শেষমেশ শর্তসাপেক্ষে জামিন পেলেন ভীম সেনা প্রধান চন্দ্রশেখর আজাদ। দিল্লির দরিয়াগঞ্জে সিএএ বিরোধী বিক্ষোভে যোগ দিয়ে গ্রেফতার হয়েছিলেন আজাদ। বুধবার দিল্লি আদালত তাঁর জামিন মঞ্জুর করেছে। উল্লেখ্য, গত ২১ ডিসেম্বর থেকে জেল হেফাজতে রয়েছেন আজাদ। ২০ ডিসেম্বর দিল্লির দরিয়াগঞ্জে সিএএ বিরোধী বিক্ষোভ হিংসাত্মক রূপ নেয়। তখন দিল্লির জামা মসজিদে সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদ বিক্ষোভ দেখিয়েছিলেন চন্দ্রশেখর আজাদ। হাতে বিআর আম্বেদকরের ছবি নিয়ে প্রতিবাদে শামিল হন তিনি। সেইসময় দিল্লি পুলিশ তাঁকে গ্রেফতার করে।
আরও পড়ুন: ৩৭০ ধারা বাতিলের পর প্রথমবার কাশ্মীর সফরে কেন্দ্রীয় মন্ত্রীগোষ্ঠী
চন্দ্রশেখর আজাদের জামিন মামলায় বিচারক কামিনী লাওয়ের নির্দশে বলা হয়েছে, আগামী ৪ সপ্তাহের জন্য দিল্লিতে থাকতে পারবেন না ভীম সেনা প্রধান। একইসঙ্গে আদালতের নির্দেশে বলা হয়েছে, আগামী ৪ সপ্তাহ প্রতি শনিবার শাহরানপুরে এসএইচও-র কাছে হাজিরা দিতে হবে চন্দ্রশেখর আজাদকে। আগামী এক মাস কোনও ধর্নায় যোগ দিতেও পারবেন না বলে ভীম সেনা প্রধান আজাদকে নির্দেশ দিয়েছে আদালত।
আরও পড়ুন: নির্ভয়ার অপরাধীদের ফাঁসি হচ্ছে না ২২ জানুয়ারি
উল্লেখ্য, আজাদের জামিন মামলার শুনানিতে মঙ্গলবার দিল্লি পুলিশকে ভর্ৎসনা করে তিসহাজারি আদালত। বিচারক কামিনী লাও সরকারি কৌঁসুলিকে প্রশ্ন করেন, ধর্না বা অবস্থান বিক্ষোভে সমস্যা কী? প্রত্যেকের প্রতিবাদ দেখানোর অধিকার আছে। সংবিধান এই অধিকার দিয়েছে। এরপর ভর্ৎসনার সুরে তিনি বলেন, ‘‘দিল্লি পুলিশ এমন করছে যেন জামা মসজিদ পাকিস্তানে রয়েছে!’’
Read the full story in English