Advertisment

Amit Shah Canada : 'হিংসা মদত দিচ্ছেন অমিত শাহ'! মোদী সরকারের বিরুদ্ধে তোলপাড় ফেলা অভিযোগ কানাডার

Amit Shah Canada India Conflict : কানাডা অভিযোগের ভিত্তিতে কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি। মার্কিন সংবাদপত্রে 'অমিত শাহ'কে অভিযুক্ত করে বিবৃতি কানাডার ক্যাবিনেট মন্ত্রীর।

author-image
IE Bangla Web Desk
New Update
Amit Shah Canada alleges for Violence against Sikh Separatists

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে তোলপাড় ফেলা অভিযোগ কানাডার।

Amit Shah Canada alleges for Violence against Sikh Separatists : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে তোলপাড় ফেলা অভিযোগ কানাডার। মার্কিন সংবাদপত্রে 'অমিত শাহ'কে অভিযুক্ত করে বিবৃতি কানাডার ক্যাবিনেট মন্ত্রীর। এই ঘটনা সামনে আসার ফলে আরও তলানিতে ভারত-কানাডা সম্পর্ক। 

Advertisment

ভারত ও কানাডার সম্পর্ক দিনের পর তলানিতে ঠেকেছে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ধারাবাহিকভাবে দেশে ভারতবিরোধী শক্তিকে আশ্রয় দিচ্ছেন। শুধু তাই নয় জাস্টিন ট্রুডোর সরকার কানাডায় কিছু হিংসার ঘটনায় ভারতের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছে। যদিও ভারত এই অভিযোগ অস্বীকার করেছে। এর পর ভারত তার কানাডিয়ান হাইকমিশনার এবং অন্যান্য কূটনৈতিক কর্মকর্তাদের প্রত্যাহার করেছে।  খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী নেতা হরদীপ সিং নিজ্জার হত্যায় ভারতের কথিত জড়িত থাকার অভিযোগের পর ভারত ও কানাডার মধ্যে সম্পর্ক একেবারে তলানিতে ঠেকেছে। এদিকে, এখন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অভিযুক্ত করেছে ট্রুডো সরকার। অমিত শাহের বিরুদ্ধে কানাডায় হিংসার ঘটনায় জড়িত থাকার অভিযোগ তুলেছে ট্রুডোর দেশ। এই অভিযোগের ভিত্তিতে কোনো প্রমাণ দিতে পারেনি কানাডা। এদিকে কোনো প্রমাণ ছাড়াই কানাডার অভিযোগের জবাব দেয়নি ভারত। এর আগে ভারতীয় হাইকমিশনার সঞ্জয় কুমার ভার্মার বিরুদ্ধে একই ধরনের অভিযোগ করেছিল কানাডা। সে সময় ভারত কানাডার অভিযোগ অস্বীকার করেছিল।

বাংলা এবং দিল্লির প্রবীণদের কাছে ক্ষমাপ্রার্থী মোদী, মমতা-অতিশীর বিরুদ্ধে মারাত্মক অভিযোগ

কানাডার বিদেশ প্রতিমন্ত্রী ডেভিড মরিসন স্বীকার করেছেন যে তিনি ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্পর্কে মার্কিন সংবাদপত্র ওয়াশিংটন পোস্টকে নির্দিষ্ট কিছু তথ্য দিয়েছিলেন যার ভিত্তিতে ওয়াশিংটন পোস্টে একটি প্রতিবেদন প্রকাশিত হয় । মরিসন মার্কিন সংবাদ মাধ্যমকে বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কানাডার মাটিতে শিখ বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে 'অ্যাকশনের' অনুমোদন দিয়েছেন। যদিও অমিত শাহের বিরুদ্ধে এমন অভিযোগের কোন প্রমাণ পেশ করতে পারেন নি কানাডার মন্ত্রী।  রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, কানাডার পার্লামেন্টারি কমিটির সামনেই মরিসন এই তথ্য প্রকাশ্যে আনেন।  ভারত সরকার ইতিমধ্যেই কানাডার অভিযোগকে 'ভিত্তিহীন' বলে অভিহিত করেছে। পার্লামেন্টারি কমিটির সদস্যদের সামনে সাক্ষ্য দেওয়ার সময় ডেভিড মরিসন কানাডার অন্যতম বিশিষ্ট কর্মকর্তাদের মধ্যে ছিলেন বলে জানা গিয়েছে। 'ভারত সরকারের এজেন্টরা কানাডায় ব্যাপক অপরাধে জড়িত', দু সপ্তাহ আগে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের অভিযোগের ভিত্তিতে কানাডার বিদেশ প্রতিমন্ত্রী সাক্ষ্য দেওয়ার সময় কেন্দ্রীয় মন্ত্রীর নামে এমন অভিযোগ আনেন। 

ওয়াশিংটন পোস্ট, আগে একটি প্রতিবেদনে দাবি করেছিল যে কানাডার নিরাপত্তা সংস্থাগুলি প্রমাণ সংগ্রহ করেছে যে 'ভারতের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা' কানাডায় 'শিখ বিচ্ছিন্নতাবাদীদের উপর গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং হামলার' অনুমোদন দিয়েছেন। প্রতিবেদনে আরও বলা হয়েছে, কানাডার একটি সূত্র সেই ভারতীয় কর্মকর্তার নাম কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী 'অমিত শাহ' বলে দাবি করেছে। নিজের বক্তব্যের ভিত্তিতে কোন  তথ্য বা প্রমাণ না দিয়ে ডেভিড মরিসন বলেন, 'এক সাংবাদিক আমাকে প্রশ্ন করেছিলেন  ভারতের এক শীর্ষ নেতার অনুমোদনে কানাডায় খলিস্তানিদের উপর হামলার ঘটনা ঘটছে সেই ব্যক্তি অমিত শাহ কিনা! আমি নিশ্চিত করেছি হ্যাঁ অমিত শাহ-ই সেই ব্যক্তি। অটোয়ায় ভারতীয় হাইকমিশন এবং বিদেশমন্ত্রক এখনও ডেভিড মরিসনের অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করেনি। ভারত ও কানাডার মধ্যে কূটনৈতিক বিরোধ নিয়ে দুই সপ্তাহ আগে কমিটির সামনে হাজির হয়েছিলেন মরিসন।

'ডিজিটাল অ্যারেস্ট' নিয়ে দেশবাসীকে বিরাট বার্তা!

কানাডা ভারতীয় হাইকমিশনার সঞ্জয় ভার্মাকে খালিস্তানি সন্ত্রাসবাদী হরদীপ সিং নিজ্জার হত্যার ঘটনায় অন্যতম মাথা বলে কানাডা ঘোষণা করেছিল, যার পরে ভারত ভার্মা এবং আরও পাঁচজন ভারতীয় কূটনীতিককে প্রত্যাহার করে। ভারত কঠোরভাবে অভিযোগ প্রত্যাখ্যান করেছে। খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী নেতা হরদীপ সিং নিজ্জারকে ভারত সন্ত্রাসবাদী হিসাবে আগেই ঘোষণা করেছিল। ২০২৩ সালের জুন মাসে কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার সারেতে তাকে গুলি করে হত্যা করা হয়। এরপরই ভারতের বিরুদ্ধে হত্যার অভিযোগ তুলে সরব হয় কানাডা। 

amit shah Justin Trudeau
Advertisment