Advertisment

Bullet Train site collapsed: মোদীর গুজরাটে বিরাট বিপত্তি, ভেঙে পড়ল বুলেট ট্রেনের সেতু, নিহত ৩ শ্রমিক

Bullet Train site collapsed in Gujarat's Anand: বুলেট ট্রেনের করিডর ভেঙে পড়ায় তিন জন শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আরও একজনকে গুরুতর আহত অবস্থায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Bullet train site collapsed: বুলেট ট্রেনের করিডর ভেঙে পড়ায় তিন জন শ্রমিকের মৃত্যু হয়েছে

Bullet train site collapsed: বুলেট ট্রেনের করিডর ভেঙে পড়ায় তিন জন শ্রমিকের মৃত্যু হয়েছে

Bullet Train site collapsed: চালু হওয়ার আগেই বিরাট বিপত্তি। ভেঙে পড়ল মুম্বই-আমেদাবাদ রুটের নির্মীয়মাণ বুলেট ট্রেন ব্রিজ। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাটের আনন্দ জেলার রাজুপুরা গ্রামের কাছে জাতীয় হাই-স্পিড রেল কর্পোরেশন লিমিটেডের বুলেট ট্রেনের করিডর ভেঙে পড়ায় তিন জন শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আরও একজনকে গুরুতর আহত অবস্থায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে।

Advertisment

ভেঙে পড়ার আগে আরও দুজন শ্রমিককে উদ্ধার করা হয়েছে। 

আধিকারিকরা জানিয়েছেন, কুয়ো তৈরির কাজ করার জন্য ব্যবহৃত ইস্পাত এবং কংক্রিটের ব্লকের একটি অস্থায়ী কাঠামো নীচে পড়ে গেলে, যার উপর কংক্রিট ব্লকগুলি স্থাপন করা হয়েছিল, ভেঙে পড়ে চারজন শ্রমিক নীচে আটকা পড়েছিলেন।

মঙ্গলবার ঘটনাটি বিকেল ৫টেয় ঘটে এবং তাৎক্ষণিকভাবে স্থানীয় দমকল ও পুলিশ উদ্ধার কাজ শুরু করতে ঘটনাস্থলে ছুটে যায়।

দুই শ্রমিককে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হলেও এক শ্রমিকের দেহ উদ্ধার করা হয়েছে। আনন্দ জেলার পুলিশ সুপার জিজি জাসানি জানান, মাহি নদীর তীরে অবস্থিত একটি স্থানে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন বিরাট বড় দুর্ঘটনা! খাদে পড়ে গেল যাত্রী বোঝাই বাস, মৃত্যুমিছিল, হাহাকার....!

জাসানি বলেন, “এক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আরও শ্রমিক আটকা পড়েছে কিনা তা নিশ্চিত করতে উদ্ধার অভিযান চলছে। আমাদের বিশ্বাস মোট চারজন শ্রমিক ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছিল, যার মধ্যে দুজনকে উদ্ধার করা হয়েছে এবং একজন নিহত হয়েছে।”

আরও পড়ুন বিস্ফোরণে কেঁপে উঠল হাওড়াগামী এক্সপ্রেস ট্রেন! কালো ধোঁয়ায় ঢেকে গেল বগি, তুমুল আতঙ্ক !

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে এনএইচএসআরসিএল জানিয়েছে, “আজ, মাহি নদীতে (আনন্দে) বুলেট ট্রেন প্রকল্পের নির্মাণস্থলে, শ্রমিকরা কংক্রিটের ব্লকের মধ্যে আটকা পড়েছিলেন। ক্রেন ও এক্সকাভেটর দিয়ে উদ্ধার অভিযান চলছে। একজন শ্রমিককে উদ্ধার করা হয়েছে এবং তাঁকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।”

gujarat Bullet train Bridge Collapse Indian Railways
Advertisment