দেশে একদিনে আক্রান্ত প্রায় ৬০ হাজার, ভয়াবহ রূপ নিচ্ছে করোনা

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৫৯ হাজার ১১৮ জন। যা এই বছরে দৈনিক আক্রান্তের নিরিখে সর্বোচ্চ।

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৫৯ হাজার ১১৮ জন। যা এই বছরে দৈনিক আক্রান্তের নিরিখে সর্বোচ্চ।

author-image
IE Bangla Web Desk
New Update
corona updates west bengal

রঙের উৎসবের আগেই বঙ্গবাসীর উদ্বেগ কয়েকগুণ বাড়ল।

ভারতে শুরু হয়েছে কোভিডের দ্বিতীয় ঢেউ। রেকর্ড ভেঙে লাফিয়ে লাফিয়ে বাড়ছে দৈনিক আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৫৯ হাজার ১১৮ জন। যা এই বছরে দৈনিক আক্রান্তের নিরিখে সর্বোচ্চ। একদিনে মৃত্যু হয়েছে ২৫৭ জনের।

Advertisment

দেশে আক্রান্তের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত মহারাষ্ট্রে। সেখানে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩৫ হাজার ৯৫২ জন। যার মধ্যে শুধু মুম্বাইয়ে ৫০০০-এর বেশি আক্রান্ত। গোটা মহারাষ্ট্র রাজ্যে কোভিড আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ১১১ জন।

আরও পড়ুন, মুম্বাইয়ের কোভিড হাসপাতালে ভয়াবহ আগুন, পুড়ে মৃত ৪ রোগী

মহারাষ্ট্রে প্রতিদিন কোভিড আক্রান্তের সংখ্যা মাত্রাতিরিক্ত বেড়ে যাওয়ার ফলে সারা দেশেই এখন করোনা নিয়ে আতঙ্কিত সাধারণ মানুষ। সুস্থতার হারের চেয়ে বেশি হচ্ছে দৈনিক সংক্রমণের হার। বিশেষত মহারাষ্ট্রে সংক্রমণ উল্লেখযোগ্যহারে বাড়ছে এখন। মুম্বই কর্পোরেশনের তরফে হাসপাতালগুলিতে ১৩ হাজার ৭৭৩ টি বেড বর্তমানে করোনা রোগীদের জন্য বরাদ্দ থাকলেও তা বাড়িয়ে ২১ হাজার বেড করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন, একদিনে বাংলায় আক্রান্ত ৫১৬, করোনা সংক্রমণে শীর্ষে কলকাতা

Advertisment

এদিকে ভারতে ১৮ রাজ্যের মধ্যে বিদেশি নয়া স্ট্রেনের খোঁজ মিলেছে। যার মধ্য়ে অধিকাংশই ব্রিটেনের। গত সপ্তাহে মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, ব্রিটেন, দক্ষিণ আফ্রিকা এবং ব্রাজিল সহ একাধিক জায়গার নয়া স্ট্রেনের খোঁজ পাওয়া গিয়েছে ভারতে। এখনও পর্যন্ত যার সংখ্যা ৭৯৫।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

coronavirus corona COVID-19 corona virus