Coronavirus India Updates: দৈনিক মৃত্যুতে সর্বকালীন রেকর্ড, গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু ৬,১৪৮ জনের

Coronavirus India Updates: গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৯৪ হাজার ৫২ জন।

Coronavirus India Updates: গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৯৪ হাজার ৫২ জন।

author-image
IE Bangla Web Desk
New Update
Coronavirus India, COVID-19

করোনায় মৃতদের শেষকৃত্য। ফাইল ছবি

Coronavirus India Updates: দৈনিক করোনা সংক্রমণ ফের ঊর্ধ্বমুখী দেশে। তবে একদিনে রেকর্ড মৃত্যু দেখল ভারত। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৯৪ হাজার ৫২ জন। কিন্তু মৃত্যু হয়েছে ৬,১৪৮ জনের। এখনও পর্যন্ত দেশে যা সর্বকালীন রেকর্ড।

Advertisment

এত মৃত্যুর কারণ হল বুধবার বিহারের স্বাস্থ্য দফতর মৃত্যুর পরিসংখ্যানে আগের পরিসংখ্যান যোগ করেছে। আগের ৩,৯৫১ জনের মৃত্যু এদিনের বুলেটিনে যোগ করেছে। মাস খানেক আগেও চার হাজারের উপর মৃত্যু দেখছিল দেশ। গত কয়েক দিন ধরে অনেকটাই কমে সেটা দুই-আড়াই হাজারে ঘোরাফেরা করছিল। বৃহস্পতিবারও সংখ্যাটা তার আশেপাশেই রয়েছে।

আরও পড়ুন প্রবল বর্ষণে হুড়মুড়িয়ে বাড়ি ভেঙে পড়ল বস্তির উপর, মৃত কমপক্ষে ১১ জন, আহত বহু

বিহারের স্বাস্থ্য দফতর আগের হিসাব বহির্ভূত মৃত্যুর সংখ্যা এদিনের পরিসংখ্যানে জুড়েছে। তাই একলাফে মৃত্যুর সংখ্যা অনেকটা বেড়ে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় বিহারে মৃত্যু দেখানো হয়েছে ৩,৯৫১। সেই সংখ্যা যোগ করেই দেশে ছ'হাজারের বেশি মৃত্যুর সংখ্যা দেখানো হয়েছে। তবে দেশে দৈনিক মৃত্যু দু'হাজারের ঘরেই রয়েছে।

Advertisment

আরও পড়ুন জুলাই থেকে কার্যকর বাড়তি মহার্ঘভাতা! ২৮% বাড়তে পারে কেন্দ্রের ডিএ

দেশে এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৯১ লক্ষ ৮৩ হাজার ১২১। গতকালের থেকে সংক্রমণ বাড়লেও দেশে সংক্রমণ হার নিয়ন্ত্রণে রয়েছে। বৃহস্পতিবার সেই পরিসংখ্যান ৫ শতাংশের নিচে। ঊর্ধ্বমুখী সুস্থতার হার।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

coronavirus