scorecardresearch

তিহারের পথেও অর্থনীতি নিয়েই উদ্বেগ প্রকাশ চিদাম্বরমের

সলিসিটর জেনারেল তুষার মেহতা আশ্বাস দেন জেলে চিদাম্বরমকে যথাযথ নিরাপত্তা দেওয়া হবে।

Chidambaram
প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা কংগ্রেস নেতা চিদাম্বরম (ফাইল ছবি)

১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতের রায় জানার কয়েক মুহূর্ত যেতে-না-যেতেই প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরম দেশের অর্থনীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন। দিল্লি আদালতের নির্দেশ বিষয়ে তাঁকে প্রশ্ন করা হলে চিদাম্বরম বলেন, “আমি কেবলমাত্র অর্থনীতি নিয়ে উদ্বিগ্ন।”

বৃহস্পতিবার দিল্লি আদালত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে তিহার জেলে পাঠানোর নির্দেশ দেয়। বিশেষ বিচারপতি অজয় কুমার কুহার তাঁর রায়ে বলেন, তিহার জেলে চিদাম্বরমকে পৃথক সেলে, খাট ও শৌচাগারের সুবিধা দিতে হবে। চিদাম্বরম জেড ক্যাটিগরির নিরাপত্তা পেয়ে থাকেন বলে এই বন্দোবস্ত বলে জানিয়েছেন তিনি। জেলে নিজের ওষুধপত্র নিয়ে যাওয়ার সুযোগও দেওয়া হয়েছে প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীকে।

আরও পড়ুন, তিহার জেলেই পাঠানো হল চিদাম্বরমকে

সলিসিটর জেনারেল তুষার মেহতা আশ্বাস দেন জেলে চিদাম্বরমকে যথাযথ নিরাপত্তা দেওয়া হবে।

এই মামলায় ২ দিনের সিবিআই হেফাজত শেষ হওয়ার পর চিদাম্বরমকে দিল্লি আদালতে পেশ করা হয়। ২১ অগাস্ট গ্রেফতারির পর থেকে চিদাম্বরম মোট ১৫ দিন সিবিআই হেফাজতে থাকলেন।

মঙ্গলবার দিল্লি কোর্ট থেকে আইএনএক্স মিডিয়া মামলার শুনানির পর বেরিয়ে নরেন্দ্র মোদী সরকারকে অর্থনীতি নিয়ে বিদ্রূপ করে চিদাম্বরম বলেছিলেন, “৫ পারসেন্ট, জিডিপি ৫ পারসেন্ট”।

২০১৭ সালের ১৫ মে সিবিআই আইএনএক্স মিডিয়ায় অর্থলগ্নিতে বেনিয়ম সম্পর্কিত মামলা দায়ের করে। পরবর্তীতে ইডি-ও ২০১৭ সালেই অর্থপাচারের মামলা দায়ের করে চিদাম্বরমের বিরুদ্ধে।

Read the Full Story in English

Stay updated with the latest news headlines and all the latest General news download Indian Express Bengali App.

Web Title: Chidambaram express worries on economy tihar jail inx media