছে। তিনি বলেন, ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে জেলে পাঠানো অন্যায়, যিনি হিন্দুদের অধিকার রক্ষার্থে শান্তিপূর্ণ বিক্ষোভে নেতৃত্ব দিয়েছেন। আরএসএস বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার অবিলম্বে বন্ধ এবং চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তির জন্য বাংলাদেশ সরকারের কাছে আবেদন করেছে।
-
Dec 01, 2024 10:14 IST
West Bengal News Live Updates: দিল্লিতে কেজরিওয়ালের উপর হামলা
দিল্লির গ্রেটার কৈলাস এলাকায় পদযাত্রা চলাকালীন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালের উপর হামলা হয়েছে। এক যুবক তাঁকে লক্ষ্য করে তরল জাতীয় কিছু ছুঁড়ে মারে। পুলিশ অভিযুক্ত যুবককে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। আম আদমি পার্টি এই ঘটনাকে বিজেপির ষড়যন্ত্র বলে অভিহিত করেছে এবং সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করেছে। কেজরিওয়াল নিজেই অভিযুক্তকে ভিড়ের কবল থেকে মুক্ত করে পুলিশের হাতে তুলে দেন।
-
Dec 01, 2024 10:03 IST
West Bengal News Live Updates: বাস থামিয়ে চলল হুমকি, ভারত-বিরোধী স্লোগান, চূড়ান্ত আতঙ্কে যাত্রীরা
ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। তিনি বলেন, 'এই ঘটনার পেছনে যারা আছে তাদের নিজেদের শুধরে নেওয়া উচিত। না হলে ভারত উপযুক্ত সময়ে যথাযথ ব্যবস্থা নেবে।'
পড়ুন বিস্তারিত- ভারত-বিরোধী স্লোগান
-
Dec 01, 2024 09:35 IST
West Bengal News Live Updates: চিন্ময় প্রভুর গ্রেফতারি, বিশ্বজুড়ে প্রতিবাদের মধ্যেই বাংলাদেশে আটক আরও ২ হিন্দু সন্ন্যাসী
বাংলাদেশে হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারের পর, বিশ্বজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। এর পাশাপাশি আরও দুই সন্ন্যাসী এবং চিন্ময় দাসের সেক্রেটারিকে গ্রেফতার করা হয়েছে।
পড়ুন বিস্তারিত- চিন্ময় প্রভুর গ্রেফতারি, বিশ্বজুড়ে প্রতিবাদের মধ্যেই বাংলাদেশে আটক আরও ২ হিন্দু সন্ন্যাসী
-
Dec 01, 2024 08:59 IST
West Bengal News Live Updates: উলটপুরাণ এবার আলিপুর চিড়িয়াখানায়, 'খাঁচা বন্দী মানুষ'কে উঁকি দিয়ে দেখছে রঙ-বেরঙের হরেক প্রজাতির পাখি
উলটপুরাণ এবার আলিপুর চিড়িয়াখানায়। খাঁচা বন্দী মানুষকে উঁকি দিয়ে দেখছে হরেক প্রজাতির পাখি। দেড়শো বছরের ইতিহাসে এই প্রথম এমন অভিনব উদ্যোগ রীতিমত প্রশংসা কুড়ালো। চিড়িয়াখানার ১৫০ বছরের ইতিহাসে এমন ভাবনা এই প্রথম। যা রীতিমত তাক লাগাচ্ছে আগত মানুষজনকে। অনেকে আবার অবাক হয়ে গোটা বিষয়টা বোঝার চেষ্টা করছেন। খাঁচার ভিতরের মানুষকে অবাক চোখে দেখছে প্রকৃতির কোলে খেলতে থাকা পাখিরা। আলিপুর চিড়িয়াখানার স্বর্ণময়ী হাউজের পাশে নতুন করে এনক্লোজার তৈরি করা হয়েছে । প্রতি বছরই শীতের সময় রাজ্যবাসীর আকর্ষণের অন্যতম জায়গা আলিপুর চিড়িয়াখানা। ৬০ মিটার লম্বা এবং প্রায় ৪ মিটার উঁচু কাচের তৈরি এই খাঁচার ভিতর থেকেই প্রকৃতির কোলে খেলতে থাকা ময়ূর, ঘুঘু, টিয়া, ময়না ও চন্দনার মতো পাখিকে দেখার আনন্দ উপভোগ করছেন দর্শনার্থীরা। গত সোমবার রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাঁসদা এর উদ্বোধন করেন এবং সেদিন থেকেই নয়া এই এনক্লোজার সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হল। চিড়িয়াখানার তরফে জানানো হয়েছে এনক্লোজারটিতে প্রবেশের জন্য আলাদা টিকিট লাগবে না, সকল দর্শনার্থীরা ৫০ টাকা দিয়েই সব কিছু দেখতে পারবেন।
-
Dec 01, 2024 08:56 IST
West Bengal News Live Updates: বাংলাদেশে অত্যাচারিত হিন্দুরা, রাষ্ট্রসংঘের হস্তক্ষেপের দাবি শুভেন্দুর
