Advertisment

India China Relation : অরুণাচল নিয়ে ভারত-চিনের চড়ল উত্তেজনার পারদ, 'স্বরগরম' করল বিদেশমন্ত্রক

India China Dispute On Arunachal Pradesh : অরুণাচল প্রদেশ নিয়ে ভারত ও চীনের মধ্যে ফের উত্তেজনার পারদ চড়েছে। ভারত অরুণাচল প্রদেশের একটি চূড়ার নাম ষষ্ঠ দালাই লামার নামে রাখার সিদ্ধান্ত নিয়েছে, যার তীব্র বিরোধিতা করেছে চিন।

author-image
IE Bangla Web Desk
New Update
india china rel

অরুণাচল নিয়ে ভারত-চিনের মধ্যে ফের উত্তেজনার পারদ, 'স্বরগরম' করল বিদেশমন্ত্রক

India China Dispute On Arunachal Pradesh :অরুণাচল প্রদেশ নিয়ে ভারত ও চীনের মধ্যে ফের উত্তেজনার পারদ চড়েছে। ভারত অরুণাচল প্রদেশের একটি চূড়ার নাম ষষ্ঠ দালাই লামার নামে রাখার সিদ্ধান্ত নিয়েছে, যার তীব্র বিরোধিতা করেছে চিন। অরুণাচল প্রদেশ নিয়ে ভারত ও চিনের মধ্যে চড়েছে উত্তেজনার পারদ। এবার অরুণাচল প্রদেশের একটি চূড়ার নামকরণ নিয়ে দুপক্ষের মধ্যে শুরু হয়েছে জোর বাদানুবাদ। ভারত সম্প্রতি অরুণাচল প্রদেশের একটি চূড়ার নাম ষষ্ঠ দালাই লামা, সাংইয়াং গিয়াৎসোর নামে রাখার সিদ্ধান্ত নিয়েছে। ভারতের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ চিন। ভারতের এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে চিন। আবারও অরুনাচলে তাদের অধিকার দাবি করেছে ড্রাগনের দেশ।

Advertisment

সন্ত্রাসের আঁতুড়ঘর উপড়ে ফেলতে মরিয়া NIA, জম্মু কাশ্মীর বিধানসভা নির্বাচনের মধ্যে বড় পদক্ষেপ

অরুণাচল প্রদেশের ওপর আবারও নিজেদের অধিকার দাবি করল চিন। ভারত অরুণাচল প্রদেশের একটি চূড়ার নাম ষষ্ঠ দালাই লামার নামে দিলে তা নিয়ে তীব্র আপত্তি জানিয়েছে চিন। ফের অরুণাচলকে চিনের ভূখণ্ড বলে দাবি করে ভারতের চিনা ভূখণ্ডে অধিকার কায়েম করাকে অবৈধ বলে উল্লেখ করেছে। ভারতের বিরুদ্ধে বিদ্বেষ জারি রেখেছে চিন।

অরুণাচল প্রদেশের একটি চূড়া সম্প্রতি ষষ্ঠ দালাই লামার নামে নামকরণ করায় ক্ষুব্ধ চিন। ন্যাশনাল ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং অ্যান্ড অ্যাডভেঞ্চার স্পোর্টস (নিমাস) এর একটি দল অরুণাচল প্রদেশের একটি ২০,৯৪২ ফুট উচ্চ শিখরে আরোহণ করেছে।  আরোহণের পরে, NIMAS ষষ্ঠ দালাই লামা, Tsangyang Gyatso, যিনি ১৬৮২ সালে তাওয়াংয়ে জন্মগ্রহণ করেছিলেন, তার নামানুসারে শৃঙ্গটির নামকরণ করার সিদ্ধান্ত নেয়। ষষ্ঠ দালাই লামার নামানুসারে শৃঙ্গটি নামকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তাঁকে শ্রদ্ধা জানাতে এবং তাঁর অবদানকে স্মরণ করার জন্য। ষষ্ঠ দালাই লামার প্রতি শ্রদ্ধা জানিয়ে এই চূড়াটির নামকরণ করা হয়েছে।

গঙ্গার তলায় মেট্রোয় চড়ে এবার হবে ঠাকুর দেখা, পুজোয় রয়েছে চমকের ছড়াছড়ি

অরুণাচল প্রদেশের এই শৃঙ্গটি ষষ্ঠ দালাই লামার নামে নামকরণ করার পরে, প্রতিবেশী দেশ চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র লিন জিয়ান বলেছেন, “চিনা ভূখণ্ডে অধিকার প্রতিষ্ঠা করা ভারতের পক্ষে বেআইনি ও অবৈধ। ভারত অরুণাচল প্রদেশে চীনের দাবি প্রত্যাখ্যান করেছে এবং বলেছে যে অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ। 

India china Arunachal Pradesh
Advertisment