/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/07/chandrayaan-2-759-1.jpg)
সোমবার ফের চন্দ্রাভিযান। প্রতীকী ছবি।
আগামী সোমবার চাঁদের দেশে পাড়ি দেবে চন্দ্রযান-২। ২২ জুলাই দুপুর ২টো ৪৩ মিনিট নাগাদ চাঁদের উদ্দেশে পাড়ি দেবে চন্দ্রযান -২। বৃহস্পতিবার টুইট করে একথা জানিয়েছে ইসরো। গত সোমবার শেষ মুহূর্তে প্রযুক্তগিত ত্রুটির জেরে বাতিল হয়ে যায় চন্দ্রযান-২ অভিযান।
Chandrayaan-2 launch, which was called off due to a technical snag on July 15, 2019, is now rescheduled at 2:43 pm IST on Monday, July 22, 2019. #Chandrayaan2#GSLVMkIII#ISRO
— ISRO (@isro) July 18, 2019
আরও পড়ুন:চন্দ্রযান-২; ত্রুটিপূর্ণ রকেট
গত সোমবার অভিযানের এক ঘণ্টা আগে প্রযুক্তিগত ত্রুটির জেরে স্থগিত রাখা হয় চন্দ্রযান-২ অভিযান। ঠিক কী সমস্যা হয়েছে, সে ব্যাপারে বিশদে জানায়নি ইসরো। এক বিবৃতিতে ইসরোর তরফে প্রযুক্তিগত ত্রুটির কথা উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য, রবিবার রাত ২টো ১৫ মিনিট নাগাদ অভিযানের কথা ছিল। রকেট উৎক্ষেপণের ৫৬ মিনিট আগে চন্দ্রযান ২ অভিযান বাতিল করা হয়।
সূত্র মারফৎ জানা যায়, GSLV-MkIII রকেটে জ্বালানি ভরার সময় গোলযোগ দেখা যায়। রকেটে তরল হাইড্রোজেন ভরার সময় ত্রুটি দেখা যায় বলে খবর। উল্লেখ্য, ইসরোর তৈরি এই রকেট অত্যন্ত শক্তিশালী। চন্দ্রযান ২-এর অভিযান ঘিরে রবিবার সকাল থেকেই সাজো সাজো রব ছিল শ্রীহরিকোটায়। সন্ধের পর থেকে রীতিমতো কাউন্টডাউন শুরু হয়েছিল। চন্দ্রযান ২-এর অভিযানের দিকে তাকিয়ে ছিল গোটা দেশ। শেষ মুহূর্তে তা বাতিল হওয়ায় হতাশ হয় সব মহল। এদিন ফের চন্দ্রাভিযানের খবর মেলায় নতুন করে কাউন্টডাউন শুরুর অপেক্ষায় গোটা দেশ।
Read the full story in English