Assam Coal Mine Rescue Operations: অসমের ডিমা হাসাও জেলার কয়লা খনি দুর্ঘটনার আজ আজ ষষ্ঠ দিন। সোমবার সকালে খনি দুর্ঘটনায় আটকে পড়েন কমপক্ষে ৮ শ্রমিক। সময় যত গড়াচ্ছে, ততই খনিতে আটকে পড়া শ্রমিকদের বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীন হয়ে আসছে। এদিকে, আজ একজন শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এখনও মৃত্যু দুই শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলেই প্রশাসন সূত্রে খবর।
এনডিআরএফ, ভারতীয় সেনাবাহিনী এবং আসাম রাইফেলসের দল যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে। উদ্ধারকারী দলের তরফে জানানো হয়েছে আজ সকালে খনির ভেতরে জলস্তর পরীক্ষা করার সময় জলে ভাসমান একটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সকাল সাড়ে ৭টার দিকে মৃতদেহটি উদ্ধার করে এনডিআরএফ টিম।
এনডিআরএফ টিম কমান্ডার জানিয়েছেন, প্রতিদিন সকালে জলের স্তর পরীক্ষা করার কাজ চলেছে। আজ সকালে জলস্তর পরীক্ষার সময় এক শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। জলস্তর এখন ছয় মিটার নিচে নেমে গেছে। সারা রাত ধরে পাঁচটি পাম্প চালানো হয়েছে। ২৪ ঘন্টা চলছে অভিযান। এদিকে শুক্রবার কোল ইন্ডিয়ার ১২ সদস্যের একটি বিশেষ উদ্ধারকারী দল অসমের ডিমা হাসাওতে খনি ধসের এলাকায় পৌঁছেছে।
অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই পুলিশ প্রশাসনকে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে এফআইআর দায়ের এবং দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার ঘোষণার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই এক জনকে গ্রেফতার করা হয়েছে। প্রশাসন সূত্রে জানানো হয়েছে প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি একটি অবৈধ খনি। মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় কয়লামন্ত্রী জি কিষাণ রেড্ডির সাথে উদ্ধার অভিযান নিয়েও আলোচনা করেছেন এবং সাহায্যের দাবি জানিয়েছেন।