Advertisment

Israel Iran War: লেবাননে ফের ভয়ঙ্কর হামলা চালাল ইজরায়েল, ভয়াবহ যুদ্ধ পরিস্থিতি, বাস্তুচ্যুত লক্ষাধিক

Israel Iran War: লেবাননের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় লেবাননে ইজরায়েলের হামলায় কমপক্ষে ৪৬ জন নিহত হয়েছে। পাশাপাশি ৮৫ জন আহত হয়েছেন বলেও জানানো হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
iran israel

লেবাননে ফের ভয়ঙ্কর হামলা চালাল ইজরায়েল

Israel Iran War: লেবাননে ফের ভয়ঙ্কর হামলা চালাল ইজরায়েল। তিনটি বিমান হামলাইয় মৃত্যু হয়েছে কমপক্ষে ৬ জনের। এর পর নতুন করে বেজে উঠেছে যুদ্ধের দামামা। 

Advertisment

আবারও লেবাননে হামলা চালিয়েছে ইজরায়েলি সেনা। লেবাননের রাজধানী বৈরুতে তিনটি বিমান হামলা চালিয়েছে আইডিএফ। এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ইজরায়েলের এই তিনটি বিমান হামলার দায় স্বীকার করেছে আইডিএফ। বলেছে, আমরা এখন লেবাননের বৈরুতকে টার্গেট করছি।

লেবাননের রাজধানী বৈরুতে ফের বিমান হামলা চালিয়েছে ইসরাইল। ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করেছে এবং বৈরুতে বিমান হামলার কথা স্বীকার করেছে। আইডিএফ জানিয়েছে, এখন তারা লেবাননের বৈরুতকে টার্গেট করছে। ইজরায়েলি সংবাদমাধ্যম সূত্রের খবর, বৈরুতে একের পর এক তিনটি বড় বিস্ফোরণ ঘটেছে। দক্ষিণ বৈরুতে বিস্ফোরকণের ঘটনায় বেশ কয়েকটি ভবন তাসের ঘরের মত ভেঙে পড়ে।  

১১০ ফুটের সুবিশাল দুর্গা! কলকাতার নাকের ডগায় পুজোয় এবার বিরাট চমক, শিল্পকর্ম তাক লাগাবে

লেবাননের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে,  গত ২৪ ঘণ্টায় লেবাননে ইজরায়েলের হামলায় কমপক্ষে ৪৬ জন নিহত হয়েছে। পাশাপাশি ৮৫ জন আহত হয়েছেন বলেও জানানো হয়েছে। লেবাননের কর্মকর্তারা বলছেন, গত দুই সপ্তাহে ইসরায়েলি হামলায় এক হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে এবং প্রায় ১০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

ইরান ইসরায়েল আক্রমণ করেছে
মঙ্গলবার ইজরায়েলে ২০০-র বেশি ক্ষেপনাস্ত্র হামলা চালায় ইরান। এই হামলায় ইরান ২০০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ইরানের হামলার পর ইজরায়েল দেশের নাগরিকদের সতর্ক করে। বেজে ওঠে সাইরেন। এই হামলার পর প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, এর জন্য ইরানকে ভারী মূল্য দিতে হবে, যে আমাদের ওপর হামলা করবে আমরা তাকে আক্রমণ করব।

ইজরাইল লেবাননে হামলা চালায়
ইজরাইলও ২৮ সেপ্টেম্বর লেবাননে শক্তিশালী হামলা চালায়। লেবাননে হিজবুল্লাহর সদর দপ্তরে হামলা চালিয়েছে ইজরাইল। এই হামলায় নিহত হন হিজবুল্লাহর প্রধান নাসরুল্লাহ। নাসরাল্লাহর মৃত্যুর পরই ইজরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নেয় ইরান।

শিকেয় নিরাপত্তা, হাসপাতালে ঢুকে কর্তব্যরত চিকিৎসকে লক্ষ্য পরপর গুলি, ডাক্তার খুনে উত্তাল দেশ

Iran Israel Israel-Iran conflict
Advertisment