আবারও সুপ্রিম কোর্টে ধাক্কা খেলেন পি চিদাম্বরম। এমনিতেই সিবিআই হেফাজতে রয়েছেন দেশের প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তবুও শেষরক্ষার মতো ইডি গ্রেফতারি এড়াতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন পি চিদাম্বরম। কিন্তু আইএনএক্স মিডিয়া কেলেঙ্কারিতে ইডি মামলায় বৃহস্পতিবার চিদাম্বরমের আগাম জামিনের আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। যার জেরে এবার ইডি-র গ্রেফতারির মুখে পড়লেন দেশের প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এদিন কার্যত ইডির যুক্তিতেই সিলমোহর দিয়েছে শীর্ষ আদালত। আদালতে ইডির তরফে জানানো হয়, চিদাম্বরমকে হেফাজতে নেওয়া জরুরি।
এদিকে, সুপ্রিম কোর্টে আগাম জামিনের আর্জি খারিজ হওয়ার পরই জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানার বিরুদ্ধে যে আবেদন জানিয়েছিলেন চিদাম্বরম, তা প্রত্যাহার করে নিলেন। উল্লেখ্য, সুপ্রিম কোর্ট জানিয়েছিল, আগামী ৫ সেপ্টেম্বর অর্থাৎ আজই তাঁর বিরুদ্ধে জামিন-অযোগ্য পরোয়ানা জারির বিরুদ্ধে চিদাম্বরম যে আবেদন করেছেন তার শুনানি হবে। একই সঙ্গে নিম্ন আদালতের সিবিআই হেফাজতের নির্দেশ নিয়েও শুনানি হবে ওই দিন। কিন্তু সেই আবেদন নিজেই তুলে নিলেন চিদাম্বরম।
আরও পড়ুন: মাইসোর বিমানবন্দরে সহযোগীকে চড় মারলেন সিদ্দারামাইয়া
অন্যদিকে, গ্রেফতারির পরও কিছুদিন আগে মোদী সরকারকে ‘চিমটি’ কাটতে ছাড়লেন না প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরম। আইএনএক্স মিডিয়া মামলা চলাকালীন দিল্লি আদালতের বাইরে বেরোনো মাত্র তাঁকে ছেঁকে ধরেন সাংবাদিকরা। সকলেই দীর্ঘ সিবিআই হেফাজত নিয়ে প্রশ্ন করেন তাঁকে। উত্তরে হাতের পাঁচ আঙুল দেখিয়ে চিদাম্বরম বলেন, “৫ পারসেন্ট… জিডিপি ৫ পারসেন্ট”। উল্লেখ্য, গত সপ্তাহে ন্যাশনাল স্ট্যাটিসটিক্যাল অফিসের দেওয়া তথ্য থেকে দেখা গিয়েছে দেশের জিডিপি এই আর্থিক বর্ষের প্রথম ত্রৈমাসিকে ৫ শতাংশে নেমে এসেছে। গত আর্থিক বর্ষের শেষ ত্রৈমাসিকে জিডিপির হার ছিল ৫.৮ শতাংশ।
Read the full story in English