বাংলাদেশে আক্রান্ত হিন্দুদের পাশে থাকার বার্তা নিয়ে আজ রবিবার পথে নামছে ইসকন। সুরক্ষার দবিতে রবিবার বিশ্বজুড়ে প্রার্থনাসভার ডাক। হাসিনা সরকারের পতনের পর থেকেই সংকটে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। এনিয়ে ইতিমধ্যে কড়া বিবৃতি দিয়েছে ভারত। অন্যদকে বাংলাদেশের তরফে পালটা বিবৃতিতে দাবি করা হয়েছে সেদেশে সংখ্যালঘুরা সম্পুর্ণভাবে সুরক্ষিত। এরই মধ্যে রাষ্ট্রদোহীতার অভিযোগে গ্রেফতার করা হয় হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস।
হিন্দুদের নিরাপত্তা চেয়ে ১ ডিসেম্বর, রবিবার বিশ্ব জুড়ে ইসকনের (ISKCON) পক্ষ থেকে শান্তি এবং সুরক্ষার দবিতে প্রার্থনা করে প্রতিবাদের ডাক দিয়েছেন কলকাতা ইসকন কার্যালয়ের মুখপাত্র রাধারমণ দাস। তিনি নিজের এক্স হ্যান্ডলে এই বার্তা দিয়ে প্রতিবাদ কর্মসূচির কথা ঘোষণা করেছেন।
ইসকনের পক্ষ থেকে বলা হয়, “সারা বিশ্বজুড়ে ১৫০টিরও বেশি দেশের অগুনিত শহরে লক্ষ লক্ষ ইসকন ভক্ত এই প্রতিবাদ প্রার্থনা সভায় যোগদান করবেন। এই সভার একটাই দাবি, বাংলাদেশের হিন্দুদের ধর্ম পালনের নিরাপত্তা চাই। তাই সকল ভক্তদের আবেদন করা হচ্ছে সকলে আসুন। নিজ নিজ ইসকন (ISKCON) মন্দিরে বা ধর্মসভায় যোগদান করে সম্মিলিত ভাবে সংকীর্তনে যোগদান করুন।” এদিকে বাংলাদেশের হিন্দুদের উপর আক্রমণের ঘটনায় রাষ্ট্রসংঘের হস্তক্ষেপ দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাশাপাশি বাংলাদেশে শান্তি রক্ষা বাহিনী পাঠানোর পক্ষেও জোরালো সওয়াল করেন তিনি।
-
Dec 01, 2024 08:54 IST
West Bengal News Live Updates: শিলিগুড়ি থেকে গ্যাংটক যাওয়ার পথে ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত ৬
শিলিগুড়ি থেকে গ্যাংটক যাওয়ার পথে ভয়ঙ্কর দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী বোঝাই বাস উল্টে পড়ে গেল তিস্তায়। পশ্চিমবঙ্গ এবং সিকিম সীমানার রংপোর কাছে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় কমপক্ষে ৬ জনের মৃত্যু হয়েছে। আহত কমপক্ষে ২০। জানা গিয়েছে শনিবার দুপুর নাগাদ শিলিগুড়ি থেকে যাত্রী নিয়ে একটি বাস গ্যাংটক যাচ্ছিল। পশ্চিমবঙ্গ এবং সিকিম সীমান্তে রংপোর কাছে আচমকাই বাসটি খাদে পড়ে যায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছান উদ্ধারকারী দলের সদস্যেরা। আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। কী কারণে দুর্ঘটনা খতিয়ে দেখতে শুরু হয়েছে তদন্ত।
-
Dec 01, 2024 08:53 IST
West Bengal News Live Updates: প্রয়াত রাজ্য পুলিশের প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত, মমতাকে দায়ী করলেন অগ্নিমিত্রা
প্রয়াত রাজ্য পুলিশের প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত। দীর্ঘ এক মাস ধরে তিনি বারানসীর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শনিবার বারাণসীর ট্রমা কেয়ার সেন্টারে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ২৩ অক্টোবর বারানসীতে এক অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়েছিলেন তিনি। সেখানে গিয়ে সেরিব্রালে আক্রান্ত হন তিনি। তারপর থেকে টানা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছেন তিনি। অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন প্রাক্তন এই আইপিএস। এদিকে প্রাক্তন আইজি পঙ্কজ দত্তের মৃত্যুতে গর্জে উঠলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। তাঁর মৃত্যুর জন্য সরাসরি রাজ্য সরকারকে দায়ি করলেন তিনি। বিজেপি নেত্রী বলেন, "এটা একটা সামান্য মৃত্যু নয়,পরিকল্পিত খুন। পঙ্কজ দত্ত যেভাবে শিরদাঁড়া সোজা রেখে সরকারের বিরুদ্ধে কথা বলেছিলেন, অভয়ার মৃত্যুতে সরকারের ও পুলিশের ভূমিকা নিয়ে চোখে চোখে লড়াই করেছিলেন তিনি। সেজন্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আপনার প্রতি প্রতিশোধ নিতেই বটতলা থানায় ডেকে পাঠিয়ে ঘন্টার পর ঘণ্টা বসিয়ে রেখে, জল পর্যন্ত দেওয়া হয়নি, মিথ্যা মামলা দেওয়া হয়। মুখ্যমন্ত্রী মমতা ও তাঁর পুলিশ পঙ্কজ দত্তের মৃত্যুর জন্য দায়ী"।