Advertisment

Reasi terror attack: সন্ত্রাসের আঁতুড়ঘর উপড়ে ফেলতে মরিয়া NIA, জম্মু কাশ্মীর বিধানসভা নির্বাচনের মধ্যে বড় পদক্ষেপ

Reasi terror attack: জম্মু কাশ্মীর বিধানসভা নির্বাচনের মধ্যে NIA-র বড় পদক্ষেপ, সাতটি স্থানে চলল জোর তল্লাশি। জানা গিয়েছে ৯ জুন সন্ত্রাসবাদী ঘটনার সঙ্গে সরাসরি যোগসূত্র রয়েছে আজকের এই অভিযানের!

author-image
IE Bangla Web Desk
New Update
nia

সন্ত্রাসের আঁতুড়ঘর উপড়ে ফেলতে মরিয়া NIA, জম্মু কাশ্মীর বিধানসভা নির্বাচনের মধ্যে বড় পদক্ষেপ

Reasi terror attack: জম্মু ও কাশ্মীর বিধানসভা নির্বাচনের মধ্যে NIA-র বড় পদক্ষেপ, সাতটি স্থানে চলল জোর তল্লাশি। জানা গিয়েছে ৯ জুন সন্ত্রাসবাদী ঘটনার সঙ্গে সরাসরি যোগসূত্র রয়েছে আজকের এই অভিযানের! 

Advertisment

জম্মু ও কাশ্মীর বিধানসভার তৃতীয় দফার ভোটের ঠিক আগে এনআইএ জম্মু ও কাশ্মীরের দুটি জেলার ৭টি স্থানে অভিযান চালিয়েছে। ১০ বছর পর জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। দুই দফায় ভোটগ্রহণ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। এখন তৃতীয় দফার অর্থাৎ শেষ দফার ৪০টি আসনে ভোটগ্রহণ বাকি। রাজ্য জুড়ে নির্বাচনী আবহে  জম্মু ও কাশ্মীরের সাতটি জায়গায় অভিযান চালিয়েছে NIA। 

শুক্রবার, জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) বড় পদক্ষেপ নিয়েছে এবং জম্মু ও কাশ্মীরের সাতটি জায়গায় অভিযান চালিয়েছে। এ বিষয়ে কর্মকর্তারা সন্দেহভাজনদের একাধিক আস্তানায় তল্লাশি চালিয়েছেন। অভিযানটি আসলে গত জুনে তীর্থযাত্রীদের বাসে সন্ত্রাসবাদী হামলার সঙ্গে জড়িত বলে NIA সূত্রে জানা গিয়েছে।

অক্টোবর থেকে নিয়মে বিরাট বদল, LPG-এর দাম থেকে PPF অ্যাকাউন্ট বড় সিদ্ধান্ত সরকারের

রাজৌরি ও রিয়াসি জেলায় অভিযান

অভিযান চালানোর সময়, NIA রাজৌরি এবং রিয়াসি জেলার সন্দেহজনক স্থানে হানা দিয়েছে। হামলার ঘটনা ঘটে ৯ জুন। জঙ্গিরা তীর্থযাত্রী বোঝাই বাসে হামলা চালায়। এই ঘটনায় সাতজন তীর্থ যাত্রী সহ নয় জন নিহত এবং ৪১ জন আহত হয়। ১৭ জুন এই সন্ত্রাসবাদী হামলার তদন্তের দায়িত্ব এনআইএ-কে দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। ৩০ জুনও, এনআইএ রাজৌরিতে সন্ত্রাসবাদী হামলার ঘটনায় পাঁচটি জায়গায় অভিযান চালিয়েছিল। এখনও পর্যন্ত এই ঘটনায় রাজৌরির এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

গঙ্গার তলায় মেট্রোয় চড়ে এবার হবে ঠাকুর দেখা, পুজোয় রয়েছে চমকের ছড়াছড়ি

জম্মু ও কাশ্মীর বিধানসভা নির্বাচন এখন শেষ পর্যায়ে। তৃতীয় এবং চূড়ান্ত পর্বে, ৪০ টি বিধানসভা আসনে ভোট হবে। যার মধ্যে ২৬টি আসন জম্মু এবং ১৪টি আসন কাশ্মীর অঞ্চলে। জম্মু ও কাশ্মীর বিধানসভা নির্বাচনের তৃতীয় দফার ভোট হবে ১ অক্টোবর। ৪ অক্টোবর ভোট গণনা।  

Terrorism NIA
Advertisment