Advertisment

দিল্লিতে বাড়ল লকডাউনের সময়সীমা, দেশের চিন্তা মৃত্যু হার

রাজধানীতে গত ৬ দিন লকডাউন থাকা সত্ত্বেও করোনায় মৃতের সংখ্যা কমেনি৷ করোনার গ্রাফ দ্রুত গতিতে উপরের দিকে বেড়েই চলেছে৷

author-image
IE Bangla Web Desk
New Update
corona virus, corona death, delhi lockdown

মৃত্যু চিন্তা বাড়াচ্ছে দেশের

এক সপ্তাহের লকডাউন হলেও দিল্লিতে কমেনি করোনা সংক্রমণ। বরং প্রবল গতিতে ছড়িয়ে পড়ছে কোভিড। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনা সংক্রমণে রাশ টানতে দিল্লি সরকার এক সপ্তাহের লকডাউনের ঘোষণা করেছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে ফের বাড়ানো হল লকডাউন। আগামী সোমবার অর্থাৎ ৩ মে পর্যন্ত রাজধানীতে লকডাউন জারি থাকবে।

Advertisment

রবিবার এ কথা জানিয়ে দেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। রাজধানীতে গত ৬ দিন লকডাউন থাকা সত্ত্বেও করোনায় মৃতের সংখ্যা কমেনি৷ করোনার গ্রাফ দ্রুত গতিতে উপরের দিকে বেড়েই চলেছে৷ সেই প্রেক্ষাপটেই এদিনের সিদ্ধান্ত। রবিবার সাংবাদিক বৈঠক করে কেজরিওয়াল জানিয়েছেন, আগামী ৩ মে ভোর পাঁচটা পর্যন্ত দিল্লিতে লকডাউন বলবৎ থাকবে। প্রসঙ্গত, গত ১৯ এপ্রিল রাত ১০ টায় দিল্লিতে লকডাউন ঘোষণা করা হয়েছিল।

আরও পড়ুন, করোনায় মৃত্যু খড়দার তৃণমূল প্রার্থী কাজল সিনহার, শোক প্রকাশ মমতার

রাজধানীতে কোভিড রোগীদের চিকিৎসায় পর্যাপ্ত অক্সিজেনের তীব্র অভাব এদিনও। মুখ্যমন্ত্রী কেজরিওয়াল জানিয়েছেন, বর্তমানে প্রয়োজন ৭০০টন অক্সিজেন। এদিকে কেন্দ্র বরাদ্দ করেছে ৪৮০টন অক্সিজেন। অক্সিজেন সঙ্কট মোকাবিলায় শনিবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দেশের সব রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে অক্সিজেনের জন্যে আবেদন জানিয়েছেন।

আরও পড়ুন, কোভিড আমাদের ধৈর্য এবং যন্ত্রণা সহ্য করার ক্ষমতার পরীক্ষা নিচ্ছে, ‘মন কি বাত’-এ বার্তা মোদীর

দেশে ভয়ঙ্কর হয়ে উঠছে করোনার দ্বিতীয় ঢেউ। ফের বিশ্বে সর্বকালীন রেকর্ড গড়ল দৈনিক আক্রান্তের সংখ্যা। রবিবার দৈনিক মৃত্যুর সংখ্যাতেও রেকর্ড তৈরি করল ভারত। পরপর ৪ দিন দেশে দৈনিক আক্রান্ত ৩ লক্ষ পার।একদিনে মৃত্যুর সংখ্যা আড়াই হাজারের বেশি। গত ২৪ ঘণ্টায় দেশে দৈনিক করোনা আক্রান্তর সংখ্যা ৩,৪৯,৬৯১। মৃতের সংখ্যা ২,৭৬৭। সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন ২,১৭,১১৩ জন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যাণ অনুযায়ী, অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ২৬,৮২,৭৫১।

এদিকে, করোনায় মৃতের সংখ্যা পরপর ৫ দিন ২ হাজার পার করল। সবমিলিয়ে ভারতে মোট আক্রান্তর সংখ্যা ১,৬৯,৬০,১৭২। মোট সুস্থের সংখ্যা ১,৪০,৮৫,১১০। মোট মৃতের সংখ্যা ১,৯২,৩১১।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

coronavirus delhi Lockdown COVID-19
Advertisment